তিন মাসে ১২ সিনেমার কয়টি মনে রাখার মতো
Published: 6th, October 2025 GMT
সিনেমা শুরু হতে মাত্র এক মিনিট বাকি; কিন্তু হলের পরিবেশ দেখে বোঝা মুশকিল। ভেতরে তো কাউকেই দেখা যাচ্ছে না, তবে কি ভুল হলে...ভাবনা শেষ হওয়ার আগেই এক কর্মী হাজির। টিকিট দেখে নিশ্চিত করলেন, হল নম্বরে ভুল হয়নি। গত মাসে ঢাকার একটি মাল্টিপ্লেক্সে নতুন মুক্তি পাওয়া সিনেমা দেখতে গিয়ে এই অভিজ্ঞতা হয়। পুরো হলে দর্শক ছিলেন মাত্র চারজন, শুক্র বা ছুটির দিন ছাড়া গত মাসে মুক্তি পাওয়া বেশির ভাগ সিনেমারই ছিল এই অবস্থা। ‘বাড়ির নাম শাহানা’ আর ‘সাবা’ বাদে গত সেপ্টেম্বরে মুক্তি পাওয়া বাকি ঢাকাই সিনেমার অবস্থাই ছিল গড়পড়তা।
‘ফেরেশতে’ সিনেমার দৃশ্যে জয়া আহসান, শিমু ও সুমন ফারুক.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গার্ডিয়ান লাইফ ও ক্লিনিকলের চুক্তি
প্রবাসী বাংলাদেশি ও তাঁদের পরিবারের জন্য একটি সমন্বিত বিমা এবং স্বাস্থ্যসেবা প্যাকেজ চালু করেছে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স। এ ব্যাপারে তারা স্বাস্থ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ক্লিনিকল লিমিটেডের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি করেছে। গার্ডিয়ান লাইফের অতিরিক্ত এমডি ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী শেখ রকিবুল করিম এবং ক্লিনিকল লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও চিফ অপারেশনস অফিসার পারভেজ আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এ সময় গার্ডিয়ান লাইফের হেড অব মাইক্রোইনস্যুরেন্স আব্দুল হালিম ও ভাইস প্রেসিডেন্ট মো. নওশাদুল করিম চৌধুরী এবং ক্লিনিকলের হেড অব বিজনেস সাদ এম মিলকান ও হেড অব টেকনোলজি সাবা শামসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।