বাংলাদেশ দল নাকি রংপুর রাইডার্স, যা বললেন নুরুল হাসান
Published: 6th, August 2025 GMT
টানা দ্বিতীয়বার গ্লোবাল সুপার লিগে অংশগ্রহণ করেছিল রংপুর রাইডার্স। প্রথম আসরে বিপিএলের দলটি গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও ভালো দল নিয়ে তারা গিয়েছিল প্রতিযোগিতায়। কোনো ম্যাচ না হেরে, তুমুল প্রতিদ্বন্দ্বীতা গড়ে পেয়েছিল ফাইনালের টিকিট। কিন্তু শিরোপা ধরে রাখতে পারেননি। গায়ানা আমাজন ওয়ারিয়র্সের কাছে হেরে শিরোপা হাতছাড়া করে। এই দলটিতে খেলেছিলেন এবং নেতৃত্ব দিয়েছিলেন কাজী নুরুল হাসান সোহান।
গুঞ্জন উঠেছে, গ্লোবাল সুপার লিগে খেলার জন্য জাতীয় দলের হয়ে শ্রীলঙ্কা সফরে যেতে আগ্রহ দেখাননি সোহান। জাতীয় দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। সোহানের সাম্প্রতিক পারফরম্যান্স, নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ধারাবাহিক রান পাওয়ায় মনে হচ্ছিল শ্রীলঙ্কা সফরে তাকে পাঠাবে নির্বাচকরা। কিন্তু তাকে না রেখেই দল বাছাই করেন নির্বাচকরা। কিন্তু গঞ্জন ছড়ায় সোহান ইচ্ছা করেই জাতীয় দলের পরিবর্তে রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। এ নিয়ে সংশ্লিষ্টরা কেউই মুখ খোলেননি।
মিরপুরে আজ সোহানকেই পাওয়া যায় সংবাদ সম্মেলনে। উঠে আসে রংপুর রাইডার্স ও বাংলাদেশ জাতীয় দল প্রসঙ্গ। নিজের প্রতিক্রিয়া জানানোর আগে তিনি একটু অবাকই হয়েছেন, এ ধরণের গুঞ্জন, জল্পনা-কল্পনা ছড়ানোয়। উত্তরে সোহান বলেছেন, ‘‘ফাঁকা ছিলাম বলে খেলেছি। আমি একটা কথা পরিষ্কার করতে চাই। আমার প্রথম পছন্দ কখনোই গ্লোবাল টি–টোয়েন্টি ছিল না। অনেকে বলেন, আমি নাকি গ্লোবাল টি–টোয়েন্টি খেলব বলেই জাতীয় দলে ছিলাম না। কথাটা একেবারেই সত্য নয়।’’
আরো পড়ুন:
অধরা শিরোপার খোঁজে অস্ট্রেলিয়া মিশনে ‘এ’ দল
ছয় বছর পর আবার সভাপতি হচ্ছেন সৌরভ
‘‘আমি তখন চট্টগ্রামে জাতীয় দলের ক্যাম্পে ছিলাম। কিন্তু শ্রীলঙ্কা সিরিজের দলে ডাক পাইনি। ঘরে বসে থেকে সময় নষ্ট করার চেয়ে মনে করেছি গ্লোবাল টি–টোয়েন্টিতে খেলাটা ভালো হবে। জাতীয় দলই সবসময় আমার প্রথম প্রায়োরিটি। শুধু আমি না, সব ক্রিকেটারের ক্ষেত্রেই এটা সত্য। এই বিষয় নিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সঙ্গে আমার কোনো কথাই হয়নি।’’ - যোগ করেন তিনি।
‘এ’ দল তার নেতৃত্বে যাচ্ছে অস্ট্রেলিয়াতে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে। সেখানে চারদিনের ম্যাচ খেলারও সম্ভাবনা আছে তার। এছাড়া এশিয়া কাপের প্রাথমিক ২৫ জনের দলেও জায়গা পেয়েছেন তিনি।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে দুর্দান্ত সূচনা বাংলাদেশের
এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় পেল বাংলাদেশ। যে শ্রীলঙ্কার জয়ে ভর করে বাংলাদেশ সুপার ফোরে এসেছে শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে তাদেরই হারিয়ে দিয়েছে ৫ উইকেটের ব্যবধানে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শ্রীলঙ্কা আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে। জবাবে সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের ফিফটিতে ভর করে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ।
রান তাড়া করতে নেমে যদিও শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ওভারের পঞ্চম বলে রানের খাতা খোলার আগেই নুয়ান থুশারার বলে বোল্ড হয়ে ফিরেন তানজিদ হাসান। সেখান থেকে লিটন দাস ও সাইফ মিলে ৫৯ রানের জুটি গড়ে দলের জয়ের ভিত গড়ে দেন। ৬.৩ ওভারের মাথায় দলীয় ৬০ রানের সময় লিটন ফিরেন ১৬ বলে ৩ চারে ২৩ রানের ক্যামিও ইনিংস খেলে।
আরো পড়ুন:
বাংলাদেশের ক্যাচ মিসের মহড়ায় শ্রীলঙ্কার লড়াকু সংগ্রহ
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
এরপর তৃতীয় উইকেটে সাইফ ও হৃদয় গড়েন ৫৪ রানের জুটি। তাতে বাংলাদেশ জয়ের ভিত আরও দৃঢ় হয়। ১১৪ রানের মাথায় সাইফ একটি বাজে শট খেলে আউট হন। যাওয়ার আগে ৪৫ বলে ২টি চার ও ৪ ছক্কায় ৬১ রানের ইনিংস খেলে যান।
ঢাকা/আমিনুল