বগুড়ার আদালতের হাজতখানার সামনে থেকে রফিকুল ইসলাম (৪০) নামে জোড়াখুনের মামলার আসামি পালিয়ে গেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বগুড়া চিফ জুডিশিয়াল আদালতের হাজতখানার সামনে থেকে তিনি পালিয়ে যান।

পলাতক আসামি রফিকুলের বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চকপাড়া এলাকায়। গত ৯ জুলাই দুপচাঁচিয়ার লখিমণ্ডপ গ্রামে গৃহবধূ ও তার শ্বশুর খুনের মামলার আসামি তিনি। পুলিশের একাধিক টিম তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

আরো পড়ুন:

গাইবান্ধায় কারাগারে আ.

লীগ নেতার মৃত্যু, স্বজনদের ক্ষোভ 

ফরিদপুরে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যা: স্বামীর যাবজ্জীবন

জেলা পুলিশের মিডিয়া উইংয়ের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, ‘‘আসামিকে গ্রেপ্তারে আমরা চেষ্টা চালাচ্ছি।’’

বিকেলে রফিকুলকে জেলা কারাগার থেকে আদালতে হাজির করার জন্য আদালতের হাজতখানায় নেওয়া হয়। এরপর তাকে আদালতে নেওয়ার সময় হাতকড়া কৌশলে খুলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি পালিয়ে যান।  
 

ঢাকা/এনাম/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আস ম

এছাড়াও পড়ুন:

হেফাজতে থেকে আসামিকে গণমাধ্যমে কথা বলতে দেওয়ায় পুলিশ কমিশনারকে কারণ দর্শানোর নির্দেশ

রাজশাহীতে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের ছেলের হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার লিমন মিয়ার বক্তব্য গণমাধ্যমে প্রচার করায় রাজশাহীর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে নির্দেশ দিয়েছেন আদালত।

আজ শনিবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত এই নির্দেশ দিয়েছেন। আগামী বুধবারের মধ্যে মোহাম্মদ আবু সুফিয়ানকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

আরও পড়ুনরাজশাহীতে বিচারকের ছেলের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে: ময়নাতদন্ত শেষে চিকিৎসক১৪ নভেম্বর ২০২৫

নির্দেশনায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ভিকটিমকে দোষারোপ করে গণমাধ্যমের সামনে বক্তব্যে দেওয়ার সুযোগ দেওয়ায় কেন তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়।

আরও পড়ুনরাজশাহীতে বিচারকের ছেলেকে সম্ভবত শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে: পুলিশ১৩ নভেম্বর ২০২৫

গত বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় ভাড়া বাসায় খুন হয় নবম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ। হামলাকারী লিমন মিয়া (৩৫) তাদের পূর্বপরিচিত। তাঁর হামলায় জখম হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাওসিফের মা তাসমিন নাহার (৪৪)। এ ছাড়া ধস্তাধস্তিতে হামলাকারী লিমন আহত হয়ে হাসপাতালে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন।

আরও পড়ুনহত্যার হুমকি পেয়ে এক সপ্তাহ আগে জিডি করেন বিচারকের স্ত্রী১৩ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ