ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজে নিয়মিত অনলাইনে বা সরাসরি বৈঠক করেন অনেকে। তবে হঠাৎ কোনো বৈঠক আয়োজন করা হলে ব্যস্ততার কারণে অংশ নেওয়া সম্ভব হয় না। এ সমস্যা সমাধানে বৈঠক আয়োজনের আগেই অংশগ্রহণকারীর সঙ্গে জিমেইলের মাধ্যমে বৈঠকের সম্ভাব্য সময় বা তারিখ নিয়ে আলোচনা করেন কেউ কেউ। ব্যবহারকারীদের বৈঠকের সম্ভাব্য সময় বা তারিখ নির্ধারণ পদ্ধতি আরও সহজ করতে জিমেইলে ‘হেল্প মি শিডিউল’ নামের নতুন এআই সুবিধা যুক্ত করেছে গুগল।
জেমিনি এআই–চালিত নতুন সুবিধাটি ই-মেইল লেখার সময়ই ব্যবহারকারীদের গুগল ক্যালেন্ডার ও ই–মেইলের বিষয়বস্তু বিশ্লেষণ করে বৈঠকের সম্ভাব্য সময় প্রস্তাব করবে। ফলে ব্যবহারকারীরা প্রস্তাবিত একাধিক সময় সরাসরি ই-মেইলের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের পাঠাতে পারবেন। প্রয়োজনে প্রস্তাবিত সময় পরিবর্তন করে নতুন সময়ও নির্ধারণ করা যাবে। বৈঠকের সময়সূচি নির্ধারণের পর স্বয়ংক্রিয়ভাবে আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের ক্যালেন্ডারে বৈঠকের সময়সূচি যুক্ত হয়ে যাবে।
গুগল জানিয়েছে, ই-মেইল লেখার সময় জেমিনি যদি বুঝতে পারে যে ব্যবহারকারী বৈঠক আয়োজন করতে আগ্রহী, তখন হেল্প মি শিডিউল অপশনটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। অপশনটিতে ক্লিক করলে গুগল ক্যালেন্ডারে বৈঠকের সম্ভাব্য সময় দেখা যাবে। যেমন কোনো ব্যক্তি পরের সপ্তাহে বৈঠক করার প্রস্তাব দিলে অপশনটি ওই সময়সীমার মধ্যে ব্যবহারকারীর সুবিধাজনক সময় খুঁজে দেবে। ফলে কাজে ব্যস্ত থাকলেও দ্রুত বৈঠকের সম্ভাব্য সময় নির্ধারণ করা যাবে।
আরও পড়ুনজিমেইল থেকে পাঠানো ই–মেইল ফেরত আনবেন যেভাবে১০ অক্টোবর ২০২৪গুগলের তথ্যমতে, হেল্প মি শিডিউল অপশনটি জিমেইলে যুক্ত হওয়া কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সুবিধাগুলোর মধ্যে অন্যতম। এর আগে জিমেইলে ই-মেইলের সারাংশ দেখার সুবিধা যুক্ত হয়েছে। প্রাথমিকভাবে সুবিধাটি দুজনের মধ্যে বৈঠক নির্ধারণে কাজ করবে। গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের পাশাপাশি গুগল এআই প্রো ও এআই আলট্রা ব্যবহারকারীরা সুবিধাটি ব্যবহার করতে পারবেন।
সূত্র: দ্য ভার্জ
আরও পড়ুনজিমেইল অ্যাকাউন্টের জায়গা খালি করবেন যেভাবে৩০ আগস্ট ২০২৪.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রস ত ব ব যবহ র র সময়
এছাড়াও পড়ুন:
কুকসুর গঠনতন্ত্র প্রণয়নে সময়সীমা বেড়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (কুকসু) গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময় আরো ১০ কর্মদিবস বৃদ্ধি করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন।
আরো পড়ুন:
কুরআন অবমাননার প্রতিবাদে কুবিতে কুরআন বিতরণ
কুবি শিক্ষার্থীকে উত্যক্ত করায় ৫ যুবক আটক
এর আগে, গত ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ১০৬তম সিন্ডিকেট সভায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যদের এই কমিটি গঠন করা হয়েছিল।
ওই কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু সময় পার হয়ে গেলেও প্রতিবেদন জমা দিতে পারেননি কমিটির সদস্যরা।
প্রতিবেদন জমা না দেওয়ার বিষয়ে কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, “ছাত্র সংসদের মতো গুরুত্বপূর্ণ সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন করার জন্য সাত কর্মদিবস যথেষ্ট নয়। আমরা এরই মধ্যে চারদিন কর্মশালার মতো করে বৈঠকে বসেছি। আমরা যেহেতু এটা প্রথম করছি, অনেক বিষয় বিবেচনা করেই করতে হচ্ছে।”
তিনি বলেন, “কমিটির সঙ্গে বৈঠকে বসার পর বুঝতে পারছি, একজন আইনজ্ঞ দরকার। এজন্যই আইন বিভাগের বিভাগীয় প্রধানকে আমরা কমিটিতে অন্তর্ভুক্ত করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক বিল্লাল হোসেন স্যারকেও আমাদের এখানে নিয়ে আসব, যাতে আমাদের গঠনতন্ত্রটা অন্যদের জন্য অনুসরণীয় হয়। এজন্যই আমাদের আরও কিছুদিন সময় দরকার। আমরা উপাচার্য স্যারের কাছে ১০ কর্মদিবস সময় চেয়েছি এবং তিনি সম্মতি দিয়েছেন।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “কমিটিতে আরো দুইজন সদস্য বাড়ানো হয়েছে। তাদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের বাইরের। তিনি এসে কমিটির সঙ্গে বৈঠক করে গঠনতন্ত্র প্রণয়ন করার জন্য কমিটির পক্ষ থেকে আরো ১০ কর্মদিবস সময় চেয়েছেন। আমরা তাদের সময় দিয়েছি।”
ঢাকা/এমদাদুল/মেহেদী