টেস্ট ক্রিকেটের চতুর্থ ইনিংসেই নাকি সত্যিকারের কিংবদন্তিরা জন্ম নেন!

কারণ? তখন লড়াই করতে হয় কন্ডিশনের সঙ্গে, লড়াই করতে হয় সময়ের সঙ্গে, ছুটতে হয় লক্ষ্যের পেছনে এবং সেটাই থাকে শেষ সুযোগ। টেস্ট ইতিহাসের সেরা ইনিংসগুলোর অনেকগুলোই এসেছে এই চতুর্থ ইনিংসে। ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রায়ান লারার সেই ১৫৩, ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কুশল পেরেরার ১৫৩ কিংবা লিডসে বেন স্টোকসের অপরাজিত ১৩৫—ইনিংসগুলো একবার মনে করে দেখুন। প্রতিটিই চতুর্থ ইনিংসে, দুর্দান্ত বোলিং আক্রমণের বিপক্ষে, অবিশ্বাস্য চাপের মুখে এবং ৩০০-এর বেশি রান তাড়া করার লক্ষ্যে। প্রতিবারই ‘ওয়ান ম্যান আর্মি’ হয়ে এই ব্যাটসম্যানরা দলকে জিতিয়েছেন ১ উইকেটে!

এসব ইনিংস একজন ব্যাটসম্যানকে কিংবদন্তি করে তোলে। কারণ, এমন ইনিংসের দেখা মেলে কালেভদ্রে।

আরও পড়ুনজোড়া সেঞ্চুরিতে ক্যারিয়ার–সর্বোচ্চ অবস্থানে নাজমুল৪ ঘণ্টা আগে

তবে এখনকার ক্রিকেটে চতুর্থ ইনিংসে রান তাড়া করে এমন জয় কিছুটা হলেও স্বাভাবিক হয়ে উঠেছে। আর সেটাকে স্বাভাবিক বানিয়ে ফেলার কৃতিত্ব প্রধানত ইংল্যান্ডের। গতকালই যেমন আরও একবার টেস্টের চতুর্থ ইনিংসে ৩০০ রানের বেশি তাড়া করে জিতেছে বেন স্টোকসের দল। আরও নির্দিষ্ট করে বললে, হেডিংলিতে জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য ছিল ৩৭১ রানের, স্বাগতিকেরা ম্যাচ জিতে গেছে ৫ উইকেট হাতে রেখে, ওভারপ্রতি ৪.

৫৪ রান তুলে!

ভারতকে হারানোর পর ইংল্যান্ডের জো রুট ও জেমি স্মিথের উচ্ছ্বাস

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি ও ফ্রী মেডিকেল ক্যাম্প

ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি  এর সহযোগিতায় স্বাস্থ্য বিভাগ নারায়নগঞ্জ এর আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা,  ফ্রি ডায়াবেটিস টেস্ট  ও ফ্রি মেডিকেল ক্যাম্প  অনুষ্ঠিত হয়। 

উক্ত ক্যাম্পেইন এ ২০০ থেকে ৩০০ মানুষকে  বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা  সেবা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার  উত্তর মাসদাইর এলাকায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালি ও দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  আঞ্চলিক হিসাব  ব্যবস্থাপক লিটন কুমার সাহা। ব্র্যাক জেলা সমন্বয়ক সুমন চৌধুরী, জেলা ব্যবস্থাপক (টিবি) শামীম আল মামুন খান, এলাকা ব্যবস্থাপক (বিএইচপি) পবিত্র কুমার দেবনাথ, কর্মসূচি সংগঠক  অন্তু চন্দ্র কর্মকারসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।
 

সম্পর্কিত নিবন্ধ