সোনারগাঁয়ে বাবা ছেলের অত্যাচারে অতিষ্ট ফুসেঁ উঠছে এলাকাবাসী
Published: 14th, August 2025 GMT
সোনারগাঁ উপজেলার নয়াগাঁও গ্রামে বাবা ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে ফুসেঁ উঠতে শুরু করছে নয়াগাও গ্রামের ৩ হাজার নারী পুরুষ। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগও করেছেন স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসীরা।
জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে আতঙ্কের নাম সাদেকুর রহমান ও তার ছেলে আশরাফুল ইসলাম সিয়াম। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, জমি দখল ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। তাদের অত্যাচারে এলাকাবাসী এখন অতিষ্ট।
আতঙ্কিত এলাকাবাসী তাদের হাত থেকে রেহাই পেতে চান। কোনো মানুষ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না হামলা মামলার ভয় দেখানো হচ্ছে। ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগও দিয়েছেন।
এদিকে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ভিডিও ফুটেজে দেখা যায়, সাদেকুর রহমান ও তার ছেলে আশরাফুল ইসলাম সিয়াম প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে প্রতিবেশীর বাড়িতে ইট পাটকেল ছুড়ে হামলা করে ঘরবাড়ি ভাঙচুর করছে। আরও একটি ভিডিওতে দেখা যায় দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করছেন প্রতিবেশীদের।
এতে আতঙ্কিত হয়ে প্রতিবেশীরা নিজেদের ঘরের দরজা বন্ধ করে রাখছেন। নিরাপত্তা হীনতায় ভুগছেন তারা। শুধু সাধারন মানুষই নয় পুলিশকে দেখে নেওয়ার হুমকি দেন সাদেকুর রহমান ও তার ছেলে আশরাফুল ইসলাম সিয়াম।
নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান, তাদের বাপ ছেলে কার ক্ষমতায় এমন সন্ত্রাসী কাজ করছে। এখনও বিএনপির নেতাকর্মীদের উপর হামলা করে। এই সাদেকুর রহমানের নামে মাদক মামলাও রয়েছে। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।
এবিষয়ে অভিযুক্তের মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
এবিষয়ে সোনারগাঁ থানার (পরিদর্শক) মো:রাশেদুল হাসান খান বলেন, এবিষয়ে কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ স দ ক র রহম ন এল ক ব স স ন রগ
এছাড়াও পড়ুন:
আঙুল হঠাৎ ‘লক’ হয় কেন, হলে কী করবেন
আঙুল সোজা করতে গিয়ে হঠাৎ বেঁকে বা লক হয়ে যেতে পারে। এটাকে বলা হয় ট্রিগার ফিঙ্গার। চিকিৎসাবিজ্ঞানে যার নাম স্টেনোসিং টেনোসিনোভাইটিস।
আমাদের আঙুল বাঁকা বা সোজা করার কাজটি হয় টেনডন বা রশির মতো একটি বস্তুর মাধ্যমে। হাড়ের সঙ্গে ঘর্ষণ কমাতে কিছু ‘পুলি’–এর মধ্য দিয়ে চলে। এর একটি ‘এ ওয়ান’ পুলি। এটি ফুলে বা আঁটসাঁট হয়ে গেলে টেনডন সহজে নড়ানো যায় না।
এর ফলে আঙুল বাঁকানোর সময় আটকে যায় বা হঠাৎ ক্লিক দিয়ে সোজা হয়। এটাকেই বলা হয় ট্রিগার ফিঙ্গার।
কেন হয়, লক্ষণদীর্ঘদিন কারও ডায়াবেটিস থাকলে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, থাইরয়েড হরমোনের সমস্যা (হাইপোথাইরয়ডিজম), হাতের অতিরিক্ত ব্যবহার—যেমন গ্রিপ করে কাজ করা, হাতুড়ি, কাঁচি ইত্যাদির কারণে এটা হয়ে থাকে। এটি বেশি হয় নারীদের। সাধারণত ৪০ থেকে ৬০ বছর বয়সে এটা বেশি হতে দেখা যায়।
সকালের দিকে আঙুল শক্ত হয়ে থাকা বা সোজা হতে না চাইলে বুঝবেন ট্রিগার ফিঙ্গার হয়েছে। এ ছাড়া আঙুল বাঁকিয়ে ছেড়ে দিলে আটকে যায় বা ক্লিক শব্দ দিয়ে সোজা হওয়া, আঙুলের নিচের তালুর গোড়ার দিকে ব্যথা, আবার কখনো কখনো আঙুল একদম ‘লক’ হয়ে যেতে পারে।
আরও পড়ুন৮ বছর আগে যেমন ছিল সাদাপাথর পর্যটনকেন্দ্র, দেখুন ২০টি ছবি৭ ঘণ্টা আগেকরণীয় ও চিকিৎসাবারবার শক্তভাবে কিছু ধরা বা চেপে ধরার মতো কাজ কমাতে হবে।
ভারী জিনিস তোলা, ঝাড়ু দেওয়া, হাতুড়ি ব্যবহার সীমিত করতে হবে।
একটানা কোনো কাজ না করে মাঝেমধ্যে হাত বিশ্রামে রাখা।
ঘুমের সময় হাত মোড়ানো অবস্থায় না রেখে খোলা রাখতে চেষ্টা করা।
কলম বা হাতলের ওপর হালকা গ্রিপ ব্যবহার করা।
আরও পড়ুনআইপিএস ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার ৫টি কার্যকর উপায়৫ ঘণ্টা আগেআঙুল সোজা করে রাখার জন্য ফিঙ্গার স্প্লিন্ট বা ওভাল ৮ স্প্লিন্ট ব্যবহার করা যেতে পারে। এতে টেনডনে চাপ কমে এবং বেশ আরামও পাওয়া যায়। এ ছাড়া ফিজিক্যাল থেরাপি বা মেশিন থেরাপি দেওয়া যায়। যেমন প্রদাহ কমাতে আলট্রাসাউন্ড থেরাপি, ব্যথা কমাতে টেনস থেরাপি এবং প্রদাহ–ব্যথা কমাতে ক্রায়োথেরাপি অর্থাৎ বরফ সেঁক বেশ কার্যকর।
ব্যথানাশক ইনজেকশন দেওয়া যেতে পারে। যদি ওপরের সব ব্যবস্থা তিন থেকে ছয় মাসে কাজে না আসে, তখন পারকিউটেনিয়াস রিলিজ বা ওপেন সার্জারির মাধ্যমে ‘এ ওয়ান’ পুলি কেটে দেওয়া হয়।
আঙুলের ব্যায়ামআঙুলের ব্যায়াম বেশ কার্যকর। থেরাপিস্টের মাধ্যমে বা নিজে নিজে ব্যায়াম করতে পারেন। যেমন ধীরে ধীরে আঙুল নাড়ানো, টেনডন গ্লাইডিং, থেরাপিউটিক পুটি বা বল ব্যবহার করে গ্রিপ শক্তিশালী করা, ব্যথা না বাড়লে ধীরে ধীরে ফ্লেক্সন-এক্সটেনশন ব্যায়াম শুরু করা যায়।
ডা. সাকিব আল নাহিয়ান, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা
আরও পড়ুনসারা টেন্ডুলকারই কি ভাই অর্জুনের বিয়ের ঘটক? বিস্তারিত জানুন ছবিতে ছবিতে১ ঘণ্টা আগে