এক সপ্তাহর ব্যবধানে আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে দেশে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটের দিকে ৩ সেকেন্ডের ভূমিকম্প অনুভূত হয় সিলেটে। 

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবীদ সজিব হোসেন জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪। এর উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতকে। মৃদু এই ভূমিকম্পে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

আরো পড়ুন:

সিলেটের ডিসি সারওয়ারকে শোকজ

মাছের উৎপাদন হ্রাসের কারণ নদীর দূষণ: মৎস্য সচিব

এর আগে, গত রবিবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ১১ মিনিটের দিকে বাংলাদেশসহ ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান ও চীনে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ১৪ সেপ্টেম্বর আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসাম শহর থেকে ১৬ কিলোমিটার দূরে অবস্থিত শোণিতপুর জেলার ঢেকীয়াজুলি স্থানে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভূগর্ভে উৎপত্তি হওয়া ওই ভূমিকম্পে ভারতসহ ছয় দেশ কেঁপে ওঠে। ভূমিকম্পটির উৎপত্তি বেশি গভীরে না হওয়ায় ভূমিকম্পের কেন্দ্রস্থলে তীব্র কম্পন অনুভূত হয়েছিল।

ঢাকা/নূর/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ভ ম কম প র উৎপত ত ভ ম কম প

এছাড়াও পড়ুন:

বিএনপি প্রার্থীর জনসংযোগে খুন/কর্মীদের ভিড়ে মিশে ঘাড়ে পিস্তল ঠেকিয়ে করা হয় গুলি

চট্টগ্রামে নগরে সন্ধ্যায় জনসংযোগ চলছিল বিএনপি মনোনীত প্রার্থীর। জনসংযোগের বহর এগোতে এগোতে চলছিল স্লোগান। হঠাৎ গুলির শব্দ। ছত্রভঙ্গ হয়ে যান নেতা–কর্মীরা।

এ ঘটনা ঘটে আজ বুধবার নগরের বায়েজিদ বোস্তামি থানার চালিতাতলীর খন্দকারপাড়া এলাকায়। সেখানে তখন নির্বাচনী জনসংযোগ করছিলেন চট্টগ্রাম–৮ আসনের বিএনপির প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

এ ঘটনায় এরশাদ উল্লাহসহ পাঁচজন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে মারা যান জনসংযোগের বহরে থাকা ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেন। বাকিরা নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, সরোয়ারের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র, হত্যাসহ ১৫টি মামলা রয়েছে।

নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ প্রথম আলোকে বলেন, এরশাদ উল্লাহ শঙ্কামুক্ত রয়েছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তাঁর পেটে ছররা গুলি লাগে।

গুলিতে নিহত সরোয়ার হোসেন

সম্পর্কিত নিবন্ধ