নোয়াখালীতে মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় দুর্ভোগ এড়াতে জেলার ৪টি উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাও আইসিটি) ইসরাত নাসিমা হাবিব।

তিনি বলেন, ‘‘আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে বুধবার প্রাথমিক বিদ্যালয় বন্ধ ছিল। টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগ এড়াতে আগামী ১০ থেকে ১২ জুলাই পর্যন্ত নোয়াখালী সদর, কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সুর্বণচর উপজেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।’’

আরো পড়ুন:

কাজিরহাট উচ্চ বিদ্যালয়ে ২ দিনে ৪১ শিক্ষার্থী অসুস্থ

প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন শনিবার

‘‘তবে, শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থাকবেন। কারণ চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যালয়গুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রয়োজন হতে পারে। দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’’- যোগ করেন তিনি।

ঢাকা/সুজন/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মেহেরপুরে ট্রাক্টরের চাপায় শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মো. শিহাব (৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের মানিকদিয়া কবরস্থান পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিহাব মানিকদিয়া কবরস্থান পাড়ার কৃষক ওসমান গনির ছেলে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত। 

স্থানীয়রা জানিয়েছেন, শিহাবসহ তার কয়েকজন বন্ধু একটি প্রাচীরের ওপরে বসে গল্প করছিল। প্রাচীরের পাশের জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করা হচ্ছিল। শিহাব প্রাচীরের ওপর থেকে আকস্মিকভাবে পড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা/ফারুক/রফিক

সম্পর্কিত নিবন্ধ