জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আ ন ম শামসুল ইসলাম বলেছেন, ‘দেশের জনগণ এক স্বৈরচার ও ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক স্বৈরচার প্রতিষ্ঠিত হোক এটা চায় না। ভোটবাণিজ্য, কালো টাকার ছড়াছড়ি ও সন্ত্রাস বন্ধের জন্য তরুণ ভোটাররা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হওয়ার জন্যে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে।’ 

গতকাল শুক্রবার রাতে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহনগরী ইউনিটের রুকনদের এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরীর দেওয়ান বাজারের জামায়াত কার্যালয়ে চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত রুকন বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য দেন মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনূছ, বিশিষ্ট শিক্ষাবিদ ও আইআইইউসির সাবেক প্রো-ভিসি প্রফেসর ড.

আবু বকর রফিক আহমদ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা এবি এম ছিদ্দিকুল্লাহ, অধ্যাপক মাওলানা লিয়াকত আখতার ছিদ্দিকী, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, মাওলানা মামুনুর রশিদ নূরী, হামেদ হাসান ইলাহী, অধ্যাপক মুহাম্মদ নূর, অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, মাওলানা মমতাজুর রহমান প্রমুখ।

উৎস: Samakal

কীওয়ার্ড: ম হ ম মদ র জন য ইসল ম

এছাড়াও পড়ুন:

ভারতে অনুপ্রবেশ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করে বিজিবিকে দিল বিএসএফ

ভারতে অনুপ্রবেশের দায়ে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শ‌নিবার সকালে সিলেটের গোয়াইনঘাটের তামা‌বিল সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের পর তাঁকে হস্তান্তর করা হয়।

আটক মোখলেছুর রহমান স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় উপসমাজ কল্যাণবিষয়ক সম্পাদক। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা। বি‌জি‌বি তাঁকে পু‌লিশের কাছে হস্তান্তর করেছে।

বি‌জি‌বির বরাত দিয়ে পু‌লিশ জানায়, শুক্রবার ভারত সীমান্তের ভেতরে মোখলেছুর রহমানকে আটক করে বিএসএফ। তি‌নি অবৈধভাবে ভারত সীমান্তে অনুপ্রবেশ করে‌ছিলেন। পরে শ‌নিবার সকালে বি‌জি‌বির সঙ্গে পতাকা বৈঠক করে তাঁকে হস্তান্তর করে বিএসএফ। বি‌জি‌বি সদস্যরা পরে মোখলেছুর রহমানকে গোয়াইনঘাট থানা–পু‌লিশের কাছে হস্তান্তর করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমেদ বলেন, ভারতের মেঘালয় থেকে মোখলেছুর রহমানকে আটক করে বিএসএফ। তি‌নি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র–জনতার ওপর হামলার ঘটনায় তাঁর বিরুদ্ধে ভাঙ্গা থানায় মামলা আছে।

সম্পর্কিত নিবন্ধ