ইউনাইটেড ক্লাবে কোনো মদ বা জুয়ার আসরের অস্তিত্ব নেই : সভাপতি তাপু
Published: 20th, September 2025 GMT
গত ১৪ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায়,জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ ইউনাইটেড ক্লাব মাদকের আখড়া বলে বক্তব্য প্রদান করেন। তার সেই বক্তব্যে নিজেদের অবস্থান ব্যাখা করতে শনিবার বেলা ১১ টায় ইউনাইটেড ক্লাব সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
ইউনাইটেড ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন তাপু লিখিত বক্তব্যে বলেন, ইউনাইটেড ক্লাব ৭০ বছরের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান সামাজিক উন্নয়নে বিভিন্ন কাজ করে থাকে। বিশেষ করে ফ্রি মেডিক্যাল ক্যাম্প,শিশুদের টিকা প্রদানসহ সমাজ সেবায় ভুমিকা রাখার চেষ্টা করে আসছে।
তিনি দাবী করেন, ইউনাইটেড ক্লাবে সকল শ্রেনী পেশার মানুষ সদস্য হিসেবে রয়েছে। দলমত নির্বিশেষে এই প্রতিষ্ঠান থেকে মানুষ সেবা গ্রহণ করে থাকে।
তিনি জামায়েত নেতার বক্তব্যের প্রেক্ষিতে আরো বলেন, ইউনাইটেড ক্লাবে কোনো মদের বার নেই। অতএব এখানে মদ বা জুয়ার আসরের অস্তিত্ব নেই। সংবাদ সম্মেলনে ইউনাইটেড ক্লাব লিমিটডে এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
লিভারপুলের আর্জেন্টাইন হেডে ‘ভাঙল’ রিয়ালের কোর্তোয়া-দেয়াল
লিভারপুল ১-০ রিয়াল মাদ্রিদ
কিছু খেলোয়াড়ের জন্মই হয় বড় মঞ্চের জন্য। থিবো কোর্তোয়া কোন কাতারে পড়েন তা অনেকেরই জানা। বিশেষ করে লিভারপুল সমর্থকদের। তিন বছর আগের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল এত দ্রুত ভোলার কথা নয়।
সেই লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে আজ ম্যাচের ৫০ মিনিট পর্যন্ত কোর্তোয়ার নামের পাশে সেভ লেখা ৬টি! তবু শেষ রক্ষা হয়নি। ৬১ মিনিটে অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের হেড বেলজিয়ান এই গোলকিপার আর ফেরাতে পারেননি। আর্জেন্টাইন মিডফিল্ডারের গোলই শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের বিপক্ষে লিভারপুলকে এনে দেয় ১-০ গোলের জয়।
গোলের আগ পর্যন্ত ম্যাচটি ছিল আসলে কোর্তোয়া বনাম লিভারপুল। প্রথমার্ধেই চারটি দারুণ সেভ করেন। দুই অর্ধ মিলিয়ে লিভারপুল মিডফিল্ডার দমিনিক সোবোসলাইয়ের একাধিক শট ফেরান কোর্তোয়া। ম্যাচের শেষ দিকেও নিশ্চিত গোল বাঁচিয়েছেন।
৮৬ মিনিটে ডান প্রান্ত থেকে মোহাম্মদ সালাহর শট বক্সে পেয়ে যান ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো। খুব কাছ থেকে তাঁর শট প্রথমে ঠেকান কোর্তোয়া। ফিরতি বলে সালাহর শট ফেরান রিয়াল ডিফেন্ডার এদের মিলিতাও।
প্রথমার্ধেও রিয়ালের এমন একটি নিশ্চিত গোল হজম থেকে বাঁচিয়েছেন কোর্তোয়া। ২৭ মিনিটে লিভারপুলের অ্যাটাকিং মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টৎসের ক্রস রিয়ালের গোলপোস্টের সামনে পান সোবোসলাই। তাঁর শট অবিশ্বাস্য দক্ষতায় ডান পা দিয়ে ঠেকান কোর্তোয়া। প্রথমার্ধের শেষ দিকে লিভারপুলের গোলকিপার গিওর্গিও মামারদাশভিলির একবার পরীক্ষা নিতে পারে রিয়াল। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে জুড বেলিংহামের শট পা দিয়ে ঠেকান।
রিয়াল গোল হজম করেছে বেলিংহামের ভুলেই। ৬১ মিনিটে গ্রাভেনবার্চকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ইংল্যান্ড মিডফিল্ডার। ডান প্রান্তে ফ্রি কিক পায় লিভারপুল। সেখান থেকে সোবোসলাইয়ের মাপা শটে হেডে গোল করেন ম্যাক-অ্যালিস্টার।
বিস্তারিত আসছে…।