‘লেজি লামহে’ গান বদলে দিল তাঁর ইমেজ, অথচ গানের শুটিংয়ে বিকিনি পরতে রাজিই ছিলেন না আমিশা প্যাটেল! সম্প্রতি রণবীর এলাহাবাদিয়ার পডকাস্টে হাজির হয়ে এ বিষয়ে কথা বলেন অভিনেত্রী।

বলিউডে ‘কাহো না...পেয়ার হ্যায়’ দিয়ে আলোচিত হন আমিশা। রোমান্টিক সিনেমাটিতে তাঁর ছিল ‘গুড গার্ল’ ইমেজ। কিন্তু ‘থোড়া পেয়ার থোড়া ম্যাজিক’ ছবির গান ‘লেজি লামহে’ আমিশার ভাবমূর্তিই পাল্টে দেয়। আমিশা জানান, এই গানই তাঁকে দর্শকদের চোখে আবেদনময়ী অভিনেত্রী হিসেবে পরিচিত করে তোলো।
‘দর্শক যখন কোনো আবেদনময়ী গানের কথা বলে, তখন “লেজি লামহে”র কথাই বলে। এখনো অনেকে বলে, “তোমাকে ওই গানে দারুণ হট লাগছিল।” সেই গানটিই আমার গুড গার্ল ইমেজ ভেঙে দেয়। আসলে আমি নিজেকে কখনো হট ভাবিনি, কিন্তু আদিত্য চোপড়া বলেছিলেন, আমার ভেতর সেই চার্ম ছিল’, বলেন আমিশা।

‘লেজি লামহে’ গানের দৃশ্যে আমিশা–সাইফ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিকিনিতে রাজি ছিলেন না আমিশা, তারপর...

‘লেজি লামহে’ গান বদলে দিল তাঁর ইমেজ, অথচ গানের শুটিংয়ে বিকিনি পরতে রাজিই ছিলেন না আমিশা প্যাটেল! সম্প্রতি রণবীর এলাহাবাদিয়ার পডকাস্টে হাজির হয়ে এ বিষয়ে কথা বলেন অভিনেত্রী।

বলিউডে ‘কাহো না...পেয়ার হ্যায়’ দিয়ে আলোচিত হন আমিশা। রোমান্টিক সিনেমাটিতে তাঁর ছিল ‘গুড গার্ল’ ইমেজ। কিন্তু ‘থোড়া পেয়ার থোড়া ম্যাজিক’ ছবির গান ‘লেজি লামহে’ আমিশার ভাবমূর্তিই পাল্টে দেয়। আমিশা জানান, এই গানই তাঁকে দর্শকদের চোখে আবেদনময়ী অভিনেত্রী হিসেবে পরিচিত করে তোলো।
‘দর্শক যখন কোনো আবেদনময়ী গানের কথা বলে, তখন “লেজি লামহে”র কথাই বলে। এখনো অনেকে বলে, “তোমাকে ওই গানে দারুণ হট লাগছিল।” সেই গানটিই আমার গুড গার্ল ইমেজ ভেঙে দেয়। আসলে আমি নিজেকে কখনো হট ভাবিনি, কিন্তু আদিত্য চোপড়া বলেছিলেন, আমার ভেতর সেই চার্ম ছিল’, বলেন আমিশা।

‘লেজি লামহে’ গানের দৃশ্যে আমিশা–সাইফ

সম্পর্কিত নিবন্ধ