১৮ জুলাই দেশের সব জনগণকে ১ জিবি ইন্টারনেট ডেটা বিনা মূল্যে দেবে সরকার
Published: 9th, July 2025 GMT
জুলাই গণ–অভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে দেশের সব জনগণকে বিনা মূল্যে ইন্টারনেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৮ জুলাই দেশের সব অপারেটরকে বিনা মূল্যে ইন্টারনেট দিতে ইতিমধ্যে একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
আজ বুধবার বিটিআরসি থেকে এ নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, ১৮ জুলাই দেশের সব মোবাইল অপারেটর ৫ দিন মেয়াদের ১ জিবি ডেটা গ্রাহকদের প্রদান করবে। অপারেটররা গ্রাহককে ফ্রি ডেটা দেওয়ার বিষয়টি আগেই এসএমএসের মাধ্যমে অবহিত করবে।
পরে এ নিয়ে রাত ৯টার দিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৮ জুলাই গ্রাহকদের বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।’
গত বছর জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন চলাকালে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। সেই বিষয়কে মাথায় রেখেই আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে এমন উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ১৮ জ ল ই দ শ র সব সরক র
এছাড়াও পড়ুন:
মেহেরপুরে ট্রাক্টরের চাপায় শিক্ষার্থীর মৃত্যু
মেহেরপুরের গাংনীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মো. শিহাব (৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের মানিকদিয়া কবরস্থান পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিহাব মানিকদিয়া কবরস্থান পাড়ার কৃষক ওসমান গনির ছেলে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত।
স্থানীয়রা জানিয়েছেন, শিহাবসহ তার কয়েকজন বন্ধু একটি প্রাচীরের ওপরে বসে গল্প করছিল। প্রাচীরের পাশের জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করা হচ্ছিল। শিহাব প্রাচীরের ওপর থেকে আকস্মিকভাবে পড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা/ফারুক/রফিক