রেললাইনের ওপর বসে ছিলেন, তিনবার হুইসেল দেওয়ার পরও সরলেন না
Published: 16th, October 2025 GMT
রেললাইনের ওপর বসে ছিলেন তিনি। ওই পথে আসা ট্রেনের চালক তাঁকে দেখতে পেয়ে তিনবার হুইসেলও দেন। তবে এরপরও সরেননি ওই ব্যক্তি। শেষে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তাঁর।
আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা স্টেশন এলাকায় চট্টগ্রামমুখী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত ওই ব্যক্তির (৩৫) নাম ও ঠিকানা জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
রেলওয়ে পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আশরাফ ছিদ্দিক প্রথম আলোকে বলেন, রেললাইনের ওপর বসে ছিলেন ওই ব্যক্তি। এ সময় মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম নগরের দিকে যাওয়ার সময় তিনবার হুইসেল দেয়। কিন্তু ওই ব্যক্তি হুইসেল শুনতে পাননি। দূর থেকে স্টেশন মাস্টার ও লোকজন তাঁকে সরে যাওয়ার জন্য চিৎকার করলেও লাভ হয়নি। পরে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
এসআই আশরাফ ছিদ্দিক আরও বলেন, তিনি পুলিশের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। এই ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পরীক্ষায় ভালো করার ৫ টিপস
সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী মেধা যাচাই পরীক্ষার মাধ্যমেই তোমাদের প্রাথমিক বৃত্তি নির্ধারণ করা হবে। পরীক্ষা শুরু হবে ২১ ডিসেম্বর। সে হিসেবে পরীক্ষার সময় কম। এ সময়ের মধ্যে চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে।
১.
সারা বছর তোমরা নিয়মিত পড়াশোনা করেছ। এখন যে বিষয়গুলো পড়েছ, তা ধারাবাহিকভাবে রিভিশন দিয়ে চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে।
২.
বাংলা বিষয়ের প্রশ্নের সিলেবাস বেশ বড়। মোট ১৫ ধরনের বিভিন্ন প্রশ্নের ওপর পরীক্ষা হবে। নির্ধারিত সময়ে সব প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হবে। তাই সময়ের দিকে অবশ্যই খেয়াল রাখবে।
৩.
ইংরেজি বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার সময় বানান ভুল যেন না হয়, সেদিকে নজর রাখবে। বানান ভুল হলে পরীক্ষকেরা বিরক্ত হবেন। কথাটা মনে রেখো।
আরও পড়ুনজুনিয়র বৃত্তি পরীক্ষা—বিজ্ঞান : টিকটিকি সরীসৃপ কেন২ ঘণ্টা আগে৪.
গণিত বিষয়ে তোমরা নিয়মিত অনুশীলন করেছ। বাকি যে কয়েক দিন সময় পাবে, প্রতিদিন গণিত অনুশীলন করবে। এ বিষয়ে ভালো করার একমাত্র উপায় হলো অনুশীলন, অনুশীলন আর অনুশীলন।
৫.
বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় মিলিয়ে ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। তারিখ, সাল, ঘটনা, কে, কীভাবে বিভিন্ন প্রশ্নের সমন্বয়ে হবে এই দুই বিষয়ের প্রশ্নগুলো। তাই মনোযোগ দিয়ে এ বিষয়টি পড়বে।
*কাজী সুলতানা ইয়াসমীন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), অংকুর সোসাইটি বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম
আরও পড়ুনসরকারি মাধ্যমিকের শিক্ষকেরা কর্মবিরতিতে, হচ্ছে না বার্ষিক পরীক্ষা৭ ঘণ্টা আগে