কেবলই বসন্ত ছিল আমাদের ঋতু,
বধির-কুয়াশা তবু দূর মফস্সলে,
যাত্রীহীন রেলগাড়ি শিস দিতে দিতে
ঢুকে গেল রাত্রির অন্ধ টানেলে
জন্মান্তরের এই বন্ধ জানালায়
আকুল শার্সি ভেজে, ভিজে ওঠে মুখ,
তোমার সেই ফেলে যাওয়া চায়ের পেয়ালা
তার ঠোঁটে লেগে আছে আমার চুমুক
মানুষ কেবলই কেন স্মৃতির বিষাদ?
ঝরা পাতায় ভরে ওঠে হাওয়ার আঁচল;
মানুষ মেঘের বেশে ওড়ে যদিওবা
আসলে সে দিনশেষে কান্নার জল।
কেবলই ঝরতে থাকে, ভাঙে অবরোধ
আসলে সে অন্তহীন জলের সরোদ।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পদোন্নতি পেলেন ২৫০ অতিরিক্ত জেলা ও দায়রা জজ
দেশের বিচার ব্যবস্থায় বড় ধরনের প্রশাসনিক রদবদলে পদোন্নতি পেয়েছেন ২৫০ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ। তাদের জেলা ও দায়রা জজ পদে উন্নীত করে পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে বলা হয়— বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬’ অনুসারে প্রথম গ্রেডের ৭০,৯২৫-৭৬,৩৫০ বেতনক্রমে তাদের পদোন্নতি কার্যকর করা হলো। পদায়নও একই সঙ্গে নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, পদোন্নতিপ্রাপ্ত বিচারকদের ২৭ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। পাশাপাশি ১ ডিসেম্বরের মধ্যে নতুন পদায়নস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশিক্ষণ, মাতৃত্বকালীন বা বিদেশে ছুটিতে থাকা কর্মকর্তাদের ক্ষেত্রে বলা হয়েছে, ছুটি শেষে নিয়ম অনুযায়ী দায়িত্ব বুঝিয়ে দিয়ে দ্রুত পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে যোগদান করতে হবে।
ঢাকা/এএএম//