কুষ্টিয়া-মেহেরপুর সড়কে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) রাত নয়টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার নোয়াপাড়া ব্র্যাক অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনই নারী। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। 

নিহতরা হলেন- মিরপুর পৌরসভার যোগিপোল এলাকার নান্নু শেখের স্ত্রী লতিফা বেগম (৬৫) ও পশ্চিম চুনিয়াপাড়া এলাকার সাবু মিয়ার স্ত্রী বিউটি বেগম (৪০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো এইচ এন্ড এস গ্লাস ফ্যাক্টরির কাজে যোগ দিতে ব্যাটারিচালিত ভ্যানযোগে নওপাড়া থেকে গ্লাস ফ্যাক্টরির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় শ্রমিকরা। সেসময় মিরপুর থেকে কুষ্টিয়াগামী একটি মোটরসাইকেল নওপাড়া ব্র্যাক অফিসের সামনে দ্রুত গতিতে এসে ভ্যানের পিছনে ধাক্কা দিলে ভ্যান থেকে যাত্রীরা রাস্তায় পড়ে যান। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। এছাড়াও আরো তিন জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনার পর মোটরসাইকেল চালক দ্রুত পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মো.

মমিনুল ইসলাম বলেন, “গতরাতে নওপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন যাত্রী নিহত হয়েছেন। বেপরোয়া মোটরসাইকেল চালককে আটকের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

ঢাকা/কাঞ্চন/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রংপুরে আ.লীগের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির বিরুদ্ধে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির কারমাইকেল কলেজ শাখার নেতাকর্মীরা। এতে ফ্যাসিবাদ বিরোধী সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে কলেজের প্রধান ফটক থেকে মিছিলটি বের হয়ে লালবাগ খামারমোড় এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ গেটে এসে শেষ হয়। 

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা আওয়ামী লীগের কর্মসূচিকে ‘চোরা গোপ্তা’ আখ্যা দিয়ে রাজপথে প্রতিহত করার ঘোষণা দেন।

একই সাথে তারা জুলাই গণহত্যার দায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিচারের রায় দ্রুত ঘোষণারও দাবি জানান।

প্রতিবাদী শিক্ষার্থীরা জানান, রংপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার চেষ্টা করলে তা প্রতিহত করতে প্রস্তুত আছে ছাত্রজনতা।

এতে বক্তব্য রাখেন, রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থী, সাজ্জাদ হোসেন, মোয়াজ মিয়া প্রমুখ।

এদিকে একই সময়ে রংপুর প্রেসক্লাবের সামনে লকডাউন বিরোধী বিক্ষোভ করেছে স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় তারা বলেন, বিদেশে থেকে শেখ হাসিনা ও তার দোসরা সোশ্যাল মিডিয়ায় লকডাউনের নামে চোরা গোপ্তা নাশকতার কর্মসূচি দিয়েছে। বাংলার জনগণ এসব কর্মসূচিকে রুখে দিতে সোচ্চার রয়েছে। শুধু ঢাকার রাজপথ নয় রংপুরেও আবু সাঈদের সহযোগ করা আওয়ামী লীগের কোনরূপ সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড রুখে দিতে সদা জাগ্রত রয়েছে এবং থাকবে বলেও জানান তারা।

ঢাকা/আমিরুল/এস

সম্পর্কিত নিবন্ধ