ক্রিকেট
বাংলাদেশ-আয়ারল্যান্ড
প্রথম টেস্ট, তৃতীয় দিন;
সরাসরি, সকাল ৯টা ৩০ মিনিট;
টি স্পোর্টস টিভি।
পাকিস্তান-শ্রীলঙ্কা
দ্বিতীয় ওয়ানডে
সরাসরি, বিকেল ৪টা ৩০ মিনিট;
টি স্পোর্টস টিভি।
ফুটবল
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ
বাংলাদেশ-নেপাল
সরাসরি, রাত ৮টা;
টি স্পোর্টস টিভি।
বিশ্বকাপ বাছাই (ইউরোপ)
ইংল্যান্ড-সার্বিয়া
সরাসরি, রাত ১টা ৪৫ মিনিট;
সনি লিভ।
ফ্রান্স-ইউক্রেন
সরাসরি, রাত ১টা ৪৫ মিনিট;
সনি লিভ।
মলদোভা-ইতালি
সরাসরি, রাত ১টা ৪৫ মিনিট;
সনি লিভ।
আয়ারল্যান্ড-পর্তুগাল
সরাসরি, রাত ১টা ৪৫ মিনিট;
সনি লিভ।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শীতকালের লিপস্টিক কেমন হওয়া উচিত
শীতকালে ঠোঁটের আদ্রতা ধরে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই ঋতুতে গাঢ় শেডে লিপস্টিক ব্যবহার করার চল বেশি। ম্যাট লিপস্টিক ব্যবহার ঠোঁটকে গাঢ় রঙে রাঙিয়ে দিতে পারে কিন্তু এই লিপস্টিক ঠোঁটের আদ্রতা নষ্ট করে দিতে পারে। শীতের জন্য সবচেয়ে ভালো ক্রিমি, গ্লসি, বা স্যাটিন ফিনিশের লিপস্টিক।
ক্রিমি ও স্যাটিন
এই ধরনের লিপস্টিকে ময়েশ্চারাইজার থাকে। ফলে শীতের শুষ্ক আবহাওয়ায় ঠোঁটের আর্দ্রতা ধরে রাখে। বিশেষজ্ঞরা শীতকালে ম্যাট লিপস্টিকের পরিবর্তে এই ধরনের লিপস্টিক ব্যবহারের পরামর্শ দেন।
আরো পড়ুন:
কী কী আছে মরুভূমি সাহারায়?
যে পাখি দিনের কাজ শুরু করে ৯টায়
গ্লসি লিপস্টিক
গ্লসি লিপস্টিক ঠোঁটকে উজ্জ্বল ও সতেজ দেখায়। এই লিপস্টিক ঠোঁটের শুষ্কতা কমাতেও সাহায্য করে। গ্লসি লিপস্টিক ব্যবহারের সময় লিপ বাম ব্যবহার করলে আরও ভালো ফল পাওয়া যায়।
লিপ অয়েল
লিপস্টিক ব্যবহারের পর বা আগেও ঠোঁট মসৃণ রাখতে লিপ অয়েল ব্যবহার করা যেতে পারে। শীতের ঋতুতে গাঢ় শেড পেতে অক্সব্লাড, ওয়াইন, মেরুন এবং লাল গাঢ় শেড বেছে নিতে পারেন।
উল্লেখ্য, লিপস্টিক ব্যবহারের আগে পেট্রোলিয়াম জেলি দিয়ে ঠোঁট আর্দ্র ও কোমল করে নিতে পারেন।বাইরে থেকে এসে তুলায় অলিভ অয়েল লাগিয়ে লিপস্টিক সম্পূর্ণ তুলে ফেলতে যেন ভুলবেন না।
সূত্র: টিভি নাইন অবলম্বনে
ঢাকা/লিপি