শুভ জন্মদিন, জীবনের ২২ গজে ‘একমাত্র সেঞ্চুরিয়ান’
Published: 6th, August 2025 GMT
নরমান গর্ডন যখন ক্যারিয়ারের মধ্যগগনে, পুরো বিশ্বকে থামিয়ে দিতে হাজির দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেই মহাযুদ্ধের আগে ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফরে সবার চোখ কেড়েছিলেন এই ডানহাতি ফাস্ট বোলার। ওয়ালি হ্যামন্ড ও লেন হাটনের মতো সর্বকালের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান তো ভক্তই হয়ে গিয়েছিলেন ২৭ বছর বয়সী গর্ডনের। ইংল্যান্ড ওপেনার হাটন গর্ডনকে নিয়ে বলেছিলেন, ‘ও শুধু ইংল্যান্ড সফরে যাক, দেখবেন কত বড় তারকা হয়ে যাবে।’
কিন্তু সেই সুযোগ পাননি গর্ডন। ১৯৩৯ সালে হিটলারের জার্মানির পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে শুরু হয়ে যায় মহাযুদ্ধ। ১৯৪৫ সালে জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়ে সমাপ্তি সে যুদ্ধের। যুদ্ধ থামার পর আবার সবকিছু স্বাভাবিক হলে ১৯৪৭ সালে ইংল্যান্ড সফরে যায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেই দলে ছিলেন না গর্ডন। বয়স হয়ে গেছে ৩৫, তাই ‘বুড়ো’ এই ফাস্ট বোলারকে দেশে রেখেই ইংল্যান্ডে যায় দক্ষিণ আফ্রিকা।
তখন কে জানত, একদিন এই বয়সই গর্ডনকে অমর করে রাখবে ক্রিকেট বিশ্বে! সবচেয়ে বেশি বয়স পাওয়া টেস্ট ক্রিকেটার যে এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারই। শুধু এটুকু বললেই খুব বেশি কিছু বলা হয় না। জীবনে ইনিংসে নড়বড়ে নব্বই পেরিয়ে ‘সেঞ্চুরি’ ছোঁয়া একমাত্র টেস্ট ক্রিকেটার তিনিই। ২০১১ সালে ‘১০০’ পুরো করা সেই গর্ডনের আজ জন্মদিন।
২০১৪ সালে মারা গেছেন নরমান গর্ডন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সৌদি আরবে তিন দিনে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর
সৌদি আরব গত সোমবার আরও দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এর ফলে মাত্র তিন দিনে দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা দাঁড়াল ১৭-তে, যা চলতি বছর রেকর্ডসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর। সৌদি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি এ কথা জানায়।
সংবাদমাধ্যমটি জানায়, সোমবার যাঁদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তাঁরা ‘সন্ত্রাসী কার্যক্রমে’ জড়িত ছিলেন।
এর আগে শনিবার সাত ও রোববার আটজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাঁদের মধ্যে বেশির ভাগই বিদেশি নাগরিক এবং মাদকসংক্রান্ত অপরাধে দোষী ছিলেন।
২০২২ সালের মার্চের পর সৌদিতে এত কম সময়ে এত বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করার নজির এটাই প্রথম।
বিশ্বের অন্যতম মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ সৌদি আরবে চলতি বছরে এখন পর্যন্ত ২৩৯টি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।