তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, “প্রাতিষ্ঠানিক সংস্কারের ধারাবাহিকতায় বিটিভিকে স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে। এখন থেকে বিটিভি হবে সবার, সব দলের এবং সব মানুষের।”

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিটিভি আয়োজিত ‘নতুন কুঁড়ি ২০২৫’ প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিল্পীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

এফএম রেডিও নীতিমালা লঙ্ঘন করছে কি না দেখতে রেগুলেটরি কমিটি

দিল্লির বোমা হামলায় বাংলাদেশকে জড়ানো সম্পূর্ণ ভিত্তিহীন: পররাষ্ট্র উপদেষ্টা

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিটিভি নিয়ে পরিকল্পনার কথা তুলে ধরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, “বিটিভি যাতে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করতে পারে সেজন্য বিটিভিকে নতুন করে গড়ে তোলা হচ্ছে। বিটিভি যাতে কোনো দলের, কোনো রাজনৈতিক শক্তির স্বার্থের হাতিয়ার না হয়ে ওঠে সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। বিটিভিতে নতুন করে আরো রিয়েলিটি শো এবং ভিন্ন বয়স ও পটভূমির প্রতিযোগীদের নিয়ে নতুন নতুন অনুষ্ঠান আমরা চালু করে দিয়ে যাব। আশা করি, পরবর্তী সময়ে এসব অনুষ্ঠান অব্যাহত থাকবে।”

নতুন কুঁড়ি প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানিয়ে উপদেষ্টা বলেন, “নতুন কুঁড়িদের প্রতিভা, নিষ্ঠা ও উদ্ভাবনী শক্তি আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। নতুন কুঁড়ি শুধু একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা নয়, বরং এটি তরুণ প্রজন্মের জন্য, নতুন বাংলাদেশের জন্য একটি নতুন দিগন্ত। এই প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোর ও তরুণরাই নতুন বাংলাদেশের পতাকাকে বহন করবে এবং নিজের প্রতিভা ও পরিশ্রম দিয়ে আমাদের সংস্কৃতি, সমাজ ও সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবে।”

তিনি নতুন কুঁড়িদের সৃজনশীল যাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে সরকারের উপদেষ্টা, সচিব, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও নতুন কুঁড়ি প্রতিযোগিতায় বিজয়ী শিশুশিল্পী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ঢাকা/আসাদ/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র উপদ ষ ট অন ষ ঠ ন নত ন ক

এছাড়াও পড়ুন:

রাজনৈতিক অস্থিরতায় প্রশাসন নীরব থাকতে পারে না: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “রাজনৈতিক অস্থিরতায় প্রশাসন নীরব থাকতে পারে না। প্রশাসনকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। দেশের স্থিতিশীলতা রক্ষায় তাদের গঠনমূলক ভূমিকা রাখতে হবে।’’

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কেরাণীগঞ্জ দক্ষিণ থানার আগানগরে কেরাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

আরো পড়ুন:

পঞ্চগড়ে জামায়াতে যোগ দিলেন সাবেক স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩২ জন

বিএনপির ৩১ দফা: অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক দর্শনের রূপরেখা

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “স্বাধীন ও স্বাবলম্বী নারীর চেতনায় জেগে উঠবে আগামী প্রজন্মের বাংলাদেশ। আলোকিত হবে নতুন দিগন্তে।’’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু প্রমুখ।

ঢাকা/শিপন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ