বাইডেনের ছেলের বিরুদ্ধে মামলার হুমকি মেলানিয়া ট্রাম্পের
Published: 14th, August 2025 GMT
মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিয়েছেন। মেলানিয়াকে যৌন পাচারকারী জেফরি এপস্টাইনের সাথে সম্পৃক্ত করে হান্টার মন্তব্য করায় এই হুমকি দেওয়া হয়েছে।
সাবেক মার্কিন অর্থ ব্যবস্থাপক জেফরি এপস্টাইনের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ধর্ষণ, যৌন নিপীড়ন ও নারী পাচারের অভিযোগ ছিল। ২০১৯ সালের ১০ আগস্ট তাকে ম্যানহাটনের একটি কারাগারে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃতদেহ পরীক্ষা করে জানা যায় তিনি আত্মহত্যা করেছেন।
সম্প্রতি হান্টার বাইডেন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ট্রাম্পের সাথে মেলানিয়ার পরিচয় করিয়ে দিয়েছিলেন এপস্টাইন। তাদের মধ্যে গভীর সম্পর্ক ছিল। বাইডেন এই দাবির জন্য লেখক মাইকেল উলফকে দায়ী করেছেন।
মেলানিয়া ট্রাম্পের আইনজীবী আলেজান্দ্রো ব্রিটো বাইডেনের কাছে পাঠানো এক চিঠিতে লিখেছেন, বিবৃতিগুলি মিথ্যা, মানহানিকর। হান্টার বাইডেন যদি তার মন্তব্য প্রত্যাহার না করেন তাহলে ফাস্টলেডি মানহানির মামলা করবেন।
ট্রাম্প ও মেলানিয়া দীর্ঘদিন ধরে বলে আসছেন ১৯৯৮ সালে নিউ ইয়র্ক ফ্যাশন উইক পার্টিতে মডেলিং এজেন্ট পাওলো জাম্পোলি তাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ব্যক্তিগত জীবন একান্তই আমার, বাগদানের গুঞ্জনে হুমা কুরেশি
অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। যদিও তারা এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি। গত মাসের মাঝামাঝি সময়ে জানা যায়, দীর্ঘ দিনের কথিত প্রেমিক রচিতের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন হুমা কুরেশি।
এরপর থেকে বাগদান নিয়ে চর্চায় রয়েছেন হুমা কুরেশি। তবে এতদিন টুঁ-শব্দ করেননি এই অভিনেত্রী। অবশেষে বম্বে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে, পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে হুমা কুরেশি বলেন, “আমি কেন এই গুঞ্জন নিয়ে কথা বলব?”
আরো পড়ুন:
অভিনেত্রী মধুমতী মারা গেছেন
কিয়ারার মঙ্গলসূত্রের দাম কয়েক কোটি টাকা!
বাগদানের গুঞ্জন চাউর হওয়াতে ক্ষুব্ধ হুমা কুরেশি। এ অভিনেত্রী বলেন, “এ বিষয়ে আমি কী বলতে পারি? মানুষের হাতে অনেক সময়। এটা নিশ্চিত, সঠিক সময় এলে আমি নিজের মুখেই ঘোষণা করব। কিন্তু আমি বলার আগেই মানুষ নিজেরাই ধরে নেয় এবং ঘোষণা করে ফেলে। যখন সেটা সত্যিই ঘটবে, তখন সবাই জেনে যাবে। আমি কেন গুঞ্জনের সমাপ্তি টানব? আমি তো এটা ছড়াইনি…। কেউ এটা পরিকল্পনা অনুযায়ী করেছে। আমার বিয়ে হলে সবাই জানবে।”
বাগদানের গুঞ্জনে বিরক্ত কি না, জানতে চাইলে হুমা কুরেশি বলেন, “একদমই না। আমি এ নিয়ে ভাবিই না। আমি আমার জীবন নিয়ে ব্যস্ত, আমি খুশি, আর আমি জানি আমার জীবনে কী ঘটছে। দর্শকদের সঙ্গে আমার যে চুক্তি, তা শুধু আমার কাজ পর্যন্তই সীমাবদ্ধ। আমার ব্যক্তিগত জীবন একান্তই আমার।”
মানুষের আগ্রহের ব্যাপারটি স্বীকার করে হুমা কুরেশি বলেন, “আমি পরিচিত একজন মানুষ। সুতরাং মানুষের আগ্রহের বিষয়টিও আমি বুঝি। আমার জীবনে কী ঘটছে, সবারই তা জানতে ইচ্ছে করে। এটা আন্তরিক ও মিষ্টি ব্যাপার। যেদিন মানুষ আগ্রহ হারাবে, হয়তো সেদিন সেটা আমাকে কষ্ট দেবে। এটা সেই ‘শয়তানের সঙ্গে করা চুক্তি’—আমার কাজের জন্য যে ভালোবাসা আর মনোযোগ পাই, তারই মূল্য। এই মূল্য খুবই ছোট।”
এর আগে হুমা-রচিতের ঘনিষ্ঠজন হিন্দুস্তান টাইমসকে বলেছিলেন, “হুমা তার দীর্ঘ দিনের প্রেমিক, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।”
হুমা ও রচিতের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়, তাদের ঘনিষ্ঠ বন্ধু, গায়িকা আকাসা সিংয়ের শেয়ার করা একটি ছবিকে কেন্দ্র করে। এ ছবির ক্যাপশনে আকাসা লেখেন, “এক টুকরো এই স্বর্গের জন্য তোমাদের অভিনন্দন। দারুণ একটি রাত কেটেছে।”
এ ঘটনার কিছুদিন পর, হুমা ও রচিতকে একসঙ্গে দেখা যায় সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়েতে, দুজনেই সেদিন পরেছিলেন গোলাপী রঙের পোশাক। তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো এবং ভক্তরা দ্রুত অনলাইনে খোঁজখবর নেওয়া শুরু করেন এই রহস্যময় ব্যক্তিটিকে (রচিত) নিয়ে।
সম্প্রতি, রচিতের ঘনিষ্ঠ একজনের জন্মদিন উদযাপনের সময় আবারো তাদের একসঙ্গে দেখা যায়, যা তাদের বাগদান নিয়ে জল্পনা আরো বাড়িয়ে তোলে।
রচিত সিংহ একজন নামকরা অভিনয় প্রশিক্ষক। ‘রচিত সিং ওয়ার্কশপ’ নামে তার নিজস্ব একটি প্রতিষ্ঠান রয়েছে। এই ওয়ার্কশপের মাধ্যমে ১০০টিরও বেশি কর্মশালা পরিচালনা করেছেন রচিত। তার কর্মশালায় অংশ নিয়েছেন—গুলশন দেবাইয়া, ইমাদ শাহ, কুণাল কাপুর, পূজা হেগডে, হর্ষবর্ধন রানে, অমৃতা সুবাস, সহানা গোস্বামী, অহনা কুমারা, রণবীর সিং, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, আনুশকা শর্মা, অনীত পড্ডা, শানায়া কাপুরের মতো অভিনয়শিল্পীরা।
এর আগে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মুদাসসার আজিজের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। দীর্ঘ ৩ বছর সম্পর্কে ছিলেন তারা। ২০২২ সালের শেষের দিকে জানা যায়, ভেঙে গেছে এই সম্পর্ক।
ঢাকা/শান্ত