বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য ৬ জনের মরদেহ আঞ্জুমানে মফিদুলে হস্তান্তর
Published: 7th, August 2025 GMT
কোনো দাবিদার না থাকায় জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ছয়জনকে বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য আঞ্জুমানে মুফিদুল ইসলামে হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের মর্গের হিমঘর থেকে ছয়জনের মরদেহ আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। তাঁদের রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হবে বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ মর্গের সামনে এ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মো.
ফারুক হোসেন আরও বলেন, শেষ মুহূর্ত পর্যন্ত লাশ শনাক্তের জন্য যে কেউ ডিএনএ নমুনা দিতে পারবেন। ডিএনএ মিলে গেলে পুলিশ পরবর্তী কার্যক্রম নেবে।
ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক কাজী গোলাম মুখলেসুর রহমান বলেন, ছয়জনের মধ্যে একজন শটগানের গুলিতে ও বাকি পাঁচজন ভোঁতা অস্ত্রের আঘাতে মারা যান।
গত বছরের জুলাই অভ্যুত্থানে নিহত এই ছয়জন এত দিন ঢাকা মেডিকেল কলেজের মর্গের হিমঘরে ছিল। স্বজনহারা অনেকেই এ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ মর্গে আসেন। কিন্তু তাঁদের কেউ মরদেহগুলো শনাক্ত করতে পারেননি। রাজধানীর পল্টন এলাকা থেকে একজন, যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তিনজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া এক নারীসহ দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছিল।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম ড ক ল কল জ কল জ র মরদ হ
এছাড়াও পড়ুন:
‘কাণ্ডজ্ঞান’ নিয়ে কটাক্ষের শিকার মাধুরী
বলিউডের ‘ধকধক গার্ল’ মাধুরী দীক্ষিতে মুগ্ধ হননি এমন দর্শক খুঁজে পাওয়াই মুশকিল! তার রূপ, অভিনয় আর ঝড় তোলা নাচ ভোলার মতো নয়। একজন বাঙালি অভিনেতার সঙ্গে জুটি বেঁধে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন। অভিনয় আর নৃত্যশৈলীর কারণে হাততালি যেমন কুড়িয়েছেন, তেমনই ব্যক্তিগত জীবন নিয়ে বার বার আলোচনার উঠে এসেছেন এই তারকা। এবার কানাডায় গিয়ে কটাক্ষের মুখে পড়লেন মাধুরী।
মিড ডে এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি কানাডা ট্যুরে গিয়েছেন মাধুরী দীক্ষিত। তার বেশ কয়েকটি স্টেজ শো রয়েছে। প্রথম শোয়ের দিন ৩ ঘণ্টা দেরিতে অনুষ্ঠানস্থলে পৌঁছানে এই অভিনেত্রী। এ নিয়ে কটাক্ষের মুখে পড়েছেন এই অভিনেত্রী। কেবল তাই নয়, এ অভিনেত্রীর পরবর্তী শো বয়কটেরও দাবি উঠেছে।
আরো পড়ুন:
ঋত্বিক ঘটক কীভাবে বিধু বিনোদ চোপড়ার নাম রাখেন?
আমি আজ যা কিছু, সবই নারীদের জন্য: শাহরুখ
মাধুরীর এ অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিশাল দেবগন লেখেন, “বাজে শো। অন্তত দর্শকদের সময় নিয়ে একটু ভাবুন।” আরেকজন লেখেন, “রাতে কি একটা বাজে অনুষ্ঠান...আর তারা এর জন্য টাকা পায়?” অন্য একজন লেখেন, “এটি মাধুরীর কাণ্ডজ্ঞানহীন আচরণ।”
পদ্মা সিং লেখেন, “এটা খুবই খারাপ অনুষ্ঠান ছিল। এত অগোছালো। অনেক লোক বেরিয়ে যান। মানুষ টাকা ফেরতের জন্য চিৎকার করছিল এবং একঘেয়েমি ছিল। মাধুরী সুন্দরী অভিনেত্রী; শো দেখতে যারা গিয়েছিলেন, তাদের প্রত্যেককে এ বিষয়ে একমত হবেন। কিন্তু আয়োজনটা খুব খারাপ হয়েছে।”
মাধুরীর শো না দেখার আহ্বান জানিয়ে একজন লেখেন, “আপনাদের একটি পরামর্শ দিই, আপনারা কেউ মাধুরীর শোয়ে গিয়ে পয়সা নষ্ট করবেন না।” অনেক অংশগ্রহণকারী জানিয়েছেন, অনুষ্ঠান শুরুর কথা ছিল সন্ধ্যা সাড়ে ৭টায়। কিন্তু অনুষ্ঠান শুরু হয় রাত ১০টার দিকে। এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।
ঢাকা/শান্ত