জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি প্রায় চূড়ান্ত, দুপুরে প্রধান উপদেষ্টার ভাষণ
Published: 13th, November 2025 GMT
জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি প্রায় চূড়ান্ত করেছে সরকার। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে তা অনুমোদনের পর দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তা জানাতে পারেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সরকারের দায়িত্বশীল সূত্র জানায়, গণভোট কখন হবে, গণভোটের প্রশ্নের ধরন এবং সংসদের উচ্চকক্ষ কীভাবে গঠিত হবে—এসব বিষয়ে দিকনির্দেশনা থাকবে প্রধান উপদেষ্টার ভাষণে। এরপর এ–সংক্রান্ত আদেশ ও অধ্যাদেশ জারি করবে সরকার। তবে জুলাই সনদ বাস্তবায়ন–সংক্রান্ত সরকারের সিদ্ধান্ত আসলে কী, তা খোলাসা করতে চায়নি সংশ্লিষ্ট সরকারি সূত্রগুলো।
তবে সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, এটা মোটামুটি চূড়ান্ত। গণভোটের প্রশ্ন সহজ করার চেষ্টা থাকবে। এ ছাড়া সংসদের উচ্চকক্ষ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে গঠনের প্রস্তাব বিবেচনায় নেওয়া হতে পারে।
সরকারের দায়িত্বশীল সূত্র বলছে, গতকাল বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তাঁর বাসভবন যমুনায় কয়েকজন উপদেষ্টার সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেন। সংস্কার প্রস্তাব বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করেছেন—এমন উপদেষ্টারা এতে অংশ নেন। সেখানেই জুলাই সনদ বাস্তবায়ন–সংক্রান্ত সরকারের সিদ্ধান্তের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা হয়। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করার সিদ্ধান্ত হয়। এরপর জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণে তা জানানোর সিদ্ধান্ত হয়।
গত ২৮ অক্টোবর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায়-সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে জাতীয় ঐকমত্য কমিশন। তবে সুপারিশ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে প্রধান রাজনৈতিক দল ও জোটগুলো বিপরীতমুখী অবস্থান নেয়। রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে এ বিষয়ে ঐক্যবদ্ধ পরামর্শ সরকারকে দেওয়ার অনুরোধ জানানো হয়। তবে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করেনি। ঐক্যবদ্ধ পরামর্শও দেয়নি।
তবে সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, এটা মোটামুটি চূড়ান্ত। গণভোটের প্রশ্ন সহজ করার চেষ্টা থাকবে। এ ছাড়া সংসদের উচ্চকক্ষ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে গঠনের প্রস্তাব বিবেচনায় নেওয়া হতে পারে।ফলে জুলাই সনদ বাস্তবায়নে জট ছোটানোর দায়িত্ব পড়ে সরকারের ওপর। সরকারের একাধিক উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করে একটি সিদ্ধান্তে আসার চেষ্টা চালিয়েছেন। আজ সরকারের সিদ্ধান্ত ঘোষিত হলে রাজনৈতিক দলগুলো তা কীভাবে নেয়, সেটাই দেখার বিষয়।
সরকারের চেষ্টার মধ্যেও বিএনপি, জামায়াতসহ সমমনা দলগুলো সরকারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে। সব দলই সরকারকে চাপে রেখে নিজেদের দাবি আদায়ের চেষ্টা করছে।
বিএনপি বলছে, জুলাই সনদের অনেক বিষয়ে তাদের ভিন্নমত (নোট অব ডিসেন্ট) ছিল। বাস্তবায়নের সুপারিশে সে বিষয়টি রাখা হয়নি। এ ছাড়া দলটি একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট চায়। পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠন চায় না।
সরকারের দায়িত্বশীল সূত্র বলছে, রাজনৈতিক দলগুলো সরকারকে চাপ প্রয়োগ করলেও তাদের সঙ্গে উপদেষ্টাদের অনানুষ্ঠানিক আলোচনা ইতিবাচক ছিল। সরকারও চাইছে সব পক্ষের দাবি সমন্বয় করে একটা সিদ্ধান্তে পৌঁছাতে।অন্যদিকে জামায়াতে ইসলামীসহ সমমনা আট দল সংসদ নির্বাচনের আগে গণভোট চায়। তাদের দাবি, সংসদের উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে গঠিত হতে হবে। গতকাল সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে ১৪ নভেম্বর দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
সরকারের দায়িত্বশীল সূত্র বলছে, রাজনৈতিক দলগুলো সরকারকে চাপ প্রয়োগ করলেও তাদের সঙ্গে উপদেষ্টাদের অনানুষ্ঠানিক আলোচনা ইতিবাচক ছিল। সরকারও চাইছে সব পক্ষের দাবি সমন্বয় করে একটা সিদ্ধান্তে পৌঁছাতে। ফলে আজ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ও প্রধান উপদেষ্টার ভাষণের পরও রাজনৈতিক দলগুলো ইতিবাচক মনোভাব দেখাবে বলেই সরকারের প্রত্যাশা।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গণভ ট
এছাড়াও পড়ুন:
শাটডাউন অবসানে সিনেটের পর প্রতিনিধি পরিষদে বিল পাস, ট্রাম্পের সইয়ের অপেক্ষা
যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী শাটডাউন (অচলাবস্থা) অবসানের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন দেশটির আইনপ্রণেতারা।
গতকাল বুধবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি সমঝোতা বিল চূড়ান্ত অনুমোদন পায়। ক্ষমতাসীন রিপাবলিকানরা ছাড়াও ডেমোক্র্যাটদের ছয়জন কংগ্রেস সদস্য এর পক্ষে ভোট দিয়েছেন।
২২২-২০৯ ভোটে প্রতিনিধি পরিষদে সমঝোতা বিলটি পাস হয়। ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। তাঁদের সদস্যসংখ্যা ২১৯।
আরও পড়ুনসিনেটে বিল পাস, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারে অচলাবস্থা শেষ হতে যাচ্ছে১০ নভেম্বর ২০২৫বিবিসি বলছে, প্রতিনিধি পরিষদের মোট ২১৬ জন রিপাবলিকান সদস্য সমঝোতা বিলের পক্ষে ভোট দিয়েছেন। আর বিলের পক্ষে ডেমোক্র্যাটদের ভোট পড়েছে ৬টি।
এর আগে গত সোমবার রাতে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিলটি ৬০-৪০ ভোটে অনুমোদন পায়। এতে রিপাবলিকানরা ছাড়াও ডেমোক্র্যাটদের আট সিনেটর পক্ষে ভোট দেন। পরে বিলটি প্রতিনিধি পরিষদে পাস করানোর জন্য পাঠানো হয়।
এর আগে গত সোমবার রাতে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিলটি ৬০-৪০ ভোটে অনুমোদন পায়। এতে রিপাবলিকানরা ছাড়াও ডেমোক্র্যাটদের আট সিনেটর পক্ষে ভোট দেন। পরে বিলটি প্রতিনিধি পরিষদে পাস করানোর জন্য পাঠানো হয়।এখন প্রতিনিধি পরিষদে বাজেট প্রস্তাব বিষয়ে সমঝোতা বিলটি পাস হওয়ায় চূড়ান্ত অনুমোদনের জন্য তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো হবে। ট্রাম্প রাতেই (স্থানীয় সময় গতকাল বুধবার রাত) বিলে সই করতে পারেন।
বিলটি পাসের পর প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন আইনপ্রণেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আজ রাতে আমরা খুবই স্বস্তি বোধ করছি। ডেমোক্র্যাটদের শাটডাউন অবশেষে শেষ হয়েছে।’
আরও পড়ুনযুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনে ১৪০০ ফ্লাইট বাতিল, ৬ হাজার ফ্লাইটে দেরি ০৯ নভেম্বর ২০২৫গত ১ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারে অচলাবস্থা শুরু হয়। এর পর থেকে যুক্তরাষ্ট্রের ১০ লাখের বেশি ফেডারেল কর্মী বেতন পাচ্ছেন না। সরকারি সুযোগ-সুবিধা ও পরিষেবা বিঘ্নিত হওয়ার হার ক্রমে বাড়ছে।
বিশেষ করে গত কয়েক দিনে উড়োজাহাজ চলাচলের ওপর মারাত্মক প্রভাব পড়েছে। প্রতিদিন গড়ে হাজারের বেশি ফ্লাইট বাতিল হচ্ছে। এ কারণে দীর্ঘমেয়াদি এ অচলাবস্থা অবসানে রাজনৈতিক চাপ বাড়ছে।
আরও পড়ুনট্রাম্পের বিজয়ের এক বছরের মধ্যেই সবখানে প্রতিরোধ১১ নভেম্বর ২০২৫আরও পড়ুনসিনেটে চূড়ান্ত ভোটেও অচলাবস্থা নিরসনে বিল পাস, বাজেট বিল যাচ্ছে প্রতিনিধি পরিষদে১১ নভেম্বর ২০২৫