জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ আজ বৃহস্পতিবার ঘোষণার জন্য দিন ধার্য হয়েছে। তাই এ দিনকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং রাজধানীজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে এ নিরাপত্তা জোরদার করা হয়।

আরো পড়ুন:

শেখ হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার নিয়ে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব

হাসিনা-জয়-পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ সাক্ষীর জবানবন্দি শেষ

জানা গেছে, ট্রাইব্যুনাল চত্বর ও এর আশপাশের এলাকায় সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, ও পুলিশের সমন্বয়ে বহুস্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। ট্রাইব্যুনালের ফটকে কড়া তল্লাশি চালানো হচ্ছে। সাংবাদিক ও আইনজীবীদেরও পরিচয় যাচাই করে আদালত প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের প্রবেশ সীমিত রাখা হয়েছে।

এছাড়া ঢাকার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট বসানো হয়েছে। বুধবার রাত থেকেই বিভিন্ন আবাসিক হোটেল ও মেসে তল্লাশি চালানো হয়েছে। বিজিবি ও ডিএমপির সাঁজোয়া যান ট্রাইব্যুনাল এলাকায় মোতায়েন রয়েছে। রায় ঘোষণার তারিখ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঢাকা/এমআর/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ ল ই গণঅভ য ত থ ন দ র কর

এছাড়াও পড়ুন:

৫০ বছরের সম্পর্কে প্রথমবার চীন সফরে যাচ্ছেন থাই রাজা

থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ইউহুয়া আগামী বুধবার (১৯ নভেম্বর) চীন সফরে যাচ্ছেন। ১৯৭৫ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পর কোনো থাই রাজার এটিই প্রথম চীন সফর হতে যাচ্ছে।

উভয় দেশের কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপনের জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে এই সফর এসেছে। চীন কয়েক বছর ধরে এই সফরের জন্য চাপ দিচ্ছে বলে মনে করা হচ্ছে। খবর বিবিসির।

আরো পড়ুন:

ট্রাম্পের মধ্যস্থতায় থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর

থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তি চুক্তির জন্য মালয়েশিয়া সফরে ট্রাম্প

থাইল্যান্ড এখনও আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক মিত্র, তবে সাম্প্রতিক বছরগুলোতে চীনের সঙ্গে সম্পর্ক ক্রমাগতভাবে ঘনিষ্ঠ হয়েছে।

অন্যদিকে থাইল্যান্ডের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন সমালোচনা ও বাণিজ্য শুস্ক আরোপের ঘটনায় দেশটির অনেকেই বিভ্রান্ত। তারা মনে করছেন, যুক্তরাষ্ট্র তার এশিয়ান মিত্রদের কাছে আগের মতো প্রতিশ্রুতিবদ্ধ নয়।

থাই সরকার এক বিবৃতিতে বলেছে, এই সফর ‘সব স্তরে থাইল্যান্ড ও চীনের মধ্যে ভাগ করা গভীর-মূল বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়ার উপর ভিত্তি করে’।

রাজধানী বেইজিং ভ্রমণের সময় থাই রাজা ও তার স্ত্রী রানী সুথিদা লিংগুয়াং বৌদ্ধ মন্দির এবং বেইজিং এরোস্পেস সিটির মতো স্থানীয় গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিদর্শন করবেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও তার স্ত্রী থাই রাজপরিবারের জন্য একটি রাষ্ট্রীয় ভোজও আয়োজন করবেন।

চীন থাইল্যান্ডের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার এবং সামরিক সরঞ্জামের সরবরাহকারী হিসেবে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বী।

থাইল্যান্ডের সঙ্গে চীনের সম্পর্কের গুরুত্ব চলতি বছরের শুরুতে স্পষ্ট হয়ে উঠেছিল, যখন থাই সরকার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সতর্কতা উপেক্ষা করে ৪০ জন উইঘুর আশ্রয়প্রার্থীকে চীনে ফেরত পাঠিয়েছিল।

তারপরে আগস্ট মাসে ব্যাংককের প্রধান শিল্পকলা কেন্দ্রে উইঘুর ও তিব্বতি শিল্পীদের সমন্বিত একটি প্রদর্শনী চীনা কূটনীতিকদের অভিযোগের পর সেন্সর করা হয়েছিল।

থাই রাজা ভাজিরালংকর্ন ৯ বছর আগে সিংহাসনে বসার পর এটি হতে যাচ্ছে তার প্রথম বড় রাষ্ট্রীয় সফর। এর আগে এপ্রিল মাসে তিনি ভুটানে প্রথম বিদেশ সফর করেছিলেন।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ