আইওএস ২৬ নামিয়ে বিপাকে পুরোনো আইফোন ব্যবহারকারীরা
Published: 15th, October 2025 GMT
অ্যাপলের নতুন আইওএস ২৬ অপারেটিং সিস্টেম নামিয়ে বিপাকে পড়েছেন পুরোনো আইফোন ব্যবহারকারীরা। নতুন সংস্করণের অপারেটিং সিস্টেম ব্যবহারের পর থেকেই আইফোন চার্জ দেওয়ার সময় ‘স্লো চার্জার’ লেখা বার্তা দেখা যাচ্ছে। এ নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন কেউ কেউ। তবে প্রযুক্তিবিশেষজ্ঞরা জানিয়েছেন, এই বার্তা দিয়ে ব্যবহারকারীদের জানানো হচ্ছে, তাঁদের ব্যবহার করা পুরোনো চার্জারটি পর্যাপ্ত গতিতে বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না। এর ফলে আইওএস ২৬ অপারেটিং সিস্টেমে চলা আইফোনের পূর্ণ চার্জিং সক্ষমতা ব্যবহার হচ্ছে না। আইফোনে দ্রুত চার্জিং সুবিধা পেতে হলে ব্যবহারকারীদের অধিক ক্ষমতাসম্পন্ন নতুন চার্জার ব্যবহার করতে হবে।
পুরোনো আইফোন ব্যবহারকারীদের অনেকে এখনো আগের চার্জারই ব্যবহার করেন। কিন্তু অ্যাপলের দ্রুত চার্জিং সুবিধা পুরোপুরি কাজে লাগাতে শক্তিশালী অ্যাডাপ্টর বা ওয়্যারলেস চার্জিং প্যাড ব্যবহার করতে হয়। বর্তমানে আইফোনের হালনাগাদ মডেলগুলো সর্বোচ্চ ৩০ ওয়াট গতিতে চার্জ করা যায়। তবে ধীরগতির অ্যাডাপ্টর বা ওয়্যারলেস চার্জিং প্যাড ব্যবহার করলে চার্জের গতি কমে যায়। আর তাই এই সতর্কবার্তা পাঠানোর মাধ্যমে পুরোনো আইফোন ব্যবহারকারীদের নতুন অ্যাডাপ্টর বা ওয়্যারলেস চার্জিং প্যাড ব্যবহারের কথা মনে করিয়ে দিচ্ছে অ্যাপল।
প্রযুক্তিবিশ্লেষকদের মতে, এই সতর্কবার্তা আইফোনের কোনো ত্রুটির ইঙ্গিত নয়। এটি অ্যাডাপ্টার বা ওয়্যারলেস চার্জিং প্যাডের চার্জিং গতির তথ্য জানায় মাত্র। তবে এখনকার ব্যবহারকারীরা দ্রুত চার্জিং সুবিধা চান, যেখানে আধা ঘণ্টার মধ্যেই ফোন পুরোপুরি চার্জ হয়ে যায়। এ ক্ষেত্রে অ্যাপল এখনো অন্যান্য ফোন নির্মাতাদের তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছে।
প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর আইওএস ২৬ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করে অ্যাপল। তবে আইওএস ২৬ নামানোর পর আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া নিয়ে অভিযোগ করেছিলেন অনেক ব্যবহারকারী। সে সময় অ্যাপল জানিয়েছিল, ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া সাময়িক সমস্যা। বড় ধরনের আপডেটের পর আইফোনের ব্যাকগ্রাউন্ডে ডেটা ইনডেক্স করার পাশাপাশি নতুন ফাইল ডাউনলোডসহ অ্যাপ হালনাগাদের মতো বিভিন্ন কাজ চলতে থাকে। এসব কারণে কিছু সময়ের জন্য ব্যাটারির স্থায়িত্ব ও কর্মক্ষমতায় প্রভাব পড়তে পারে।
সূত্র: নিউজ ১৮
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র কর আইফ ন র অ য পল
এছাড়াও পড়ুন:
ফেসবুক অ্যাপ চালুর সময় আপনি কি উইন্টার থিম লোগো দেখেছেন
কয়েক দিন ধরেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে রয়েছে ফেসবুক। তবে এবারের আলোচনার বিষয় ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বা প্রতিষ্ঠানটির চালু করা নতুন কোনো ফিচার নয়। ফেসবুক অ্যাপ চালুর সময় ভেসে ওঠা ভিন্ন লোগো নিয়েই চলছে আলোচনা। ‘উইন্টার স্নো’ থিমের নতুন লোগো ফেসবুক অ্যাপ চালুর সময় সংক্ষিপ্ত সময়ের জন্য দেখা যাচ্ছে। আর তাই ফেসবুকের লোগো পরিবর্তন করা হয়েছে কি না, তা নিয়ে অনলাইনে চলছে তুমুল আলোচনা।
স্মার্টফোনে ফেসবুক অ্যাপের মূল পেজ খোলার ঠিক আগমুহূর্তে বা ‘লঞ্চ স্ক্রিনে’ চিরাচরিত নীল-সাদা লোগোর বদলে ভেসে উঠছে তুষারাবৃত হালকা নীল রঙের ফেসবুক লোগো। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় অপারেটিং সিস্টেমেই লোগোটি দেখা যাচ্ছে। শীতের মৌসুম শুরু হওয়ায় অনেকেই ধারণা করছেন, শীতকালীন আবহ বা বিশেষ কোনো ‘থিম’ হিসেবে ফেসবুক এই পরিবর্তন এনেছে। তবে এটি সাময়িক কোনো নকশা না কারিগরি ত্রুটি, তা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে।
আইফোনে ফেসবুক ব্যবহারকারী সাদিক ইভান বেশ কয়েক দিন ধরেই উইন্টার থিম লোগোটি দেখছেন। প্রথমে অবশ্য তিনি ভেবেছিলেন, তাঁর স্মার্টফোনের রেজল্যুশনের সমস্যার কারণে লোগোটি ভিন্ন দেখাচ্ছে। পরে অন্যদের সঙ্গে কথা বলে জানতে পারেন এমন অভিজ্ঞতা প্রায় সবারই হচ্ছে। একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন অ্যান্ড্রয়েডে ফেসবুক ব্যবহারকারী সৈয়দা মৌ জান্নাত। লোগোটি দেখে প্রথমে নিজের স্মার্টফোনে কোনো ত্রুটি হয়েছে বলে ভেবেছিলেন তিনি।
আরও পড়ুনফেসবুক অ্যাপ কাজ না করার কারণ কী, সমাধানে যা করতে হবে১২ মার্চ ২০২৪জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে একজন লিখেছেন, ‘ফেসবুক অ্যাপ এখন স্নো গ্লোবের মতো। আইওএসে তাই দেখাচ্ছে।’ সেখানে একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন ‘অ্যান্ড্রয়েডেও তা–ই।’ বিশ্বের বিভিন্ন দেশে ফেসবুকের ভিন্ন লোগো দেখা গেলেও এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।
প্রসঙ্গত, ২০১৫ সালে প্রথমবারের মতো নিজেদের লোগো পরিবর্তন করে ফেসবুক। তখন ফেসবুকের প্রথম অক্ষর ‘এফ’ ছাড়া অন্য সব কটি অক্ষরের নকশায় পরিবর্তন আনা হয়।