রাশিয়ার পাসপোর্ট রাখার অভিযোগে ইউক্রেনের ওডেসা শহরের মেয়র হেন্নাদি ত্রুখানভের নাগরিকত্ব বাতিল করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই সিদ্ধান্তের ফলে ত্রুখানভকে দেশ থেকে নির্বাসিত করা হতে পারে। 

বুধবার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। 

আরো পড়ুন:

রাশিয়ার সাবমেরিনকে ‘ল্যাংড়া’ বলে ন্যাটো প্রধানের ব্যাঙ্গ

রা‌শিয়ায় যু‌দ্ধে নিহত রাজবাড়ীর নজরুল, প‌রিবার জান‌ল ৭ মাস পর

প্রতিবেদনে বলা হয়, কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত ইউক্রেনের বৃহত্তম বন্দর শহর ওডসা পরিচালনার জন্য সামরিক প্রশাসন নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ওডেসার জনসংখ্যা প্রায় ১০ লাখ।

ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ মঙ্গলবার (১৪ অক্টোবর) টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্টের স্বাক্ষরিত একটি ডিক্রির মাধ্যমে ওডেসার মেয়র হেন্নাদি ত্রুখানভের নাগরিকত্ব স্থগিত করা হয়েছে।”

এসবিইউ ওডেসার মেয়রের বিরুদ্ধে ‘আগ্রাসী দেশের বৈধ আন্তর্জাতিক পাসপোর্ট রাখার’ অভিযোগ করেছে। 

মস্কো ২০২২ সালে ইউক্রেনে পূর্ণাঙ্গ আগ্রাসন চালানোর কারণে ইউক্রেনের আইনে রাশিয়ার নাগরিকত্ব রাখা নিষিদ্ধ করা হয়েছে। ত্রুখানভের নাগরিকত্ব বাতিল করায় তাকে দেশ থেকে বহিষ্কার করা হতে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে জানান, তিনি এসবিইউ-এর প্রধানের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন। বৈঠকে সীমান্ত ও দক্ষিণাঞ্চলে রুশ গুপ্তচর চক্র ও সহযোগীদের কার্যক্রম প্রতিরোধে গৃহীত পদক্ষেপ নিয়ে তাকে অবহিত করা হয়। 

জেলেনস্কি বলেন, এসবিইউ প্রধান নিশ্চিত করেছেন- কিছু ব্যক্তির রাশিয়ান নাগরিকত্ব রয়েছে, তাদের বিষয়ে প্রাসঙ্গিক সিদ্ধান্ত প্রস্তুত করা হয়েছে। তাই আমি ডিক্রিতে স্বাক্ষর করেছি।”

ইউক্রেনের প্রেসিডেন্ট আরো বলেন, “ওডেসার অনেক নিরাপত্তা সমস্যা অনেক দিন ধরেই উত্তরহীন রয়ে গেছে।” তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেলেনস্কি প্রকাশ করেননি। 

তবে অভিযোগ অস্বীকার করেছেন সাবেক সংসদ সদস্য ও ২০১৪ সাল থেকে ওডেসার মেয়র হিসেবে দায়িত্ব পালনকারী ত্রুখানভ। টেলিগ্রামে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি কখনও রাশিয়ান পাসপোর্ট পাইনি। আমি ইউক্রেনের নাগরিক।” 

ত্রুখানভ জানান, তিনি যতদিন সম্ভব ‘নির্বাচিত মেয়রের দায়িত্ব পালন চালিয়ে যাবেন’ এবং মামলাটি তিনি আদালতে নিয়ে যাবেন।

তার রাশিয়ান পাসপোর্টের ছবি ইউক্রেনের সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে।

একসময় রাশিয়াপন্থি রাজনীতিবিদ হিসেবে পরিচিত ত্রুখানভ ২০২২ সালে রাশিয়ার ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণের পর তার অবস্থান পরিবর্তন করেন। তিনি ওডেসা শহরকে রক্ষা এবং ইউক্রেনীয় সেনাবাহিনীকে সহায়তা করার পাশাপাশি প্রকাশ্যে মস্কোর সমালোচনা করেন।

সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, জেলেনস্কি আরো দুই ব্যক্তির ইউক্রেনীয় নাগরিকত্ব বাতিল করেছেন। স্থানীয় সংবাদমাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের তথ্যানুসারে, তারা হলেন- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সমর্থক ও ব্যালে নৃত্যশিল্পী সের্গেই পোলুনিন এবং সাবেক ইউক্রেনীয় রাজনীতিক ওলেগ স্যারিওভ।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন ইউক র ন র কর ছ ন

এছাড়াও পড়ুন:

আহ্‌ছানিয়া মিশন মেডিকেল কলেজে নিয়োগ

আহ্‌ছানিয়া মিশন মেডিকেল কলেজে উপাধ্যাক্ষসহ ১০ ক্যাটাগরির পদে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে পদসংখ্যা উল্লেখ করা হয়নি। আবেদনের শেষ সময় ১০ ডিসেম্বর ২০২৫।

পদের নাম ও বিবরণ
১. অধ্যক্ষ
যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএমঅ্যান্ডডিসি ও প্রাইভেট মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ আইন ২০২২ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
২. উপাধ্যক্ষ
যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএমঅ্যান্ডডিসি ও প্রাইভেট মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ আইন ২০২২ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৩. অধ্যাপক
বিভাগ: অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, মেডিসিন, গাইনি অ্যান্ড অবস, ইএনটি, অ্যানেসথেসিওলজি, নিউরোসার্জারি, প্লাস্টিক সার্জারি, পেডিয়াট্রিক, পেডিয়াট্রিক সার্জারি।
যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএমঅ্যান্ডডিসি ও প্রাইভেট মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ আইন ২০২২ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রকাশনা (প্রযোজ্য ক্ষেত্রে) থাকতে হবে।

আরও পড়ুন৫০তম বিসিএসে প্রিলির নম্বরে এল পরিবর্তন, কমেছে ৩ বিষয়ে, বৃদ্ধি ৩টির৮ ঘণ্টা আগে

৪. সহযোগী অধ্যাপক
বিভাগ: অ্যানাটমি, ফার্মাকোলজি, ফরেনসিক মেডিসিন, মেডিসিন, পেডিয়াট্রিক, ইএনটি, ডারমাটোলজি, অর্থোপেডিকস, রেডিওলজি, সাইকিয়াট্রিকস, ইউরোলজি, নিউরোসার্জারি, প্লাস্টিক সার্জারি, পেডিয়াট্রিক সার্জারি।
যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএমঅ্যান্ডডিসি ও প্রাইভেট মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ আইন ২০২২ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রকাশনা (প্রযোজ্য ক্ষেত্রে) থাকতে হবে।
৫. সহকারী অধ্যাপক
বিভাগ: অ্যানাটমি, কমিউনিটি মেডিসিন, প্যাথলজি, ইএনটি, ইউরোলজি, চক্ষু, সাইকিয়াট্রিকস, রেডিওলজি, অ্যানেসথেসিওলজি, রাড ট্রান্সফিউশন মেডিসিন, নিউরোসার্জারি, প্লাস্টিক সার্জারি, পেডিয়াট্রিক সার্জারি।
যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএমঅ্যান্ডডিসি ও প্রাইভেট মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ আইন ২০২২ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রকাশনা (প্রযোজ্য ক্ষেত্রে) থাকতে হবে।
৬. আরপি/আরএস
বিভাগ: মেডিসিন, সার্জারি, গাইনি অ্যান্ড অবস
যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএমঅ্যান্ডডিসি ও প্রাইভেট মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ আইন ২০২২ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রকাশনা (প্রযোজ্য ক্ষেত্রে) থাকতে হবে।
৭. রেজিস্ট্রার
বিভাগ: চক্ষু, ইএনটি, অর্থোপেডিকস
যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএমঅ্যান্ডডিসি ও প্রাইভেট মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ আইন ২০২২ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রকাশনা (প্রযোজ্য ক্ষেত্রে) থাকতে হবে।

আইটি স্কলারশিপ, ২ লাখ টাকার প্রশিক্ষণ বিনা মূল্যে, কোর্স শেষে চাকরির সুযোগ

৮. সহকারী রেজিস্ট্রার
বিভাগ: মেডিসিন, সার্জারি, চক্ষু, ইএনটি, গাইনি অ্যান্ড অবস।
যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএমঅ্যান্ডডিসি ও প্রাইভেট মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ আইন ২০২২ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রকাশনা (প্রযোজ্য ক্ষেত্রে) থাকতে হবে।
৯. লেকচারার (সব বিভাগ)
যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএমঅ্যান্ডভিসি ও প্রাইভেট মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ আইন ২০২২ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
১০. ল্যাবরেটরি মেডিকেল টেকনোলজিস্ট
বিভাগ: ফিজিওলজি, প্যাথলজি।
যোগ্যতা ও অভিজ্ঞতা: সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি বা ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি পাস থাকতে হবে।

বেতন–ভাতা
আলোচনা সাপেক্ষে

আরও পড়ুনজুডিশিয়াল সার্ভিস কমিশনে বিশাল নিয়োগ, পদ ১১৫২২৩ নভেম্বর ২০২৫আবেদনের নিয়ম

উপরিউক্ত পদগুলোর বিপরীতে আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয়তার সনদসহ ডাকযোগে বা সরাসরি অথবা ই-মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনের ঠিকানা

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), আহ্‌ছানিয়া মিশন মেডিকেল কলেজ, প্লট: ৩, বেড়িবাঁধ–সংলগ্ন, সেক্টর: ১০, উত্তরা, ঢাকা-১২৩০

আবেদনের শেষ তারিখ

১০ ডিসেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আহ্‌ছানিয়া মিশন মেডিকেল কলেজে নিয়োগ
  • চট্টগ্রামে নভেম্বরে ডেঙ্গু সংক্রমণের রেকর্ড, ভোগাবে এ মাসেও
  • বাংলাদেশ একটি ‘দুষ্টচক্রের ত্রিভুজে’ আটকে ছিল: হোসেন জিল্লুর রহমান