রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচার শেষ, অপেক্ষা ভোটের
Published: 15th, October 2025 GMT
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচার উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত এই প্রচার চলে। এই নির্বাচন ঘিরে ক্যাম্পাস ও আশপাশের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। নির্বাচন কমিশনও তাদের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে।
গতকাল প্রচারের শেষ দিনে সকালেই প্রার্থীরা ছুটে গেছেন ভোটারদের কাছে। এ সময় তাঁদের অনেক সমর্থকও প্রচারে অংশ নেন। প্রার্থীরা উৎসবের আমেজের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে আশাবাদী বলে জানিয়েছেন। কয়েক দফায় তারিখ বদলের পর অবশেষে নির্বাচন হতে যাওয়ায় শিক্ষার্থীদের মধ্যেও রয়েছে উচ্ছ্বাস।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রার্থী ও ভোটারদের মধ্যে যে উচ্ছ্বাস তৈরি হয়েছে, এ জন্য আমরা খুবই আনন্দিত। নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। এখন আমরা শুভক্ষণের (আগামীকাল বৃহস্পতিবার) জন্য অপেক্ষা করছি।’
প্রচারণার ফাঁকে কুশল বিনিময় করেন ছাত্রশিবির মনোনীত ভিপি প্রার্থী ও ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী। গতকাল পরিবহন মার্কেট এলাকায়.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘চাঁদা না দেওয়ায়’ রাস্তা বন্ধ করলেন বিএনপির দুই নেতা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় চার লাখ টাকা চাঁদা না দেওয়ায় চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে মানববন্ধনও হয়।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন মো. নুরুজ্জামান বেপারী ও আশিকুর রহমান। তাঁদের বাড়ি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সারপাড় গ্রামে। নুরুজ্জামান বেপারী নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং আশিকুর রহমান উপজেলা স্বেচ্ছাসেবক দলের কার্যকরী কমিটির সদস্য। লিখিত অভিযোগকারী স্বপন প্রধানের বাড়িও একই গ্রামে।
লিখিত অভিযোগে স্বপন প্রধান বলেন, ১৫ বছর ধরে নারায়ণপুর থেকে সারপাড় গ্রাম পর্যন্ত কাঁচা রাস্তা দিয়ে আশপাশের গ্রামের মানুষ যাতায়াত করেন। গত শনিবার নুরুজ্জামান ও আশিকুর তাঁর গ্রামের মুন্সী বাড়ি ও প্রধানীয়া বাড়ির লোকজনকে ডেকে চার লাখ টাকা চাঁদা দাবি করেন। এতে অপারগতা জানালে ওই দুই নেতা নারায়ণপুর-সারপাড় সড়কে বাঁশের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেন। এতে স্থানীয় লোকজন উপজেলা সদর ও আশপাশের এলাকায় যেতে পারছেন না। রাস্তার বেড়া সরাতে বললে হুমকিও দেওয়া হয়।
রাস্তা বন্ধ করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন। গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার সারপাড় গ্রামে