১৫০০ কোটি আয়! রাশমিকাদের বাজিমাত
Published: 10th, November 2025 GMT
ভারতে আগে হরর-কমেডি নিয়ে সেভাবে কাজ হয়নি। দক্ষিণ ভারতীয় সিনেমায় কিছু কাজ হলেও হিন্দি সিনেমায় এই ঘরানা ছিল প্রায় অনুপস্থিত। তবে প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মসের হাত ধরে আসে হরর-কমেডি ইউনিভার্স। ‘স্ত্রী’, ‘স্ত্রী ২’ সিনেমার সাফল্যের পথ ধরে এবার দেওয়ালিতে মুক্তি পেয়েছে এই ইউনিভার্সের নতুন সিনেমা ‘থামা’। সব মিলিয়ে এই ফ্র্যাঞ্চাইজির আয় ১ হাজার ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে। গতকাল রোববার প্রযোজনা সংস্থা ইনস্টাগ্রামে এ তথ্য জানায়।
আয়ের দিক থেকে ম্যাডক হরর-কমেডি ইউনিভার্স পেছনে ফেলেছে রোহিত শেঠির ‘কপ ইউনিভার্স’ ও ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজি। আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা অভিনীত ভ্যাম্পায়ার কমেডি ‘থামা’র সাফল্যের পর ম্যাডক ফিল্মসের হরর-কমেডি ইউনিভার্স এখন ১ হাজার ৫০০ কোটি রুপির মাইলফলক ছুঁয়ে ফেলেছে। ‘স্ত্রী’ দিয়ে শুরু হওয়া এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির আরও তিনটি হিট ছবি—‘মুনজ্যা’, ‘ভেড়িয়া’ ও ‘স্ত্রী ২’।
‘স্ত্রী ২’–এর দৃশ্য। এক্স থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
১৫০০ কোটি আয়! রাশমিকাদের বাজিমাত
ভারতে আগে হরর-কমেডি নিয়ে সেভাবে কাজ হয়নি। দক্ষিণ ভারতীয় সিনেমায় কিছু কাজ হলেও হিন্দি সিনেমায় এই ঘরানা ছিল প্রায় অনুপস্থিত। তবে প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মসের হাত ধরে আসে হরর-কমেডি ইউনিভার্স। ‘স্ত্রী’, ‘স্ত্রী ২’ সিনেমার সাফল্যের পথ ধরে এবার দেওয়ালিতে মুক্তি পেয়েছে এই ইউনিভার্সের নতুন সিনেমা ‘থামা’। সব মিলিয়ে এই ফ্র্যাঞ্চাইজির আয় ১ হাজার ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে। গতকাল রোববার প্রযোজনা সংস্থা ইনস্টাগ্রামে এ তথ্য জানায়।
আয়ের দিক থেকে ম্যাডক হরর-কমেডি ইউনিভার্স পেছনে ফেলেছে রোহিত শেঠির ‘কপ ইউনিভার্স’ ও ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজি। আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা অভিনীত ভ্যাম্পায়ার কমেডি ‘থামা’র সাফল্যের পর ম্যাডক ফিল্মসের হরর-কমেডি ইউনিভার্স এখন ১ হাজার ৫০০ কোটি রুপির মাইলফলক ছুঁয়ে ফেলেছে। ‘স্ত্রী’ দিয়ে শুরু হওয়া এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির আরও তিনটি হিট ছবি—‘মুনজ্যা’, ‘ভেড়িয়া’ ও ‘স্ত্রী ২’।
‘স্ত্রী ২’–এর দৃশ্য। এক্স থেকে