নেত্রকোনার মোহনগঞ্জে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নারায়ণ পাল (৪০) নামের এক মুদিদোকানির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে পৌরশহরের বসুন্ধরা মার্কেটে এ হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে।

তবে কী কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে, তা এখনো উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ। ঘটনাস্থলটি মোহনগঞ্জ থানার মাত্র ১৫০ গজ দূরে।

নিহত নারায়ণ পাল পৌরশহরের রাউতপাড়া এলাকার বাসিন্দা। তিনি বসুন্ধরা এলাকায় ‘নারায়ণ স্টোর’ নামে মুদি দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণ পাল একাই দোকান চালাতেন। গতকাল সোমবার রাত ১০টার পর থেকে পাশের দোকানিরা তাঁর কোনো সাড়া পাচ্ছিলেন না। প্রায় আধা ঘণ্টা পর এক ব্যক্তি দোকানের ভেতরে গিয়ে নারায়ণের গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। তিনি চিৎকার দিলে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন আসেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশের দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।

নিহত নারায়ণের স্ত্রী লিপি রানী পাল বলেন, তাঁর স্বামী সহজ-সরল মানুষ ছিলেন। তাঁর সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মোহনগঞ্জ মনোহারি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শ্যামল মোল্লা বলেন, এ ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

আমিনুল ইসলাম আজ সকালে প্রথম আলোকে বলেন, দিবাগত রাত একটার দিকে ময়মনসিংহ থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম হনগঞ জ ব যবস য়

এছাড়াও পড়ুন:

মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

নেত্রকোনার মোহনগঞ্জে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আওয়াল হোসেন (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বেলা ৩টার দিকে উপজেলার জয়পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আওয়াল হোসেন একই গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।

আরো পড়ুন:

চুয়াডাঙ্গা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিপলু মারা গেছে

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে ৩ জনের মৃত্যু

নিহতের শ্যালিকা চায়না আক্তার জানান, বিকেলে গ্রামের সামনের মাঠ থেকে গরু আনতে যান আওয়াল হোসেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রাঘাত হলে তিনি মাঠেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’

ঢাকা/ইবাদ/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের