আগামী ২৩ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত রাশিয়ার সিরিয়াস ফেডারেল টেরিটরিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও) ২০২৫। এ আয়োজনে অংশগ্রহণের জন্য বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের আমন্ত্রণ জানিয়েছে রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয়।

এই অলিম্পিয়াড আয়োজন করছে রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয়, ট্যালেন্ট অ্যান্ড সাকসেস এডুকেশনাল ফাউন্ডেশন এবং মস্কো ইনস্টিটিউট অব ফিজিকস অ্যান্ড টেকনোলজি।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের প্রেরিত আমন্ত্রণপত্রটি বাংলাদেশে পৌঁছেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অংশগ্রহণের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নিরাপত্তা, আবাসন ও পূর্ণ সহায়তার নিশ্চয়তা

আয়োজক কমিটি জানিয়েছে, অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও কল্যাণ তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সিরিয়াস ফেডারেল টেরিটরিতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রয়েছে, যেখানে নিয়মিত শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম চলছে।

অলিম্পিয়াড চলাকালীন (২৩ নভেম্বর থেকে ২ ডিসেম্বর) আয়োজকেরা অংশগ্রহণকারী দলগুলোর জন্য আবাসন, খাবার, স্থানীয় পরিবহন ও সাংস্কৃতিক কর্মসূচিসহ পূর্ণাঙ্গ সহায়তা দেবে। তবে ভ্রমণ ও ভিসা–সংক্রান্ত ব্যয় অংশগ্রহণকারী দেশকেই বহন করতে হবে।

আরও পড়ুনঅনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত বিভিন্ন বেসরকারি স্কুল-বিশ্ববিদ্যালয়ের১৬ ঘণ্টা আগে

অংশগ্রহণের শর্ত ও ফি

প্রতিটি দলে সর্বাধিক ছয়জন শিক্ষার্থী থাকবে। শিক্ষার্থীদের বয়স ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সর্বোচ্চ ১৫ বছর হতে হবে।

অলিম্পিয়াডে তিনটি পর্ব থাকবে

১.

প্রায়োগিক (Experimental)

২. তাত্ত্বিক (Theoretical)

৩. বহুনির্বাচনী (Multiple-choice) প্রশ্নোত্তর পর্ব।

অংশগ্রহণের জন্য প্রতিটি দলের সাংগঠনিক ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার মার্কিন ডলার। পর্যবেক্ষক হিসেবে যোগ দিতে হলে দিতে হবে ১ লাখ ৫০ হাজার রুবল। দলনেতা বা পর্যবেক্ষক একক কক্ষের আবাসন চাইলে অতিরিক্ত ৬১ হাজার ২০০ রুবল দিতে হবে।

আরও পড়ুনমানবিক বিভাগ থেকে পড়েও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, শাহীন আক্তারের গল্প যেন অনুপ্রেরণার ১১ নভেম্বর ২০২৫

নিবন্ধন ও আয়োজনের স্থান

নিবন্ধন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে: https://ijso.siriusolymp.ru/](https://ijso.siriusolymp.ru/

প্রতিযোগিতার সব পর্ব অনুষ্ঠিত হবে Sirius Arena-তে, আর অংশগ্রহণকারীদের আবাসন থাকবে Sirius Educational Center-এর ক্যাম্পাসে।

রাশিয়ার আয়োজক কমিটি জানিয়েছে, নিবন্ধনের শেষ তারিখ পরবর্তী সময়ে অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

আরও পড়ুনস্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ, ইউরোপে বিনা খরচে উচ্চশিক্ষা১২ নভেম্বর ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অল ম প য় ড

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সার্টিফিকেট কোর্স, ফি ৫০০ টাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রি কোলাবোরেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট কমিটি (আইসিইসি) শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতিতে সহায়তা করতে ‘কার্যকর পেশাদার যোগাযোগ’ সার্টিফিকেট কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আগে এলে আগে ভিত্তিতে কোর্সে ভর্তি করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধি, পেশাগত প্রস্তুতি ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিশেষ সার্টিফিকেট কোর্সটি চালু করা হয়েছে।

‘ইফেকটিভ প্রফেশনাল কমিউনিকেশন’ নামের কোর্সটি পরিচালনা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) ও স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিট (এসপিএসইউ)।

আরও পড়ুনএবারও মাধ্যমিক বিদ্যালয়ে লটারিতে ভর্তি২০ ঘণ্টা আগেকোর্সের গঠন

১. আটটি মডিউল: সাত দিন

২. মডিউলের সময়: দুই ঘণ্টা

৩. প্রতি ব্যাচে ছাত্রসংখ্যা: ৫০

কোর্সের মূল লক্ষ্য

১. শিক্ষার্থীদের বর্তমান বিশ্বের পেশাগত চাহিদা অনুযায়ী নিজেদের গড়ে তুলতে সাহায্য করা।

২. মৌখিক ও লিখিত যোগাযোগের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে কার্যকরভাবে যোগাযোগ করার কৌশল শেখানো হবে।

৩. পাশাপাশি প্রফেশনাল ই–মেইল লেখা, সিভি তৈরি, কাভার লেটার লেখা ও প্রেজেন্টেশন দেওয়ার সময় নিজেকে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

৪. কোর্সে থাকবে দলগত কাজ, সমস্যা সমাধান ও সমন্বয়মূলক দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রায়োগিক বিষয়।

৫. শিক্ষার্থীরা বাস্তব জীবনের পেশাগত পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবেন।

আরও পড়ুনএইচএসসি পরীক্ষা ২০২৬: আপাতত নির্বাচনী পরীক্ষা নয়, চলবে ক্লাস০৯ নভেম্বর ২০২৫কোর্সে কারা আবেদন করতে পারবেন

১. যেকোনো বিভাগের চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন।

২. আগে এলে আগে ভিত্তিতে ভর্তি করা হবে।

৩. কোর্স শুরু হবে: ১৫ নভেম্বর ২০২৫।

৪. সময়: শনিবার সকাল ৯টা ৩০ মিনিট ও রোববার বেলা ৩টা।

৫. রেজিস্ট্রেশন ফি: ৫০০ টাকা।

৬. রেজিস্ট্রেশনের লগইন করার লিংক

# নিচের লিংকে ক্লিক করে বিস্তারিত তথ্য জানা যাবে

আরও পড়ুনসহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১১ করতে মন্ত্রণালয়ের প্রস্তাব, হলে কত টাকা লাগবে০৯ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • নির্মাণ, ব্যবসা-বাণিজ্য ও পরিবহন খাতে ঋণ বিতরণ কমে গেছে
  • আজ টিভিতে যা দেখবেন (১৩ নভেম্বর ২০২৫)
  • সিএসএমই তহবিল পরিচলনায় ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের যোগ্যতায় ছাড়
  • কাবুল-ইসলামাবাদের সম্পর্ক কি আবার জোড়া লাগবে
  • প্রথম প্রান্তিকে মুনাফা থেকে লোকসানে ওয়েস্টার্ন মেরিন
  • ইবনে সিনার প্রথম প্রান্তিকে মুনাফায় বড় উত্থান
  • ‘হেড অব ব্র্যান্ড’ নিয়োগ দেবে পূবালী ব্যাংক
  • আজ টিভিতে যা দেখবেন (১২ নভেম্বর ২০২৫)
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সার্টিফিকেট কোর্স, ফি ৫০০ টাকা