অনলাইনে ইলিশ বিক্রির নিবন্ধন সনদ পেয়েছে চাঁদপুরের সাতটি প্রতিষ্ঠান। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানগুলোর মালিকদের হাতে নিবন্ধন সনদ তুলে দেন।

নিবন্ধন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো ‘ইলিশ ভাইয়া চাঁদপুর’, ‘মাছ পল্লী’, ‘একিন শপ’, ‘তাজা ইলিশ.কম’, ‘ইলিশ রানী’, ‘রুপালী বাজার’, ‘সজীব ইলিশের বাজার, চাঁদপুর’(ফেসবুক পেজের নাম অনুযায়ী)।

আরও পড়ুনইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, ফিরে গেল আভিযানিক দল০৮ অক্টোবর ২০২৫

প্রতারণা ঠেকাতে এই নিবন্ধন দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। তিনি বলেন, ৪৪ জন আবেদন জানিয়েছিলেন। যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে সাতজন ব্যবসায়ীকে নিবন্ধন দেওয়া হয়েছে। এ ধরনের নিবন্ধন প্রতিবছর দেওয়া হবে। নিবন্ধনের জন্য আপাতত কোনো টাকা নেওয়া হয়নি। পরে এক থেকে দুই বছরের জন্য নবায়নপদ্ধতি চালু করা হতে পারে। আবার নতুন করে নিবন্ধন দিলে তখনো টাকা নেওয়া হবে না। এগুলোর মধ্যে কেউ যদি ব্যবসা বন্ধ রাখেন, তাঁর নিবন্ধন বাতিল করা হবে। মূলত, ইলিশ নিয়ে চাঁদপুরের যে ঐতিহ্য, সেটি সমুন্নত রাখা দরকার।

আরও পড়ুনচাঁদপুর ঘাট ভরা ছোট ইলিশে, বড় ইলিশের কেজি ২ হাজার টাকা৩০ সেপ্টেম্বর ২০২৪

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিবন্ধিত ব্যবসায়ীদের তালিকা জেলা প্রশাসকের ওয়েবসাইটে দেওয়া হবে। এতে করে বাকি যাঁরা আছেন, তাঁরাও নিবন্ধিত হওয়ার জন্য আগ্রহী হবেন। আর যাঁরা বাইরে থেকে প্রতারণা করছেন, তাঁরা এ ধরনের কাজ থেকে বিরত থাকবেন। এ বিষয়ে প্রচার চালানো হবে।

জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুর রকিব, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামিউল হিকমাসহ সরকারি অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবস

এছাড়াও পড়ুন:

নির্বাচনকে প্রলম্বিত করতে পিআর পদ্ধতির দাবি তোলা হচ্ছে: এ জেড এম জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালুর কোনো পরিবেশ নেই। এক শ্রেণির লোক নির্বাচনকে প্রলম্বিত করতে এ পদ্ধতির দাবি তুলছেন।

আজ শুক্রবার বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত জেলা বিএনপির সদ্য প্রয়াত সদস্যসচিব আনিছুর রহমানের শোকসভা ও দোয়া মাহফিল শেষে এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ কথা বলেন।

যাঁরা জনগণের কথা বলে এই পদ্ধতির দাবিতে মাঠে নেমেছেন, তাঁদের নির্বাচিত হয়ে সংসদে গিয়ে পিআর বাস্তবায়ন করার আহ্বান জানান জাহিদ হোসেন। তিনি বলেন, পিআর নয়, দেশের বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি। প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়েছেন, সে অনুযায়ী আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করবে।

শোকসভায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, বিএনপির প্রতীক নিয়ে এক শ্রেণির লোক প্রশ্ন তুলছেন, যা অযৌক্তিক। তিনি বলেন, আগামী নির্বাচনের আগে দেশে ফিরে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে শোকসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

বক্তারা আনিছুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান গত বুধবার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

সম্পর্কিত নিবন্ধ