বিএসইসির বিনিয়োগ শিক্ষা লিংক জাতীয় তথ্য বাতায়নে যুক্ত
Published: 6th, August 2025 GMT
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিনিয়োগ শিক্ষা সংক্রান্ত ওয়েবসাইট ও ইউটিউব লিংক জাতীয় তথ্য বাতায়নে যুক্ত করা হয়েছে। বিনিয়োগ শিক্ষা সংক্রান্ত সকল তথ্য এতে পাওয়া যাবে। বিনিয়োগ শিক্ষার প্রসার এবং আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিএসইসির মুখপাত্র ও পরিচালক আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় তথ্য বাতায়ন (Bangladesh.
আরো পড়ুন:
সহযোগী কোম্পানির মালিকানা বিক্রি করবে কনফিডেন্স সিমেন্ট
পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন
উদাহারণসরূপ Bangladesh.gov.bd ওয়েবসাইটে নিচে স্ক্রল করলে ডানপাশে ‘সকল বাতায়ন’ লেখা একটি অপশন দেখা যায়। ওখানে চট্টগ্রাম বিভাগ ক্লিক করলে (https://chattogramdiv.gov.bd/) চট্টগ্রাম বিভাগের হোমপেজ আসবে। হোমপেজের নিচে গেলে ডানপাশে ‘বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’ লেখার সাথে ওয়েবসাইট লিংক ও ইউটিউব লিংক পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিএসইসি বিবিধ কার্যক্রম গ্রহণ করেছে, যার আওতায় বিনিয়োগ শিক্ষার প্রাথমিক ধারণা, গুরুত্বপূর্ণ সচেতনতামূলক বার্তা, তথ্যচিত্র ও ভিডিও কনটেন্ট বিনিয়োগ শিক্ষা সংক্রান্ত ওয়েবসাইট (http:// www.finlitbd.com) ও ইউটিউব চ্যানেল (https://www.youtube.com/@financialliteracyprogramba6178) চালু রয়েছে। সঠিক বিনিয়োগ শিক্ষার ফলে আর্থিক জালিয়াতি থেকে রক্ষা পাওয়া এবং সুরক্ষিত আর্থিক ভবিষ্যৎ গড়ে তোলার দ্বৈত সুবিধা পাওয়া যায়। বিনিয়োগ শিক্ষা বিনিয়োগকারীদের বিভিন্ন বিনিয়োগ পণ্যে উপযুক্ততা সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান প্রদান করে তাদেরকে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সহায়তা করে।
বিনিয়োগ শিক্ষার বিকাশ ও প্রসারের মাধ্যমে আগামীতে দেশের পুঁজিবাজারের বিনিয়োগকারীরা আরো ভালো বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন বলে বিএসইসি আশা করে।
ঢাকা/এনটি/এসবি
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আইএফআইসি ব্যাংকের সাবেক এমডিকে ৫ কোটি টাকা জরিমানা
বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা এবং সিকিউরিটিজ আইন-বিধি লঙ্ঘনের দায়ে আইএফআইসি ব্যাংক পিলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ আলম সারওয়ারকে পাঁচ কোটি টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৮০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন
‘সমন্বিত রোডম্যাপে ব্যাংক খাত পুনরুদ্ধারের টেকসই পথ পুঁজিবাজার’
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড’ শীর্ষক ১৫০০ কোটি অভিহিত মূল্যের এবং এক হাজার কোটি টাকা ইস্যু মূল্যের বন্ডের জামিনদার হিসেবে আইএফআইসি ব্যাংক এবং অ্যাডভাইজার ও অ্যারেঞ্জার হিসেবে আইএফআইসি ইনভেস্টমেন্ট লিমিটেড দায়িত্ব পালন করেছে। আইএফআইসি ব্যাংক উক্ত বন্ডটি ইস্যু করেনি। মূলত শ্রীপুর টাউনশিপ লিমিটেড উক্ত বন্ডের মাধ্যমে টাকা উত্তোলন করেছে। কিন্তু বিভিন্ন বিজ্ঞাপনে বন্ডের নাম হিসেবে আইএফআইসি আমার বন্ড নামটি ব্যবহার করা হয়েছে, যা বিনিয়োগকারীদের ধারনা দেয় যে, এ বন্ডটি আইএফআইসি পিএলসি ইস্যু করেছে। কিন্তু আইএফআইসি ছিল বন্ডটির জামিনদার। এভাবে বিনিয়োগকারীদের প্রতারিত করে বিনিয়োগে আকৃষ্ট করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, উল্লেখ কমিশনের ৯৬৫তম কমিশন সভায় উক্ত বন্ডের অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। পরবর্তীতে ৯৮০তম সভায় আইএফআইসি ব্যাংক পিলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ আলম সারওয়ারকে ৫ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
ঢাকা/এনটি/এসবি