ইরানি সুফি দার্শনিক শামস তাবরিজি বিশ্বের মানুষের কাছে জালাল উদ্দিন রুমির আধ্যাত্মিক পথপ্রদর্শক হিসেবে সর্বাধিক পরিচিত। তার গভীর জ্ঞান এবং দর্শন রুমির জীবন ও কবিতাকে আমূল বদলে দিয়েছিল। শামস তাবরিজির বিখ্যাত ১০টি উক্তি নিচে দেওয়া হলো—

এক. আল্লাহ ভালোবেসেই আমা‌দেরকে সৃ‌ষ্টি ক‌রে‌ছেন, তাই আমা‌দের উ‌চিত আল্লাহকে ভা‌লোবাসা।

আরো পড়ুন:

শীতের লিপস্টিক কেমন হওয়া উচিত

কী কী আছে মরুভূমি সাহারায়?

দুই.

ভবিষ্যতে স্বর্গ এবং নরক খুঁজো না। দুটোই এখন বর্তমান। যখনই আমরা প্রত্যাশা, হিসাব-নিকাশ, আলোচনা ছাড়াই ভালোবাসতে পারি, তখনই আমরা প্রকৃতপক্ষে স্বর্গে থাকি।

তিন. যে রাস্তা খোদার কাছে গেছে তা বুদ্ধির নয়; তা হৃদয়ের মেহনতের রাস্তা। মন নয়, হৃদয়কেই তুমি সারথি বানাও।

চার. কৃতজ্ঞ হও! তুমি যা চাও তা পাওয়ার পর শুকরিয়া করা তো সহজ, বরং যা চাইছ তা পাওয়ার আগেই শুকরিয়া করো।

পাঁচ.  ভালোবাসা হলো জীবনের জল। আর একজন প্রেমিক হলো আগুনের আত্মা! আগুন যখন পানিকে ভালোবাসে তখন মহাবিশ্ব ভিন্নভাবে পরিবর্তিত হয়।

ছয়. একাকীত্ব এবং একাকী থাকা দুটি ভিন্ন জিনিস। যখন আপনি একাকী থাকেন, তখন নিজেকে ভুলিয়ে বিশ্বাস করা সহজ যে আপনি সঠিক পথে আছেন। 

সাত. অধিকাংশ দ্বন্দ্ব এবং উত্তেজনা ভাষার কারণে ঘটে। তাই শব্দগুলোর প্রতি খুব বেশি মনোযোগ দিও না। ভালোবাসার দেশে ভাষার কোনো স্থান নেই। ভালোবাসা মূক।

আট. বেদনা হলো এমন এক ঘোড়ার মতো, যা তোমাকে তোমার রবের আরও কাছে নিয়ে যায়।

নয়. চিন্তা করবেন না, আপনার জীবন ওলটপালট হয়ে যাচ্ছে ভেবে। আপনি কীভাবে জানলেন যে নতুন পরিস্থিতি পুরনোর চেয়ে ভালো হবে না?

দশ. ভালোবাসার জন্য নানান রকম নাম, বিভাজন অথবা সংজ্ঞার প্রয়োজন নেই। হয় তুমি ভালোবাসার মাঝেই আছ, একদম কেন্দ্রে। নতুবা এই পরিসীমার বাইরে তুমি আছ, এই দুরত্বের হাহাকার বুকে নিয়ে।

ঢাকা/লিপি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

গোপনে শিল্পপতি জয়কে বিয়ে করেছিলেন জুহি

বলিউড অভিনেত্রী জুহি চাওলা তখন তাঁর ক্যারিয়ারের শীর্ষে। ‘কেয়ামত সে কেয়ামত তাক’, ‘ডর’, ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘ইশক’-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন। ঠিক তখনই জুহি সিদ্ধান্ত নেন, তিনি গোপনে বিয়ে করবেন। পাত্র কে, তা তো বুঝতেই পারছেন। ব্যবসায়ী জয় মেহতা। এরপর জুহি ও জয়ের একই ছাদের নিচে বসবাসের ৩০ বছর পেরিয়ে গেছে।
জয় মেহতা সব সময়ই মিডিয়াবিমুখ মানুষ। বলিউডের এক জনপ্রিয় তারকাকে বিয়ে করেও তিনি কখনো আলোচনার কেন্দ্রবিন্দু হতে চাননি; কিন্তু জুহির সঙ্গে বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকে জয়ের বিপুল সম্পদ ও ব্যবসায়িক সাম্রাজ্য নিয়ে জনমনে যেন কৌতূহলের শেষ নেই। আজ ৫৭ পেরিয়ে ৫৮ বছরে পা রাখলেন জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলা। জন্মদিনে চলুন জেনে নিই জুহি আর জয়ের প্রেমের গল্প:

জুহি ও জয়ের প্রেমকাহিনি
বিয়েতে রাজি হওয়ার আগে জয়কে নাকি এক বছর অপেক্ষা করিয়েছিলেন, এক সাক্ষাৎকারে জুহি এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, ‘বিয়ের আগে জয় প্রতিদিন আমাকে চিঠি লিখত। বিয়ের পর সেই অভ্যাস বন্ধ হয়ে যায় (হাসি)। তখন চিঠি আর কার্ডের যুগ ছিল, এখন সব ই–মেইল আর হোয়াটসঅ্যাপে চলে এসেছে। আমরা এক ডিনারে দেখা করেছিলাম। তার পর থেকেই সে আমার আশপাশে ঘুরঘুর করত। একবার আমার জন্মদিনে সে এক ট্রাক ভর্তি লাল গোলাপ পাঠিয়েছিল। আর আমি তাকে “হ্যাঁ” বলতে এক বছর সময় নিয়েছিলাম।’

জয় মেহতা ও জুহি চাওলা। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ