লামিনে ইয়ামালের চিকিৎসা নিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) অভিযোগকে ‘পুরোপুরি ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে বার্সেলোনা। ফেডারেশনের দাবি, ইয়ামালের রেডিওফ্রিকোয়েন্সি চিকিৎসা সম্পর্কে জাতীয় দলের চিকিৎসকদের সময়মতো জানায়নি ক্লাবটি। তবে বার্সা বলছে, চিকিৎসার তথ্য ‘অবিলম্বে’ এবং ‘দায়িত্বশীলভাবে’ জানানো হয়েছিল আরএফইএফকে।

ইয়ামাল বর্তমানে বার্সেলোনার চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড সোমবার যোগ দিয়েছিলেন স্পেন জাতীয় দলের ক্যাম্পে, বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলতে। কিন্তু চিকিৎসার বিষয়টি জানার পর কোচ লুই দে লা ফুয়েন্তে তাঁকে স্কোয়াড থেকে বাদ দেন এবং ক্লাবে ফেরত পাঠান।

আরএফইএফের অভিযোগ, ইয়ামালের কুঁচকির চোটের জন্য রেডিওফ্রিকোয়েন্সি থেরাপি দেওয়া হয়েছিল। কিন্তু তারা বিষয়টি জানতে পারে চিকিৎসা সম্পন্ন হওয়ার কয়েক ঘণ্টা পরে। এতে ফেডারেশনের চিকিৎসক দল বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করে। স্পেন কোচ লা ফুয়েন্তে বলেন, ‘এমন পরিস্থিতির মুখোমুখি আমি আগে কখনো হইনি। আমার মনে হয় না, বিষয়টা খুব স্বাভাবিক। অবশ্যই আমি অবাক হয়েছি, যেমনটা অন্য সবাইও হয়েছে।’

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিবো জানিয়েছে, বার্সেলোনা অভিযোগটি তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে। ক্লাব কর্তৃপক্ষের দাবি, বেলজিয়ান বিশেষজ্ঞ ডা.

আর্নেস্ট শিল্ডার্সের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা দেওয়া হয়েছিল। দলের মেডিকেল স্টাফ, ইয়ামাল এবং বিশেষজ্ঞের যৌথ অনুমোদনেই এই প্রক্রিয়া সম্পন্ন হয়। চিকিৎসার পর ‘অবিলম্বে’ আরএফইএফকে বিস্তারিত জানানো হয়েছিল বলেও বার্সার দাবি।

আরও পড়ুন১৫৬ কোটি টাকায় পিকে–শাকিরার প্রাসাদসম বাড়ি কিনছেন ইয়ামাল২৮ অক্টোবর ২০২৫

বার্সেলোনা আরও জানিয়েছে, চিকিৎসাটি করা হয়েছিল সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচের এক দিন পর, ১০ নভেম্বর সোমবার। চিকিৎসার পর পুনরুদ্ধার প্রক্রিয়া ‘নিয়ন্ত্রণে’ আছে, কোনো গুরুতর জটিলতার আশঙ্কা নেই। ক্লাবের দাবি, পুরো সময়ই স্পেনের মেডিকেল টিমের সঙ্গে তাদের ‘সার্বক্ষণিক যোগাযোগ’ ছিল।

এই পাল্টাপাল্টি মন্তব্যে ইয়ামালকে ঘিরে দুই পক্ষের বিবাদ আরও তীব্র হয়েছে। এর আগে সেপ্টেম্বরে জাতীয় দলে খেলে আসার পর বার্সা কোচ অভিযোগ করেছিলেন, ইয়ামালকে ব্যথানাশক ব্যবহার করানো হয়েছিল। সেই কারণে ক্লাবের হয়ে চার ম্যাচে তাঁকে খেলানো যায়নি।

চলমান ফিফা উইন্ডোতে স্পেন খেলবে দুটি ম্যাচ। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচ ১৫ নভেম্বর জর্জিয়ার বিপক্ষে, দ্বিতীয়টি ১৮ নভেম্বর তুরস্কের বিপক্ষে।

আরও পড়ুনআর্জেন্টাইন গায়িকাকে ছেড়ে কি ইতালিয়ান মডেলের প্রেমে পড়েছেন ইয়ামাল০৩ নভেম্বর ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হয় ছ ল

এছাড়াও পড়ুন:

ফের হাসপাতালে ধর্মেন্দ্র

অসুস্থ হয়ে পড়ায় আবারো হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউডের বরেণ্য অভিনেতা ধর্মেন্দ্রকে। সোমবার (১১ নভেম্বর) মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় ৮৯ বছর বয়সি এই অভিনেতাকে। তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে বলে খবর প্রকাশ করেছে এনডিটিভি। 

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। চিন্তার কিছু নেই।  

আরো পড়ুন:

বাবার নির্বাচনি প্রচারে নেহা শর্মা

ভাইয়ের অপেক্ষায় নিদ্রাহীন সেলিনা জেটলি

এ পরিস্থিতিতে ধর্মেন্দ্রর ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়ে অভিনেতার টিমের সদস্য ইন্ডিয়া টুডে-কে বলেন, “তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন, তবে উদ্বেগের কিছু নেই।” 

কয়েক দিন আগেও একই হাসপাতালে ভর্তি করানো হয় ধর্মেন্দ্রকে। এ অভিনেতার পরিবারের ঘনিষ্ঠ একজন পিটিআই-কে বলেছিলেন, “গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রুটিন চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন পরীক্ষার রিপোর্ট আসতে কিছুটা সময় লাগবে, তাই পরিবার সিদ্ধান্ত নেয়, সব রুটিন পরীক্ষা-নিরীক্ষা ঠিকভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত তার সেখানে থাকা ভালো হবে। তিনি বয়স্ক এবং চিকিৎসকদের যথাযথ যত্নের প্রয়োজন। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই,”   

বার্ধক্যজনিত কারণে শারীরিকভাবে খুব একটা ভালো নেই ধর্মেন্দ্র। গত বছরও কয়েক দফা তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। চলতি বছরের শুরুতে তার চোখের ছানির অস্ত্রোপচার হয়েছে।    

অস্ত্রোপচারের পর পাপারাজ্জিদের ধর্মেন্দ্র বলেছিলেন, “আমি এখনো অনেক স্ট্রং এবং প্রাণবন্ত। আমার চোখে অস্ত্রোপচার হয়েছে। আমি তোমাদের ভালোবাসি। আমি শক্ত আছি।”  

এ বয়সেও সিনেমায় অভিনয় করছেন ধর্মেন্দ্র। গত দুই বছরে তার অভিনীত দুটো সিনেমা মুক্তি পেয়েছে। ‘ইক্কিস’ নামে একটি হিন্দি সিনেমার কাজও শেষ করেছেন। চলতি বছরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ইয়ামালকে ছেড়ে দেওয়া হলো জাতীয় দল থেকে, আবার মুখোমুখি বার্সেলোনা–স্পেন
  • ফের হাসপাতালে ধর্মেন্দ্র