গাজা অভিমুখী মানবিক বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলার প্রতিবাদ এবং ফিলিস্তিনে মানবিক সহায়তা প্রেরণের সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবির।

রবিবার (৫ অক্টোবর) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

আরো পড়ুন:

রাকসু: নির্বাচনী প্রচারের সময় বাড়ল ১০ দিন

রাবির ভর্তি পরীক্ষায় থাকবে না সিলেকশন

মানববন্ধনে অংশ নিয়ে রাকসুতে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ এর সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী ও সাবেক সমন্বয়ক ফাহিম রেজা বলেন, “ইজরায়েল একটি অবৈধভাবে জন্ম নেওয়া রাষ্ট্র। ইতোপূর্বে আমাদের দেখানো হচ্ছিল ফিলিস্তিন ও হামাস একটি সন্ত্রাসী রাষ্ট্র। আজ পুরো পৃথিবী দেখছে ইজরায়েল একটি অবৈধ রাষ্ট্র। মানবিক ত্রাণ বাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একটি শান্তিপূর্ণ উদ্যোগ ছিল। ইজরায়েলের নৌবাহিনী সেই বহরে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার স্পষ্ট লঙ্ঘন করেছে।”

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, “ইজরায়েল পৃথিবীর বিষফোড়ায় পরিণত হয়েছে। মানবাধিকার কর্মীরা যখন ত্রাণ নিয়ে যাচ্ছিলেন, তাদের ইজরায়েলের নৌবাহিনী বাধা দিয়েছে। গাজা এখন মানবতা ও বর্বরতার মধ্যকার অবস্থান নির্বাচনের পরীক্ষাকেন্দ্র।”

শাখা ছাত্রশিবিরের সভাপতি ও রাকসুর ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “ইজরায়েল মানবিক সহায়তার জাহাজ বহর বন্দী করে মানবতার চরম বিপর্যয়ের নজির স্থাপন করেছে। তারা মানবাধিকার কর্মীদের গ্রেপ্তার ও অপহরণ করেছে। একটি অহিংস ও শান্তিপূর্ণ উদ্যোগে এভাবে বাধা দেওয়ার নজির পৃথিবীতে আর দেখা যায় না। এই কাজ মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। যারা মানবতার বিরুদ্ধে কথা বলে, আমরা তাদের বিরুদ্ধে সবসময় অবস্থান নেব, ইনশাল্লাহ।”

এ সময় শাখা ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/ফাহিম/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম নব ধ ক র ইজর য় ল ম নব ক

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে ইসলামী ব্যাংক কর্মীদের মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশের চাকরিচ্যুত ও ওএসডি থাকা কর্মীরা। আজ শনিবার দুপুরে উপজেলার ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে এই অবরোধ করা হয়। অবরোধের কারণে সড়কে দীর্ঘ যানজট তৈরি হওয়ায় চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে ১১টার দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে জড়ো হয়ে প্রথমে মানববন্ধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশের চাকরিচ্যুত ও ওএসডি থাকা কর্মীরা। দুপুর পৌনে ১২টার দিকে তাঁরা মহাসড়কের ঢাকামুখী লেন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে চট্টগ্রামমুখী লেনটিও অবরোধ করা হয়। এ সময় দেশের ব্যস্ততম এই মহাসড়কটির উভয় দিকে অন্তত ৩০ কিলোমিটার যানজট দেখা দেয়। বেলা একটার দিকে অবরোধ তুলে নিলে যানজট স্বাভাবিক হতে শুরু করে।

অবরোধ চলাকালে বিক্ষোভকারীদের ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ নানা স্লোগান দিতে দেখা যায়। ‘চট্টগ্রাম ঐক্য মঞ্চ’–এর ব্যানারে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। অবরোধকারীরা জানান, চট্টগ্রাম অঞ্চলে ইসলামী ব্যাংকের প্রায় ৪০০ কর্মকর্তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি আরও ৪ হাজার ৭০০ কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। এতে চাকরিচ্যুত ও ওএসডি থাকা কর্মীদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। তাঁদের চাকরিতে পুনর্বহালসহ ছয় দফা দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আন্দোলনকারীদের সমন্বয়ক ইসলামী ব্যাংকের পঞ্চগড় শাখার কর্মকর্তা সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ বৃহত্তর চট্টগ্রামের কর্মীদের ছাঁটাই করছে। এর প্রতিবাদে আজ পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি পালন করেছেন। সারা দেশের সব শাখা থেকে বৃহত্তর চট্টগ্রামের অধিবাসী কর্মকর্তা–কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।

মহাসড়ক অবরোধের আগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আজ বেলা সাড়ে ১১টার দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায়

সম্পর্কিত নিবন্ধ

  • শিশু তায়েবা হত্যার বিচার দাবিতে আদালত চত্বরে মানববন্ধন
  • কুরআন অবমাননার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ
  • নোয়াখালী বিভাগের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ
  • ইসলামী ব্যাংকে ‘অবৈধ’ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • জয়া আহসানের উপস্থিতি ঘিরে পশ্চিমবঙ্গে বিক্ষোভ
  • ফরিদপুরে গ্রেপ্তার বিএনপির তিন নেতার জামিন, একজন কারাগারে
  • বাগেরহাটে সাংবাদিক হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে প্রেসক্লাবের মানববন্ধন
  • ফিলিস্তিনের মানুষ মুসলমান বলেই ইজরায়েল হত্যাযজ্ঞ চালাচ্ছে: ইউটিএল
  • চট্টগ্রামে ইসলামী ব্যাংক কর্মীদের মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট