পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে: জামায়াতের নায়েবে আমীর
Published: 12th, July 2025 GMT
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আ ন ম শামসুল ইসলাম বলেছেন, ‘দেশের জনগণ এক স্বৈরচার ও ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক স্বৈরচার প্রতিষ্ঠিত হোক এটা চায় না। ভোটবাণিজ্য, কালো টাকার ছড়াছড়ি ও সন্ত্রাস বন্ধের জন্য তরুণ ভোটাররা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হওয়ার জন্যে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে।’
গতকাল শুক্রবার রাতে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহনগরী ইউনিটের রুকনদের এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগরীর দেওয়ান বাজারের জামায়াত কার্যালয়ে চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত রুকন বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য দেন মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনূছ, বিশিষ্ট শিক্ষাবিদ ও আইআইইউসির সাবেক প্রো-ভিসি প্রফেসর ড.
উৎস: Samakal
কীওয়ার্ড: ম হ ম মদ র জন য ইসল ম
এছাড়াও পড়ুন:
তেলবাহী ট্যাংকারের সঙ্গে ঝুলছিল যুবকের মরদেহ
ফেনীর দাগনভূঞায় তেলবাহী ট্যাংকার লরির সঙ্গে ঝুলন্ত অবস্থান এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বসুরহাট রোডের নতুন পোলের পাশে ভূঁইয়া এলপিজি ফিলিং স্টেশন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম সুজন চন্দ্র ভৌমিক (৪০)। তিনি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা ইউনিয়নের চরখালী গ্রামের প্রফুল্ল কুমার ভৌমিকের ছেলে। সুজন ভূঁইয়া এলপিজি ফিলিং স্টেশনে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী, ফিলিং স্টেশন ও পুলিশ সূত্র জানায়, সুজন রাতে কাজ শেষে দিনে একটি দোকান পরিচালনা করতেন। আজ সকালে স্থানীয় লোকজন পাম্প ভবনের উত্তর পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা তেলের গাড়ির রেলিংয়ের সঙ্গে সুজনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।
ফিলিং স্টেশনের মালিক আবুল হোসেন ভূঁইয়া জানান, ‘সুজনের কাছে আমি প্রায় তিন লাখ টাকার বেশি টাকা পেতাম। তিনি টাকা না দেওয়ায় ফিলিং স্টেশনের কাজে আসতে নিষেধ করেছিলাম। এরপরের বিষয়গুলো আমার জানা নেই।’
নিহত সুজনের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁর বাবা সংযুক্ত আরব আমিরাতে এবং মা ভারতে থাকেন। সুজন নোয়াখালীর বাড়িতে একাই থাকতেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে—এটি হত্যা না আত্মহত্যা। এই ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান।