কমপ্লায়েন্স পুঁজিবাজার স্থিতিশীলতার অন্যতম শর্ত: ডিএসই পরিচালক
Published: 21st, September 2025 GMT
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মো. শাকিল রিজভী বলেছেন, ‘‘আইনের মধ্যে থেকে বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে। কমপ্লায়েন্স বা নিয়ম মেনে চলার সংস্কৃতি শুধু কোনো বাধ্যবাধকতা নয়, বরং এটি আমাদের পুঁজিবাজারের স্থিতিশীলতা, স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখার অন্যতম শর্ত।’’
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ডিএসই ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত চার দিনব্যাপী (৮ সেপ্টেম্বর-১৮ সেপ্টেম্বর) ‘কমপ্লায়েন্স অ্যান্ড ইন্টারএক্টিভ ইস্যুজ ফর দি ট্রেকহোল্ডারস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে সনদ বিতরণী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
আরো পড়ুন:
বে-মেয়াদি রূপান্তর হতে চায় দুই ফান্ড, ভোটের তারিখ ঘোষণা
বিনিয়োগকারীদের সচেতনতায় নির্দেশিত প্রোগ্রাম প্রচারের অনুরোধ
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএসইসির পরিচালক মো.
শাকিল রিজভী বলেন, ‘‘অনুমোদিত প্রতিনিধিদের ২টি বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথমটি হলো আইনকানুণ সম্পর্কে জ্ঞান ও দ্বিতীয়টি হলো বিনিয়োগকারীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা।’’
তিনি আরও বলেন, ‘‘আপনাদের অনেকে দীর্ঘদিন যাবত পুঁজিবাজারের সঙ্গে জড়িত। আপনাদের রয়েছে বহুমুখী অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনার কর্মক্ষেত্র অর্থাৎ আপনার হাউজকে কীভাবে আরো উন্নত করা যায়, তার দায়-দায়িত্ব আপনাদের। আমি আশা করি, আজকের এই প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা আপনাদের বাস্তব কাজের ক্ষেত্রকে আরো সহজ করবে এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।’’
প্রশিক্ষণ কর্মশালায় ডিএসই’র ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশিক্ষণ প্রদান করেন। পরবর্তীতে সনদ বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএসইর পরিচালক মো. শাকিল রিজভী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
ঢাকা/এনটি/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আপন দ র ড এসই
এছাড়াও পড়ুন:
সুন্দরবন এলাকার উন্নয়নে পৃথক মন্ত্রণালয় দাবি
ছবি: প্রথম আলো