নীল সমুদ্রে চুম্বনে মগ্ন কেটি পেরি-জাস্টিন ট্রুডো
Published: 12th, October 2025 GMT
নীল সমুদ্রে ভাসছে বিলাসবহুল ইয়ট। হলিউডের ৪০ বছর বয়সি আলোচিত গায়িকা কেটি পেরির নিজস্ব ইয়ট এটি। ইয়ট কারাভেলের ডেকে কালো সুইম স্যুট পরে দাঁড়িয়ে আছেন কেটি পেরি। তাকে জড়িয়ে ধরে চুম্বনরত ৫৩ বছর বয়েসি কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শার্টবিহীন ট্রুডোর পরনে শুধু জিনস। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক স্থিরচিত্রে এমন দৃশ্য দেখা যায়।
জাস্টিন ট্রুডো আর গায়িকা কেটি পেরি প্রেম করছেন, এ খবর সবারই জানা। গত কয়েক মাসে তাদের নানা জায়গায় রোমান্টিক মুডে দেখা গেছে। এবার তাদের পাওয়া গেল একটি ইয়টে। এসব ছবি প্রথমে ফাঁস করে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইল। তারপর সোশ্যল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এসব ছবি।
আরো পড়ুন:
সংসার ভাঙার কারণে স্বামীকে ১১ মিলিয়ন ডলার দিতে হবে অভিনেত্রীর?
ভেঙে গেল নিকোল কিডম্যানের ১৯ বছরের সংসার
ডেইলি মেইল জানিয়েছে, ছবিগুলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এক পর্যটকের ক্যামেরায় ধরা পড়েন কেটি পেরি-ট্রুডো।
একজন প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমটিকে বলেন, “তারা একটি পর্যটক নৌকার কাছে এসে থামেন। এরপর হঠাৎই একে অপরকে চুম্বন করতে শুরু করেন। প্রথমে বুঝতে পারিনি, পরে ট্রুডোর হাতে থাকা ট্যাটুটি দেখে চিনে ফেলি।”
গত জুলাইয়ে কেটি পেরি আর ট্রুডোর প্রেমের গুঞ্জন প্রথম চাউর হয়। তাদেরকে মন্ট্রিয়লের একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেতে দেখা যায়। এর কিছুদিন পরই তারা একসঙ্গে মাউন্ট রয়্যাল পার্কে হাঁটতে বের হন। ট্রুডোকে পরবর্তীতে কেটি পেরির কানাডায় অনুষ্ঠিত ‘লাইফটাইমস’ ট্যুর-এর দর্শক সারিতেও দেখা গেছে। যদিও এ সম্পর্ক নিয়ে এখনো টুঁ-শব্দ করেননি জাস্টিন ট্রুডো কিংবা কেটি পেরি।
অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন কেটি পেরি। গত জুন মাসে দীর্ঘ নয় বছরের সম্পর্কের ইতি টানেন তারা। এ সম্পর্কে তাদের ডেইজি ডাভ (৫) নামে একটি কন্যাসন্তান রয়েছে।
অন্যদিকে, দুই বছরে আগে স্ত্রী সোফির সঙ্গে ট্রুডোর বিবাহবিচ্ছেদ ঘটে। এ সংসারে তাদের জেভিয়ার (১৭), এলা-গ্রেস (১৬) ও হ্যাড্রিয়েন (১১) নামে তিনটি সন্তান রয়েছে।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
দেশের বাজারে শক্তিশালী প্রসেসরে চলা নতুন ল্যাপটপ
দেশের বাজারে ইন্টেলের কোর আলট্রা ৯ অ্যারো লেক প্রসেসরে চলা লেনোভোর নতুন মডেলের ল্যাপটপ এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ‘আইডিয়া প্যাড প্রো ৫আই’ মডেলের ল্যাপটপটিতে শক্তিশালী প্রসেসরের সঙ্গে ৩২ গিগাবাইট র্যাম থাকায় একই সঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ ইঞ্চি পর্দার ল্যাপটপটিতে ২.৮ কে ওলইডি প্রযুক্তি থাকায় উন্নত রেজল্যুশনের গেম খেলার পাশাপাশি ভালো মানের ভিডিও সম্পাদনা করা যায়। ওয়াই-ফাই ৭ প্রযুক্তিনির্ভর ল্যাপটপটিতে ডলবি স্পিকারও রয়েছে। ফলে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি স্বচ্ছন্দে গান শোনা যায়।
উইন্ডোজ ১১ প্রো অপারেটিং সিস্টেমে চলা মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ড-৮১০ প্রযুক্তির ল্যাপটপটি ধুলারোধী হওয়ায় সহজে ময়লা হয় না। দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির দাম ১ লাখ ৭৫ হাজার টাকা।