কক্সবাজারের টেকনাফে পাহাড়-সংলগ্ন রঙ্গিখালী এলাকায় দুই অস্ত্রধারী গ্রুপের মধ্যে রাতভর গোলাগুলি হয়েছে। এতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।

বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টার দিকে শুরু হয়ে টানা তিন ঘণ্টা ধরে থেমে থেমে গোলাগুলি চলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী উলুচামারি এলাকায়।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে টেকনাফের হ্নীলা পাহাড়ি অঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র গ্রুপগুলোর মধ্যে বিরোধ চলছে। এসব গ্রুপের মধ্যে আছে মাদক কারবারি, ডাকাত ও অপহরণকারী। ফলে, এলাকাবাসী সব সময় আতঙ্কে দিন কাটাচ্ছেন।

স্থানীয়রা আরো জানান, এসব সশস্ত্র গ্রুপ মাদক, অপহরণ ও ডাকাতিসহ নানা অপকর্মে লিপ্ত। তারা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। কেউ তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পায় না।

উলুচামারির বাসিন্দা জিসান উদ্দিন মিজবাহ বলেছেন, “গভীর রাতে হঠাৎ গুলির শব্দে ঘুম ভেঙে যায়। মনে করেছিলাম, সীমান্ত এলাকায় গুলি চলছে। পরে জানতে পারি, আমাদের গ্রামের দুই বন্দুকধারী বাহিনীর মধ্যে সংঘর্ষ হচ্ছে। দীর্ঘক্ষণ গুলির শব্দ শুনতে পাই।”

স্থানীয় বাসিন্দা শামসুন্নাহার বলেন, “রাতভর গুলির আওয়াজে ঘুমাতে পারিনি। ছেলে-মেয়েরা ভয়ে কেঁপে উঠেছে।”

স্থানীয়দের অভিযোগ, পাহাড়ি এলাকায় ডাকাত ও মাদক কারবারিরা অপরাধ সংঘটনের পর সহজেই পাহাড়ে লুকিয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নজরদারি না থাকায় তাদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে।

উখিয়া-টেকনাফ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান বলেছেন, “গোলাগুলির খবর আমরা পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

ঢাকা/তারেকুর/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এল ক য়

এছাড়াও পড়ুন:

মেহেরপুরে ট্রাক্টরের চাপায় শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মো. শিহাব (৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের মানিকদিয়া কবরস্থান পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিহাব মানিকদিয়া কবরস্থান পাড়ার কৃষক ওসমান গনির ছেলে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত। 

স্থানীয়রা জানিয়েছেন, শিহাবসহ তার কয়েকজন বন্ধু একটি প্রাচীরের ওপরে বসে গল্প করছিল। প্রাচীরের পাশের জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করা হচ্ছিল। শিহাব প্রাচীরের ওপর থেকে আকস্মিকভাবে পড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা/ফারুক/রফিক

সম্পর্কিত নিবন্ধ