ব্যবহারকারীদের দৈনন্দিন বিভিন্ন কাজ সহজ করতে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ডিজিটাল সহকারী কোপাইলটে একাধিক নতুন সুবিধা যুক্ত করেছে মাইক্রোসফট। নতুন সুবিধাগুলো চালুর ফলে কাজের ধরন পর্যালোচনা করে মাইক্রোসফট অফিসে নতুন ফাইল তৈরির পাশাপাশি ব্যবহারকারীর আউটলুক ও জিমেইল অ্যাকাউন্টের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে বিভিন্ন তথ্য জানাবে কোপাইলট। পাশাপাশি গুগল ক্যালেন্ডার ও গুগল ড্রাইভের মতো তৃতীয় পক্ষের সেবার সঙ্গেও সংযোগ স্থাপন করা যাবে।

মাইক্রোসফট জানিয়েছে, কোপাইলট অন উইন্ডোজের ১.

২৫০৯৫.১৬১.০ বা তার পরের সংস্করণ থাকা কম্পিউটারে নতুন সুবিধাগুলো ব্যবহার করা যাবে। আপডেট ইনস্টল করার পর ব্যবহারকারীরা নিজেদের গুগল ও মাইক্রোসফট অ্যাকাউন্ট কোপাইলটের সঙ্গে যুক্ত করতে পারবেন। এরপর কোপাইলটকে নির্দেশ দিয়ে ই-মেইল, ফাইল ও ক্যালেন্ডার থেকে তথ্য অনুসন্ধান, সংক্ষেপে উপস্থাপন বা বিশ্লেষণ করা যাবে। তবে এই সংযোগ বা ‘কানেক্টর’ সুবিধাটি ব্যবহারকারীর অনুমতি ছাড়া সক্রিয় হবে না। আর তাই কোপাইলট অ্যাপের সেটিংস মেনুতে প্রবেশ করে কানেক্টরস বিভাগ থেকে ব্যবহারকারীদের সংযোগগুলো সক্রিয় করতে হবে।

মাইক্রোসফট জানিয়েছে, ব্যবহারকারীরা চাইলে কোপাইলটের সঙ্গে মাইক্রোসফটের নিজস্ব অ্যাকাউন্ট ছাড়াও তৃতীয় পক্ষের সেবাগুলো যুক্ত করতে পারবেন। অ্যাপের সেটিংস মেনু থেকে ওয়ানড্রাইভ, আউটলুক, গুগল ড্রাইভ, জিমেইল, গুগল ক্যালেন্ডার বা গুগল কন্ট্যাক্টস সক্রিয় করলেই সুবিধাগুলো ব্যবহার করা যাবে।

নতুন সংস্করণের কোপাইলট ব্যবহারকারীদের নির্দেশ অনুযায়ী সরাসরি অফিস ডকুমেন্ট তৈরি ও সংরক্ষণ করতে পারবে। কোনো উত্তরের দৈর্ঘ্য ৬০০ অক্ষরের বেশি হলে সেখানে স্বয়ংক্রিয়ভাবে একটি ‘এক্সপোর্ট’ বোতাম দেখা যাবে, যার মাধ্যমে নতুন ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল বা পিডিএফ ফাইল সংরক্ষণ করা যাবে। পর্যায়ক্রমে উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামের সব ব্যবহারকারীর জন্য সুবিধাগুলো উন্মুক্ত করা হবে।
সূত্র: ব্লিপিং কম্পিউটার

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র ক প ইলট নত ন স ক ত কর

এছাড়াও পড়ুন:

বিজয় সরণিতে সুজুকির ফ্ল্যাগশিপ শাখা চালু

রাজধানীর বিজয় সরণিতে সুজুকির নতুন ফ্ল্যাগশিপ শাখা বা আউটলেট চালু করেছে র‍্যানকন মোটরবাইকস লিমিটেড। আজ রোববার চালু হওয়া সুজুকি মোটরবাইকস নামের আউটলেটটিতে সুজুকির তৈরি সর্বশেষ মডেলের প্রিমিয়াম মোটরসাইকেল কেনা যাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যানকন মোটরবাইকস লিমিটেড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আউটলেটটি সুজুকি বাংলাদেশের দেশব্যাপী শক্তিশালী রিটেইল নেটওয়ার্ক গড়ে তোলার প্রচেষ্টার অংশ। এর মাধ্যমে সুজুকির উন্নত গ্রাহকসেবা পাওয়ার পাশাপাশি বিশ্বমানের মোটরসাইকেল এক ছাদের নিচে কেনা যাবে।

ফ্ল্যাগশিপ আউটলেটটিতে সুজুকির জনপ্রিয় মোটরসাইকেল মডেলগুলোর পাশাপাশি নতুন প্রযুক্তিনির্ভর মোটরসাইকেলও প্রদর্শন করা হবে। শুধু তা–ই নয়, রাইডিং গিয়ার, ব্র্যান্ডেড অ্যাপারেল এবং প্রিমিয়াম হেলমেট কেনা যাবে, ফলে মোটরসাইকেলপ্রেমীরা সহজেই নিজেদের লাইফস্টাইল উন্নত করতে পারবেন।

সম্পর্কিত নিবন্ধ

  • বিজয় সরণিতে সুজুকির ফ্ল্যাগশিপ শাখা চালু