জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
Published: 13th, November 2025 GMT
‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার তিনি এ আদেশ জারি করেন।
এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুমোদন করা হয়। এরপর জাতির উদ্দেশে ভাষণে আদেশের বিষয়বস্তু ও বাস্তবায়ন পদ্ধতির তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। চারটি বিষয়ে অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটের দিন এই চার বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে জনগণ মতামত জানাবেন।
ভাষণে প্রধান উপদেষ্টা বলেন ‘আমরা সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না।’ গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে বলে জানান তিনি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপদ ষ ট অন ষ ঠ গণভ ট
এছাড়াও পড়ুন:
পেঁয়াজের দামে উদ্বেগ নেই, আমদানি প্রয়োজন হবে না: কৃষি উপদেষ্টা
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “পেঁয়াজের দামে উদ্বেগ নেই, আমদানি প্রয়োজন হবে না।”
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আরো পড়ুন:
চাঁপাইনবাবগঞ্জে পেঁয়াজের দামে সেঞ্চুরি
১৩ দিন চালু থাকার পর আবারো পেঁয়াজ আমদানি বন্ধ
উপদেষ্টা বলেন, “পেঁয়াজের দাম সামান্য বেড়েছে, কিন্তু আমাদের উদ্বেগের কিছু নেই। আমরা এ বছর অনেকগুলো হাইফ্লো মেশিন দিয়েছি, ফলে আমদানির প্রয়োজন হয়নি। বাজারে সরবরাহ ভালো আছে।”
তিনি যোগ করেন, “আমাদের দেশে এখন পেঁয়াজ উৎপাদন পর্যাপ্ত। কিছু অসাধু ব্যবসায়ী দাম বাড়ানোর চেষ্টা করছে, তবে তারা সফল হবে না। আমরা নজরদারি করছি।”
তিনি বলেন, “সরকারের পদক্ষেপ, বিশেষ করে হাইফ্লো মেশিন বিতরণ, স্থানীয় কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হয়েছে এবং এর ফলে আমদানির ওপর চাপ কমেছে। দেশীয় উৎপাদন দিয়েই ভোক্তাদের চাহিদা পূরণ সম্ভব হবে এবং বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে।”
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানিয়ে দেন যে যারা অনৈতিকভাবে দাম বাড়ানোর চেষ্টা করছে তাদের ওপর তদারকি বাড়ানো হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে যাতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি না হয়।
ঢাকা/আসাদ/সাইফ