বগুড়ার আদালতের হাজতখানার সামনে থেকে রফিকুল ইসলাম (৪০) নামে জোড়াখুনের মামলার আসামি পালিয়ে গেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বগুড়া চিফ জুডিশিয়াল আদালতের হাজতখানার সামনে থেকে তিনি পালিয়ে যান।

পলাতক আসামি রফিকুলের বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চকপাড়া এলাকায়। গত ৯ জুলাই দুপচাঁচিয়ার লখিমণ্ডপ গ্রামে গৃহবধূ ও তার শ্বশুর খুনের মামলার আসামি তিনি। পুলিশের একাধিক টিম তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

আরো পড়ুন:

গাইবান্ধায় কারাগারে আ.

লীগ নেতার মৃত্যু, স্বজনদের ক্ষোভ 

ফরিদপুরে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যা: স্বামীর যাবজ্জীবন

জেলা পুলিশের মিডিয়া উইংয়ের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, ‘‘আসামিকে গ্রেপ্তারে আমরা চেষ্টা চালাচ্ছি।’’

বিকেলে রফিকুলকে জেলা কারাগার থেকে আদালতে হাজির করার জন্য আদালতের হাজতখানায় নেওয়া হয়। এরপর তাকে আদালতে নেওয়ার সময় হাতকড়া কৌশলে খুলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি পালিয়ে যান।  
 

ঢাকা/এনাম/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আস ম

এছাড়াও পড়ুন:

ওমানে ছাদ থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

ওমানে নির্মাণ কাজ করার সময় ছাদ থেকে পড়ে মারা জিয়াউদ্দিন মোল্লা (৩৮) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১০টার দিকে দেশটির সরকারি নিজওয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জিয়াউদ্দিন মোল্লা হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের সুরুজ মিয়ার ছেলে। প্রায় তিন বছর আগে ওমানে গিয়ে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ শুরু করেন তিনি।

নিহতের ভাতিজা শিবলু মিয়া জানান, গত ১৫ সেপ্টেম্বর কাজ করার সময় দোতলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে মারা যান।

চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, ‘‘জিয়া উদ্দিনের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। লাশ দেশে ফিরিয়ে আনাসহ পরিবারের প্রয়োজনে আমরা পাশে থাকব।’’

ঢাকা/মামুন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ