গাজায় যুদ্ধবিরতি: ইসরায়েল-হামাসের সম্মতি নিয়ে বিশ্বনেতারা কে কী বললেন
Published: 9th, October 2025 GMT
গাজায় যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে ইসরায়েল ও হামাস সম্মত হয়েছে—মার্কিন প্রেসিডেন্টের এ ঘোষণার কয়েক ঘণ্টা পর আজ বৃহস্পতিবার বিভিন্ন দেশের নেতারা শান্তির আশা ব্যক্ত করেছেন। পাশাপাশি উভয় পক্ষকে এ–বিষয়ক অঙ্গীকারগুলো পূরণের আহ্বান জানিয়েছেন। দুই বছর ধরে চলা গাজা যুদ্ধে এই অগ্রগতি অনেকের কাছে বড় ধরনের সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
দুই পক্ষের চুক্তি অনুযায়ী, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস কয়েক দিনের মধ্যে তাদের কাছে থাকা জীবিত ২০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। বিনিময়ে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেবে। একই সঙ্গে ইসরায়েলি সেনারা গাজার অধিকাংশ এলাকা থেকে সরে যাওয়া শুরু করবেন।
ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘এর মানে হলো, খুব শিগগির সব জিম্মি মুক্তি পাবেন, আর ইসরায়েল তাদের সেনাদের এক সমঝোতাকৃত সীমারেখায় ফিরিয়ে আনবে। এটি একটি শক্তিশালী, টেকসই ও চিরস্থায়ী শান্তির প্রথম ধাপ।’
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ঈশ্বরের সাহায্যে আমরা সবাইকে (জিম্মিদের) ঘরে ফিরিয়ে আনব।’
দেখা যাক, বিশ্বের বিভিন্ন নেতা হামাস–ইসরায়েলের এ সম্মতি নিয়ে কী বলেছেন—
তুরস্ক
হামাস ও ইসরায়েল—দুই পক্ষের আলোচনায় ভূমিকা রাখা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান চুক্তিকে স্বাগত জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ট্রাম্পকে ‘প্রয়োজনীয় রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শন করার’ জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে কাতার ও মিসরকেও মধ্যস্থতায় ভূমিকা রাখার জন্য কৃতজ্ঞতা জানান।
এরদোয়ান বলেন, তুরস্ক চুক্তির পূর্ণ বাস্তবায়ন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে এবং এ প্রক্রিয়ায় অবদান অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, ‘দুই বছর ধরে বর্ণনাতীত কষ্ট সহ্য করা আমার ফিলিস্তিনি ভাইবোনদের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় মানবিক সহায়তা পাঠানো এখন সর্বোচ্চ অগ্রাধিকার এবং দ্রুত পুনর্গঠনের কাজ শুরু করা জরুরি।
তুরস্ক চুক্তির পূর্ণ বাস্তবায়ন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে এবং এই প্রক্রিয়ায় অবদান অব্যাহত রাখবে। দুই বছর ধরে বর্ণনাতীত কষ্ট সহ্য করা আমার ফিলিস্তিনি ভাইবোনদের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।রিসেপ তাইয়েপ এরদোয়ান, তুরস্কের প্রেসিডেন্টফ্রান্স
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এ চুক্তিকে ‘জিম্মি ও তাঁদের পরিবার, গাজার ফিলিস্তিনি ও গোটা অঞ্চলের জন্য এক বড় আশার বার্তা’ বলে উল্লেখ করেছেন।
এক্সে দেওয়া বার্তায় মাখোঁ ডোনাল্ড ট্রাম্প এবং কাতার, মিসর ও তুরস্কের মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রশংসা করেন এবং ইসরায়েল ও হামাস দুই পক্ষকে চুক্তির শর্ত কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।
মাখোঁ জানান, গাজার ভবিষ্যৎ নিয়ে আরও পরের দিকে প্যারিসে ইউরোপীয় ও আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে ওই চুক্তি নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, এ চুক্তি (গাজায়) যুদ্ধের সমাপ্তি ও (ইসরায়েল–ফিলিস্তিন সংকটের) দুই রাষ্ট্রভিত্তিক রাজনৈতিক সমাধানের সূচনা হিসেবে চিহ্নিত হোক।
যুক্তরাজ্য
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চুক্তির খবরকে স্বাগত জানিয়ে তাৎক্ষণিকভাবে গাজায় সহায়তা প্রবেশে সব ধরনের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান।
স্টারমার বলেন, এটি এমন এক মুহূর্ত, যা সারা বিশ্বে গভীর স্বস্তি এনে দেবে; বিশেষ করে জিম্মিদের পরিবার ও গাজার বেসামরিক মানুষদের জন্য। তাঁরা গত দুই বছর অকল্পনীয় দুর্ভোগ সহ্য করেছেন।
স্টারমার যুক্তরাষ্ট্রের পাশাপাশি মিসর, কাতার ও তুরস্কের ‘অবিরাম কূটনৈতিক প্রচেষ্টা’র প্রশংসা করেন এবং বলেন, যুক্তরাজ্য যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তির পথে পরিণত করতে প্রচেষ্টা অব্যাহত রাখবে।
দুই পক্ষের চুক্তি অনুযায়ী, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস কয়েক দিনের মধ্যে তাদের কাছে থাকা জীবিত ২০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। বিনিময়ে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেবে। একই সঙ্গে ইসরায়েলি সেনারা গাজার অধিকাংশ এলাকা থেকে সরে যাওয়া শুরু করবেন।ইতালি
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই চুক্তিকে ‘অসাধারণ খবর’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘এই চুক্তি এবং ট্রাম্পের পরিকল্পনার নির্দেশিত বৃহত্তর পথ এই সংঘাত শেষ করার এক বিরল সুযোগ। এটি আমাদের কাজে লাগাতে হবে।’
মেলোনি আরও বলেন, ‘আমি সব পক্ষকে আহ্বান জানাই, তারা যেন ইতিমধ্যে গৃহীত পদক্ষেপগুলো সম্পূর্ণভাবে সম্মান জানায় এবং শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপগুলো দ্রুত বাস্তবায়নের জন্য কাজ করে।’
মেলোনি জানান, ইতালি মধ্যস্থতাকারী দেশগুলোর প্রচেষ্টায় সহায়তা অব্যাহত রাখবে এবং গাজায় স্থিতিশীলতা, পুনর্গঠন ও উন্নয়নে অবদান রাখতে প্রস্তুত।
আরও পড়ুনগাজায় যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছানোর কথা জানাল হামাস৮ ঘণ্টা আগেজাতিসংঘ
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেছেন, ‘জাতিসংঘ এ চুক্তির পূর্ণ বাস্তবায়নে সহায়তা করবে এবং মানবিক ত্রাণ কার্যক্রম জোরদার করবে। পাশাপাশি আমরা গাজার পুনর্গঠন ও পুনরুদ্ধার কার্যক্রমও এগিয়ে নেব।’
মহাসচিব আরও বলেন, এখন এই ঐতিহাসিক সুযোগ কাজে লাগিয়ে এমন একটি রাজনৈতিক পথ তৈরির সময় এসেছে; যা দখলদারির অবসান ঘটাবে, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতি দেবে এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের নিরাপদে সহাবস্থানের সুযোগ সৃষ্টি করবে।
কানাডা
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘জিম্মিদের শিগগিরই পরিবারের সঙ্গে পুনর্মিলন ঘটবে জেনে আমি স্বস্তি পেয়েছি।’
মার্ক কার্নি আরও বলেন, বহু বছরের তীব্র কষ্টের পর অবশেষে মনে হচ্ছে, শান্তি এখন নাগালের মধ্যে। কানাডা সব পক্ষকে আহ্বান জানায়, তারা যেন দ্রুত চুক্তির সব শর্ত বাস্তবায়ন করে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির দিকে এগিয়ে যায়।
কার্নি কাতার, মিসর ও তুরস্ককে মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ধন্যবাদ জানান।
আরও পড়ুনএটা বিশ্বের জন্য মহান দিন, সবার জন্য এক দারুণ ও আনন্দের দিন: ট্রাম্প ৯ ঘণ্টা আগেআর্জেন্টিনা
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলে এক্সে লেখেন, ‘এ সুযোগে আমি জানাতে চাই, আন্তর্জাতিক শান্তিতে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে আমি ডোনাল্ড জে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেব।’
ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এই নেতা আরও লেখেন, অন্য কোনো নেতা এমন সাফল্য অর্জন করলে অনেক আগেই এ পুরস্কার পেতেন।
মালয়েশিয়া
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক বিবৃতিতে বলেন, মাসের পর মাস অসহনীয় কষ্ট ও ধ্বংসের পর এ চুক্তি কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে।
আনোয়ার ইব্রাহিম সব পক্ষকে এ সুযোগ কাজে লাগিয়ে স্থায়ী ও সর্বাত্মক শান্তির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
এ চুক্তি (গাজায়) যুদ্ধের সমাপ্তি ও (ইসরায়েল-ফিলিস্তিন সংকটের) দুই রাষ্ট্রভিত্তিক রাজনৈতিক সমাধানের সূচনা হিসেবে চিহ্নিত হোক।এমানুয়েল মাখোঁ, ফ্রান্সের প্রেসিডেন্টজাপান
জাপানের চিফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি সাংবাদিকদের বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে ‘প্রথম ধাপের চুক্তি’ হওয়ায় জাপান তাকে স্বাগত জানাচ্ছে। এটি পরিস্থিতি শান্ত করার ও দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথে অগ্রসর হওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
হায়াশি যুক্তরাষ্ট্র, কাতার, মিসর, তুরস্কসহ অন্যান্য মধ্যস্থতাকারী দেশের ‘অবিরাম প্রচেষ্টা’র প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি চুক্তির ‘আন্তরিক ও ধারাবাহিক বাস্তবায়ন’ নিশ্চিত করার আহ্বান জানান।
টোকিও গাজার মানবিক পরিস্থিতির উন্নয়ন ও পুনর্গঠনে সহায়তা অব্যাহত রাখবে বলেও জানান হায়াশি।
অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ চুক্তিটিকে ‘আশার আলো’ হিসেবে উল্লেখ করেছেন।
আলবানিজ বলেন, এ ঘোষণা আট দশকের সংঘাত ও সন্ত্রাসের পর সহিংসতার চক্র ভেঙে একটি ভালো ভবিষ্যৎ গড়ার আশা এনে দিয়েছে। আজকের দিনটি বিশ্বের জন্য সত্যিকারের আশার দিন।
আরও পড়ুনমিসরে দ্বিতীয় দিনের আলোচনায় ইসরায়েলকে কী শর্ত দিল হামাস০৮ অক্টোবর ২০২৫নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেন, গত দুই বছর ইসরায়েলি ও ফিলিস্তিনিরা প্রচণ্ড কষ্ট ভোগ করেছেন। আজকের এ চুক্তি সেই কষ্ট অবসানের প্রথম ইতিবাচক পদক্ষেপ। হামাস ও ইসরায়েলকে চুক্তির সব শর্ত বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
‘এটি স্থায়ী শান্তির পথে অপরিহার্য প্রথম ধাপ। আমরা ইসরায়েল ও হামাসকে আহ্বান জানাই, তারা যেন পূর্ণ সমাধানের পথে এগিয়ে যায়’, বলেন পিটার্স।
ভারত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে লেখেন, ‘জিম্মিদের মুক্তি ও গাজার মানুষের জন্য মানবিক সহায়তা বৃদ্ধি তাঁদের কষ্ট কিছুটা লাঘব করবে এবং স্থায়ী শান্তির পথে অগ্রসর হতে সাহায্য করবে, আমরা সেই আশাই করি।’
পাকিস্তান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক্সে লেখেন, এ চুক্তি গাজার জনগণের দুর্ভোগের অবসান ঘটানো এবং ন্যায়সঙ্গত ও টেকসই শান্তির পথে অগ্রসর হওয়ার এক ঐতিহাসিক সুযোগ।
শাহবাজ চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করে বলেন, সংলাপ ও আলোচনার পুরো প্রক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব তাঁর বিশ্বশান্তির প্রতি অবিচল অঙ্গীকারের প্রতিফলন।
শাহবাজ কাতার, মিসর ও তুরস্কের মধ্যস্থতাকারী ভূমিকারও প্রশংসা করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সবচেয়ে বড় কথা, আমরা শ্রদ্ধা জানাই ফিলিস্তিনি জনগণের ধৈর্য ও সহনশীলতাকে। তাঁরা অকল্পনীয় কষ্ট সহ্য করেছেন, যার আর কখনো পুনরাবৃত্তি হওয়া উচিত নয়।’
আরও পড়ুনযুদ্ধবিরতির পর গাজার ভবিষ্যৎ কী হবে, কতটা চ্যালেঞ্জ সামনে২ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইসর য় ল ফ ল স ত ন র আহ ব ন জ ন ন শ ন ত র পথ র ও ত রস ক প রথম ধ প আরও বল ন রস ক র প র জন ত ক ত রস ক র দ ই বছর ম নব ক কর ছ ন র জন য য ক তর অবদ ন
এছাড়াও পড়ুন:
এবারও কি হযবরল বিপিএলই হবে
শুরু থেকেই বিতর্ক সওয়ার হয়ে থাকায় বিপিএলের স্লোগান হতে পারে—‘জন্ম থেকে জ্বলছি’। এবারও তার ব্যতিক্রম না হওয়ারই শঙ্কা। ৩০ নভেম্বর খেলোয়াড় নিলাম, তার চার দিন আগেও বিপিএল গভর্নিং কাউন্সিল ফ্র্যাঞ্চাইজি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে। দ্বিধাদ্বন্দ্ব থাকবে নাই–বা কেন!
গভর্নিং কাউন্সিলের শর্ত পূরণ করে যে আজ পর্যন্ত টাকাপয়সার নিশ্চয়তাই পুরোপুরি দিতে পারেনি ফ্র্যাঞ্চাইজিগুলো। টুর্নামেন্ট শুরুর আগে তাই খোদ গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইফতেখার রহমান বলতে বাধ্য হচ্ছেন, ‘আমরা ফায়ার ফাইট করছি।’
বিপিএলের দ্বাদশ আসর শুরু হবে ১৯ ডিসেম্বর। এবার শুরুতে খেলা হবে সিলেটে। তার আগে ১৭ ডিসেম্বর ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন ইফতেখার। তবে মিনিট চল্লিশেকের সেই প্রশ্নোত্তর পর্বে পরিষ্কার হয়েছে, বিপিএল নিয়ে অনেক প্রশ্নের উত্তর তাঁর নিজের কাছেই নেই। ক্ষেত্রবিশেষে তিনি তা স্বীকারও করেছেন। শেষে এমন প্রশ্নও উঠেছে—এ রকম হযবরল অবস্থায় টুর্নামেন্ট আয়োজন ঝুঁকিপূর্ণ কি না? ইফতেখার অকপটে বলেছেন, ‘আমি আপনার প্রশ্নের সঙ্গে সহমত পোষণ করি।’
২০১২ সাল থেকে বোর্ডের অধীন যখন বিপিএল হয়েছে, প্রায়ই দেখা গেছে, বিসিবি কঠোর সিদ্ধান্তে অটল থাকতে পারে না। আর্থিক ক্ষতির ঝুঁকি থাকলেও ফিক্সিংয়ের বিষবাষ্প ছড়ানোর আশঙ্কা থাকলেও স্পর্শকাতর জায়গাগুলোতেও ছাড় দিয়েছে বোর্ড। এবারও একই লক্ষণ।
পাঁচটি ফ্র্যাঞ্চাইজির নাম আগেই ঘোষণা হয়েছিল। পরে সময় পেরিয়ে নেওয়া হলো নোয়াখালী এক্সপ্রেস নামের ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি। ইফতেখার জানিয়েছেন, কোয়াবের অনুরোধে আরও বেশি ক্রিকেটারকে সুযোগ দিতেই একটি ফ্র্যাঞ্চাইজি বাড়ানো হয়েছে। কিন্তু তিনিই আবার বলছেন, নবাগত নোয়াখালী এক্সপ্রেসসহ দু-তিনটি ফ্র্যাঞ্চাইজি এখনো বিসিবির সব আর্থিক শর্ত পূরণ করেনি।
শর্ত অনুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে এই মৌসুমে ২ কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি ছাড়াও ১০ কোটি টাকা করে ব্যাংক গ্যারান্টি দিতে হবে। উদ্দেশ্য, কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের টাকা না দিলে যেন সেখান থেকে বিসিবি তা নিশ্চিত করতে পারে।
আরও পড়ুনফ্র্যাঞ্চাইজি সংকটে পিছিয়ে গেল বিপিএল নিলামের তারিখ১৯ নভেম্বর ২০২৫কিন্তু সূত্র বলছে, এখন পর্যন্ত কোনো ফ্র্যাঞ্চাইজিই ব্যাংক গ্যারান্টি দেয়নি। কেউ নগদ চেক দিয়েছে, কেউ পে-অর্ডার, কেউ দিয়েছে আংশিক। গভর্নিং কাউন্সিলও যা পাচ্ছে, তা–ই নিচ্ছে। কেন নিচ্ছে? ইফতেখার ব্যাখ্যা দিয়েছেন, দেশের ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতিতে ফ্র্যাঞ্চাইজিগুলো ব্যাংক গ্যারান্টি দিতে পারছে না। তাহলে প্রশ্ন, বিসিবি এমন শর্তই–বা দিল কেন, যা মানা যাবে না বলে তারা নিজেরাই জানে!
বিপিএলের সব ক্ষেত্রে বরাবরই বিশ্বাসের অভাব, এবারও সেই ধারা অব্যাহত। টাকাপয়সার ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিদের ওপর আস্থা দেখাতে পারেননি ইফতেখার। তাই জানিয়ে রেখেছেন, কোনো ফ্র্যাঞ্চাইজি সময়মতো (সময়টা কখন শেষ হবে, তা অবশ্য বলেননি) সব টাকা না দিলে ৩০ নভেম্বর তাদের নিলামের টেবিলে বসতে দেওয়া হবে না।
তাহলে কি দল কমে যাবে? না, গভর্নিং কাউন্সিল নাকি বিকল্পও ভেবে রেখেছে। মালিক না পাওয়া দল হলে চালাবে বিসিবি নিজেই। আরও বিস্ময়কর তথ্য—৬টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে ২ থেকে ৩টির দায়িত্ব নেওয়ার মতো প্রস্তুতিও নাকি রাখা আছে বিসিবির!
আরও পড়ুনতড়িঘড়ির বিপিএলে আবারও বিপদের শঙ্কা০৭ নভেম্বর ২০২৫আগের মতো ইফতেখার আজও বলেছেন, ভালো প্রতিষ্ঠানকে ফ্র্যাঞ্চাইজি দিতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের আর্থিক অবস্থা যাচাই করা হয়েছে। কেউ ফিক্সিং বা অন্য কোনো কারণে সন্দেহভাজন কি না, তা যাচাই করতে আইসিসি ও দেশের বিভিন্ন সংস্থার কাছ থেকেও খোঁজখবর নেওয়া হয়েছে। সবাই নাকি সব দিক দিয়ে ‘ক্লিয়ার’।কিন্তু আর্থিক অবস্থা এত ভালো হলে বিসিবির শর্ত তারা মানতে পারছে না কেন? ‘যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে’ খোঁজ নিয়ে লাভই-বা হলো কী!
ইফতেখারের কথায় অসহায়ত্ব, ‘আমাদের যেসব কাগজপত্র দেওয়া হয়েছে, সেখানে তো সব ঠিক আছে...।’
গত বিপিএলে ওঠা ফিক্সিংয়ের অভিযোগ তদন্ত করে বিসিবি গঠিত স্বাধীন তদন্ত কমিটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে। নির্দোষ প্রমাণিত হওয়ার আগপর্যন্ত সন্দেহভাজন খেলোয়াড়-কর্মকর্তাদের খেলা থেকে দূরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে।
কিন্তু বিসিবি সেই পরামর্শও মানছে না। অভিযুক্তরা থাকছেন এবারের বিপিএলেও, যাতে মনে হতে বাধ্য—বিপিএলে দুর্নীতিকে উৎসাহিত করা হচ্ছে। এ নিয়ে জানতে চাইলে ইফতেখার অবশ্য ‘বিষয়টি সম্পর্কে আমার পরিষ্কার ধারণা নেই’ বলে হাতই গুটিয়ে নিলেন।
আরও পড়ুনবিপিএলের নিলাম হবে কীভাবে, কীভাবে বাড়বে ক্রিকেটারদের দাম১১ নভেম্বর ২০২৫