Risingbd:
2025-11-13@08:59:45 GMT

সচিবালয়ে বাড়তি নিরাপত্তা

Published: 13th, November 2025 GMT

সচিবালয়ে বাড়তি নিরাপত্তা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও সচিবালয়ে কার্যক্রম স্বাভাবিক রয়েছে। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে সচিবালয়ের গেটে অবস্থান নিয়েছেন বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা। 

সচিবালয়ের প্রধান দুটি গেট (১ ও ২ নম্বর) খোলা থাকলেও বাকি সব গেট বন্ধ রাখা হয়। প্রবেশের আগে প্রত্যেক কর্মচারীর পরিচয় যাচাই এবং সঙ্গে থাকা ব্যাগ মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হয়। দর্শনার্থীদের প্রবেশে ছিল নিষেধাজ্ঞা।

দুপুরে সচিবালয়ের বিভিন্ন ভবনে ঘুরে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত কাজ করছেন। তবে নিরাপত্তাজনিত কারণে অনেকেই ব্যক্তিগত গাড়িতে না এসে অফিসের বাস বা বিকল্প যানবাহনে এসেছেন। ফলে সচিবালয় প্রাঙ্গণে গাড়ির সংখ্যা তুলনামূলক কম ছিল। চার নম্বর ভবনের উত্তর পাশের পার্কিং এলাকা অন্য দিনের তুলনায় অনেকটাই ফাঁকা দেখা যায়।
খাদ্য মন্ত্রণালয়ের কর্মচারী মো.

তানিম  বলেন, “আমরা কর্মচারী কল্যাণ বোর্ডের বাসে অফিসে এসেছি। ভেতরে নিরাপত্তা ভালোই আছে, তবে বাইরে বের হওয়া নিয়ে কিছুটা ভয় কাজ করছে।”

বাড়তি নিরাপত্তার পাশাপাশি সচিবালয়ের ভেতরে প্রশাসনিক কার্যক্রম প্রায় স্বাভাবিক থাকলেও অনেক কর্মকর্তা জানান, শহরের বিভিন্ন স্থানে আগুন ও সহিংসতার ঘটনাগুলো উদ্বেগ সৃষ্টি করেছে।

ঢাকা/এএএম/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রংপুরে আ.লীগের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির বিরুদ্ধে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির কারমাইকেল কলেজ শাখার নেতাকর্মীরা। এতে ফ্যাসিবাদ বিরোধী সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে কলেজের প্রধান ফটক থেকে মিছিলটি বের হয়ে লালবাগ খামারমোড় এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ গেটে এসে শেষ হয়। 

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা আওয়ামী লীগের কর্মসূচিকে ‘চোরা গোপ্তা’ আখ্যা দিয়ে রাজপথে প্রতিহত করার ঘোষণা দেন।

একই সাথে তারা জুলাই গণহত্যার দায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিচারের রায় দ্রুত ঘোষণারও দাবি জানান।

প্রতিবাদী শিক্ষার্থীরা জানান, রংপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার চেষ্টা করলে তা প্রতিহত করতে প্রস্তুত আছে ছাত্রজনতা।

এতে বক্তব্য রাখেন, রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থী, সাজ্জাদ হোসেন, মোয়াজ মিয়া প্রমুখ।

এদিকে একই সময়ে রংপুর প্রেসক্লাবের সামনে লকডাউন বিরোধী বিক্ষোভ করেছে স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় তারা বলেন, বিদেশে থেকে শেখ হাসিনা ও তার দোসরা সোশ্যাল মিডিয়ায় লকডাউনের নামে চোরা গোপ্তা নাশকতার কর্মসূচি দিয়েছে। বাংলার জনগণ এসব কর্মসূচিকে রুখে দিতে সোচ্চার রয়েছে। শুধু ঢাকার রাজপথ নয় রংপুরেও আবু সাঈদের সহযোগ করা আওয়ামী লীগের কোনরূপ সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড রুখে দিতে সদা জাগ্রত রয়েছে এবং থাকবে বলেও জানান তারা।

ঢাকা/আমিরুল/এস

সম্পর্কিত নিবন্ধ