শরীয়তপুর সদর উপজেলার যমজ দুই ভাই জিহাদ হাসান ও বায়জিদ হাসান। একই দিনে জন্ম নেওয়া দুই ভাইয়ের চেহারাও প্রায় একই রকম। এবার এসএসসি পরীক্ষায় এই দুই ভাই জিপিএ- ৪.৭৮ অর্জন করেছে। দুজনের সব বিষয়ে নম্বরও একই। যমজ দুই ভাইয়ের এমন সাফল্যে মা–বাবা, বিদ্যালয়ের শিক্ষক ও স্বজনেরা বেশ খুশি।

সুবচনী উচ্চ বিদ্যালয় থেকে তারা এবার এসএসসি পরীক্ষা দিয়ে তারা এই সাফল্য পেয়েছে। মজার বিষয় হলো প্রতিটি বিষয়েই তারা একই নম্বর অর্জন করেছে। এমনকি এই স্কুলের সর্বোচ্চ ফলাফলও তাদের। 

সুবচনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা জানান, জিহাদ হাসান ও বায়জিদ হাসান বিজ্ঞান বিভাগ থেকে ছয়টি বিষয়ে এ প্লাস পেয়েছে। বিষয়গুলো হলো- ইংরেজি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ইসলাম ও নৈতিক শিক্ষা, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এছাড়া বাংলা ও রসায়নে পেয়েছে এ গ্রেড এবং গণিত ও উচ্চতর গণিতে পেয়েছে এ মাইনাস।

অল্পের জন্য জিপিএ-৫ না পাওয়ায় কিছুটা মন খারাপ তাদের। তবে দুই ভাইয়ের স্বপ্নও একই। তারা বলেন, ভবিষ্যতে মেরিন অফিসার হতে চান তারা।  

বায়জিদ বলেন, ‘আমরা সব সময় একসঙ্গে পড়তাম, একসঙ্গে চলাফেরা করতাম। একই শিক্ষকের কাছে পড়েছি। এজন্য আমাদের ফলাফলও একই হয়েছে। আমাদের ইচ্ছা- দুই ভাই একসঙ্গে মেরিন অফিসার হব।’

বায়জিদ ও জিহাদের বাবা-মা সন্তানদের এই ফলাফলে খুবই খুশি। তারা সবার কাছে দোয়া চেয়েছেন। 

সুবচনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন সিকদার বলেন, ‘দুই ভাই একই সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। তারা প্রতিটি বিষয়ে একই নম্বার পেয়েছে। এটি সত্যিই বিরল ও আশ্চর্যজনক ঘটনা।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এসএসস পর ক ষ

এছাড়াও পড়ুন:

একসঙ্গে কণ্ঠ মেলালেন মা-মেয়ে

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি বাংলা গানের ভুবনে দীর্ঘদিন ধরে আপন দক্ষতায় শ্রোতা মন জয় করে আসছেন। একের পর এক হিট গান উপহার দিয়ে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য স্বীকৃতি। তারই পথ ধরে সংগীতে সম্ভাবনার জানান দিয়েছেন তার কন্যা রোদেলা। এরইমধ্যে তার কণ্ঠে একাধিক গান শ্রোতামহলে প্রশংসিত হয়েছে।

এইবার মা-মেয়ে একসঙ্গে গান গেয়ে হাজির হচ্ছেন নতুন চমক নিয়ে। ‘কেন’ শিরোনামের এই গানটি প্রথমবারের মতো একসঙ্গে কণ্ঠ দিয়েছেন তারা। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন, সুর ও সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান। গানটি স্যাড-রোমান্টিক ধাঁচের এবং এর ভিডিওচিত্রেও অংশ নিয়েছেন ন্যানসি ও রোদেলা—দুজনেই।

আগামী ১০ জুলাই গানটি প্রকাশ পাবে রোদেলার নিজস্ব ইউটিউব চ্যানেলে। গান প্রসঙ্গে ন্যানসি বলেন, “প্রথমে গানটি আমি একাই গাওয়ার কথা ভাবছিলাম। পরে মনে হলো, রোদেলাকে যুক্ত করলে আরও ভালো হবে। তার কণ্ঠে কিছু অংশ গাইয়ে দেখলাম, ভালোই লাগলো। প্রথমবার আমার সঙ্গে মেয়ের গান— গর্বের এবং আবেগের বিষয়।”

রোদেলার নিজের অনুভব প্রকাশ করে বলেন, “মায়ের সঙ্গে গান গাওয়া এক ধরনের দুঃসাহস! তার গায়কী, কণ্ঠের ইউনিকনেস সবারই জানা। কিন্তু তার সাহস ও অনুপ্রেরণাতেই গানটি গেয়েছি।”

ঢাকা/রাহাত//

সম্পর্কিত নিবন্ধ

  • মাধুরীর জীবনে যত প্রেম!
  • বিয়ের ৩০ বছর পর একসঙ্গে এসএসসি পাস করলেন দম্পতি
  • দেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন দুই স্মার্টফোন
  • রোদেলার পরিচালনায় ন্যান্সি, গানেও কণ্ঠ দিলেন মেয়ের সঙ্গে
  • ভাঙা দেবী, রহস্যময় হাসি আর বুঁদ হয়ে থাকা এক দুপুর
  • শতাব্দীর বিবর্তনের গল্প বলে লুভর মিউজিয়াম
  • প্রথমবার একসঙ্গে গাইলেন মা-মেয়ে
  • একসঙ্গে কণ্ঠ মেলালেন মা-মেয়ে
  • হত্যাকাণ্ডের পর গা ঢাকা, একসঙ্গে গ্রেপ্তার ৭ আসামি