রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন।

রাষ্ট্রপতির স্বাক্ষরের পর আনুষ্ঠানিকভাবে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’-এর গেজেট প্রকাশ করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

আরো পড়ুন:

সংসদ নির্বাচনের দিনেই গণভোট: প্রধান উপদেষ্টা

ইউনূস সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একা চলা শুরু করেছে: নাসীরুদ্দীন

এর মাধ্যমে সংবিধান সংস্কার ও গণভোট আয়োজনের সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হলো বলে জানিয়েছে আইন বিভাগ।

বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.

মুহাম্মদ ইউনূস বলেছেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ অনুমোদন দিয়েছে সরকার। জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হবে। জনগণই নির্ধারণ করবেন, আমরা কোন পথে এগোব?”

প্রধান উপদেষ্টা আরো বলেছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের বিষয়ে অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না থাকলে জাতি এক মহাবিপদের মুখে পড়বে। প্রায় দেড় যুগ ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এখন তারা নতুন গণতান্ত্রিক সূচনার অপেক্ষায়।

জুলাই সনদের পটভূমি
গত ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিএনপি, জামায়াতসহ ২৪টি রাজনৈতিক দল বহুল প্রত্যাশিত ‘জুলাই সনদ’-এ স্বাক্ষর করে। জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও তাতে স্বাক্ষর করেন।

এই সনদের মূল লক্ষ্য ছিল— সংবিধান সংস্কার, নির্বাচনকালীন সরকারের কাঠামো নির্ধারণ এবং জবাবদিহিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা করা।

জাতীয় ঐকমত্য কমিশন ২৮ অক্টোবর অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের দুটি বিকল্প প্রস্তাব দেয়, যার একটি এখন রাষ্ট্রপতির স্বাক্ষর ও গেজেট প্রকাশের মাধ্যমে আইনি রূপ পেল।

অন্তর্বর্তী সরকারের বৈঠক
এর আগে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি ও গণভোট আয়োজনের সম্ভাব্য সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান উপদেষ্টার আহ্বান
ভাষণে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে যে ঐক্য দেশবাসী দেখিয়েছিল, আমরা যেন তা লঘু বিবাদে ভেঙে না ফেলি। স্বাধীনতা, গণতন্ত্র ও মানবিক ন্যায়বিচারের লড়াই এখনই শেষ হয়নি।

আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন গণভোটের প্রস্তুতি শুরু করবে। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হবে, এমনটাই সরকারের পরিকল্পনা।

রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে ‘জুলাই সনদ’ এখন আইনি রূপ পেল, যা দেশের ইতিহাসে প্রথম গণভোটভিত্তিক সংবিধান সংস্কারের পথ খুলে দিচ্ছে।

ঢাকা/এএএম/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সরক র র ষ ট রপত জ ল ই গণঅভ য ত থ ন র ষ ট রপত র স সরক র র গণভ ট ইউন স

এছাড়াও পড়ুন:

‘যারা গণভোটের কথা বলছে, তাদের সঙ্গে হাসিনার যোগাযোগ আছে কি না দেখতে হবে’

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, “ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। যারা গণভোটের কথা বলছে, তাদের সঙ্গে শেখ হাসিনার কোনো যোগাযোগ আছে কি না তা খতিয়ে দেখতে হবে। হাসিনা যদি ভারতে বসে তার নেতাকর্মীদের না ভোট দেওয়ার নির্দেশ দেন, তাহলে দেশের পরিস্থিতি কী হবে।”

সোমবার (১০ নভেম্বর) ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুর গ্রামে ‘বল্লামুখা স্থায়ী বাঁধ চাই, জীবন-সম্পদ ও পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলাকে বাঁচাতে চাই’—দাবিতে আয়োজিত ‘মাটির বৈঠক, মাঠে-মাটিতে কথা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, ‘‘আমরা বলেছি, একই দিনে গণভোট আর নির্বাচন হোক। এটা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান চাইলে অনেক আগেই ক্ষমতা নিতে পারতেন। কিন্তু, বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় যেতে চায়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী–১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, পরশুরাম উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ ও সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার।

আলোচনা শেষে একটি মশাল মিছিল বের হয়ে নিজকালিকাপুর গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ঢাকা/সাহাব/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • যেখানেই আওয়ামী লীগ দেখবেন, ধরে ধরে পুলিশের হাতে তুলে দেবেন: হাসনাত আবদুল্লাহ
  • ইউনূস সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একা চলা শুরু করেছে: নাসীরুদ্দ
  • ‘আগুন–সন্ত্রাস’ দেখে ফ্যাসিবাদবিরোধী শক্তির সতর্ক হওয়া উচিত: তারেক রহমান
  • আওয়ামীলীগের নাশকতা প্রতিহত করতে সোনারগাঁয়ে মান্নানের নির্দেশে প্রস্তুত নেতৃবৃন্দ
  • জুলাই সনদ নিয়ে মতপার্থক্য, সরকার প্রস্তুত সিদ্ধান্তে
  • সন্দেহ হলে আমিনবাজারে তল্লাশি করা হচ্ছে যাত্রীদের ব্যাগ ও মুঠোফোন
  • ছাব্বিশে নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে: জামায়াত আমির
  • জামায়াত দেশকে অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে: মির্জা ফখরুল
  • ‘যারা গণভোটের কথা বলছে, তাদের সঙ্গে হাসিনার যোগাযোগ আছে কি না দেখতে হবে’