‘কোনো কোনো দল নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না’
Published: 19th, September 2025 GMT
‘জুলাইয়ের চেতনার ভিত্তিতে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সে আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশকে আমরা পেছনে যেতে দেব না, সামনে এগিয়ে নিয়ে যাব। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য ফ্যাসিবাদের শাসনামলে যা ঘটেছে, বর্তমান এই সরকারের শাসনামলে সরকার না করলেও কোনো কোনো দল নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না। ঘাট দখল, বাজার দখল, স্টেশন দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসে লিপ্ত হয়েছে। এটাই কি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল?’
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ–পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ। জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে শুক্রবার বিকেলে সিলেটের রেজিস্ট্রারি মাঠে এ সমাবেশ হয়।
হামিদুর রহমান বলেন, ‘কেউ কেউ বলে আমরা নাকি নির্বাচন বানচাল করতে চাই, সংস্কার কমিশনের টেবিলের আলোচনাকে আমরা রাজপথে নিয়ে এসেছি। আমরা বলতে চাই, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সংস্কার কমিশন যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, তার জন্য আমরা জনগণের কাছাকাছি আন্দোলনের কর্মসূচি দিয়েছি। এটা সংস্কারের বাধা নয়। এটা সংস্কারকে পরিপূর্ণ করার জন্যই কর্মসূচি। নির্বাচন বানচাল আমরা করতে চাই না।’
বিএনপিকে ইঙ্গিত করে জামায়াতের এই নেতা বলেন, ‘পিআর পদ্ধতির কথা ওনারা (বিএনপি) মানেন না, সংস্কারও মানেন না, আইনি ভিত্তি ওনারা চান না। তাহলে ফেব্রুয়ারির নির্বাচন কীভাবে করবে? সেই শেখ হাসিনা মার্কা নির্বাচন? দিনের ভোট রাতে? বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার গঠনের আগেই ১৫৩ জন নির্বাচিত? ২০২৪ সালের ডামি নির্বাচন?’
হামিদুর রহমান আযাদ বলেন, দিনের ভোট রাতে করা, কেন্দ্র দখল করা; ব্যালট বাক্স ছিনতাই করে, মাস্তানি করে, কালোটাকার প্রভাব খাটিয়ে যেনতেন নির্বাচন করলে ১৮ কোটি মানুষ জুলাইয়ের চেতনা ধারণ করে তা প্রতিহত করবে। সংস্কারকে আইনি ভিত্তি দেওয়ার দাবি করে তিনি বলেন, ‘নির্বাচন যদি চান, তাহলে সংস্কারকে আইনি ভিত্তিতে দেন। সেই সংস্কারকৃত আইনি ভিত্তিতেই নির্বাচন করুন। আসনভিত্তিক নমিনেশন এটা বাতিল করেন, এটা ব্যর্থ হয়েছে গত ৫৪ বছর। বিশ্বের যেখানে সফল নির্বাচন হয়েছে, সেখানে পিআর পদ্ধতি আছে। বাংলাদেশেও সেই পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড হবে, সুষ্ঠু নির্বাচন হবে, প্রতিটি ভোটের মূল্যায়ন হবে।’
বর্তমান সরকারের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্য যে সরকার কমিটমেন্ট দিয়েছিল জুলাই সনদ করবে ঐকমত্যের ভিত্তিতে। ৮৪টি বিষয়ে ঐকমত্য হয়েছে। কিছু কিছু বিষয়ে অবজেকশন দিয়েছে দু–একটি দল। আমরা সরকারকে বলেছি, আপনারা কি কোনো দলকে সন্তুষ্ট করার জন্য ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করবেন? না তাঁরা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। সরকারের নিরপেক্ষ ভূমিকা আমরা দেখতে পাইনি।’
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলার আমির হাবিবুর রহমান, জেলার সেক্রেটারি জয়নাল আবেদিন, মহানগরের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী।
সমাবেশ শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেট কোর্ট পয়েন্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে সিলেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিসের উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বেলা দুইটার দিকে সিলেট নগরের ধোপাদিঘীরপাড় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখা বন্দরবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে। এতে জেলা ও মহানগরের বিভিন্ন ইউনিটের নেতা–কর্মীরা অংশগ্রহণ করেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স স ক রক র রহম ন ইসল ম র র জন য সরক র
এছাড়াও পড়ুন:
লিভারপুলের আর্জেন্টাইন হেডে ‘ভাঙল’ রিয়ালের কোর্তোয়া-দেয়াল
লিভারপুল ১-০ রিয়াল মাদ্রিদ
কিছু খেলোয়াড়ের জন্মই হয় বড় মঞ্চের জন্য। থিবো কোর্তোয়া কোন কাতারে পড়েন তা অনেকেরই জানা। বিশেষ করে লিভারপুল সমর্থকদের। তিন বছর আগের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল এত দ্রুত ভোলার কথা নয়।
সেই লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে আজ ম্যাচের ৫০ মিনিট পর্যন্ত কোর্তোয়ার নামের পাশে সেভ লেখা ৬টি! তবু শেষ রক্ষা হয়নি। ৬১ মিনিটে অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের হেড বেলজিয়ান এই গোলকিপার আর ফেরাতে পারেননি। আর্জেন্টাইন মিডফিল্ডারের গোলই শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের বিপক্ষে লিভারপুলকে এনে দেয় ১-০ গোলের জয়।
গোলের আগ পর্যন্ত ম্যাচটি ছিল আসলে কোর্তোয়া বনাম লিভারপুল। প্রথমার্ধেই চারটি দারুণ সেভ করেন। দুই অর্ধ মিলিয়ে লিভারপুল মিডফিল্ডার দমিনিক সোবোসলাইয়ের একাধিক শট ফেরান কোর্তোয়া। ম্যাচের শেষ দিকেও নিশ্চিত গোল বাঁচিয়েছেন।
৮৬ মিনিটে ডান প্রান্ত থেকে মোহাম্মদ সালাহর শট বক্সে পেয়ে যান ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো। খুব কাছ থেকে তাঁর শট প্রথমে ঠেকান কোর্তোয়া। ফিরতি বলে সালাহর শট ফেরান রিয়াল ডিফেন্ডার এদের মিলিতাও।
প্রথমার্ধেও রিয়ালের এমন একটি নিশ্চিত গোল হজম থেকে বাঁচিয়েছেন কোর্তোয়া। ২৭ মিনিটে লিভারপুলের অ্যাটাকিং মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টৎসের ক্রস রিয়ালের গোলপোস্টের সামনে পান সোবোসলাই। তাঁর শট অবিশ্বাস্য দক্ষতায় ডান পা দিয়ে ঠেকান কোর্তোয়া। প্রথমার্ধের শেষ দিকে লিভারপুলের গোলকিপার গিওর্গিও মামারদাশভিলির একবার পরীক্ষা নিতে পারে রিয়াল। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে জুড বেলিংহামের শট পা দিয়ে ঠেকান।
রিয়াল গোল হজম করেছে বেলিংহামের ভুলেই। ৬১ মিনিটে গ্রাভেনবার্চকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ইংল্যান্ড মিডফিল্ডার। ডান প্রান্তে ফ্রি কিক পায় লিভারপুল। সেখান থেকে সোবোসলাইয়ের মাপা শটে হেডে গোল করেন ম্যাক-অ্যালিস্টার।
বিস্তারিত আসছে…।