রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এ নির্বাচনের বেশকিছু অসঙ্গতি তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন বামধারার ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ প্যানেলের প্রার্থীরা। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে এসব অসঙ্গতি তুলে ধরেন প্যানেলটির ভিপি প্রার্থী ফুয়াদ রাতুল। 

আরো পড়ুন:

রাকসু নির্বাচন: ভোট গণনা শুরু, দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে

রাকসু নির্বাচন: ভোট পড়েছে ৬৯.

৮৩ শতাংশ

ফুয়াদ রাতুল বলেন, “রাকসু নির্বাচন অংশগ্রহণমূলক হলেও শুরু থেকেই আমরা লেভেল প্লেয়িং ফিল্ডের ঘাটতি দেখতে পেয়েছি। কিছু প্যানেল সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের শর্তকে বিঘ্ন করে মাত্রাতিরিক্ত অর্থ খরচ করেছে। উপহার বিলি, ভুরিভোজ আয়োজন, শিক্ষার্থীদের প্রাইভেসি লঙ্ঘনের মতো ঘটনার বিরুদ্ধে প্রশানের উদ্যোগ আমরা দেখতে পাইনি।” 

তিনি বলেন, “সর্বশেষ ভোটের দিন একটি প্যানেলকে অবাধে চোথা বিলি করতে দেওয়া হয়েছে। কিন্তু গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ অচরণবিধি মেনে ভোট কেন্দ্র থেকে ৫০ গজ দূরে প্রচারণা চালাতে গেলে বাঁধা প্রদান করা হয়। শহীদুল্লাহ হলের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা ভোটকেন্দ্রের ভেতর শিবিরের প্যানেলের প্রচার চালাতে দিয়েছে বলে আমরা অভিযোগ পেয়েছি।”

তিনি আরো বলেন, “কিছু হলের প্রার্থীরা একের অধিক ব্যালট প্রাপ্তির কথাও জানিয়েছে। বিভিন্ন ভোটকেন্দ্রে ইচ্ছাকৃত লাইন জ্যামিংয়ের ঘটনা আমরা দেখেছি। এছাড়া রাকসুতে অংশগ্রহণ করা দুটি প্যালেনের দলীয় নেতাকর্মীরা কাজলা ও বিনোদপুর গেটে স্থানীয় নেতাকর্মীদের জমায়েত ঘটিয়েছে, যা ক্যাম্পাসে এক ধরনের ভীতির পরিবেশ সৃষ্টি করেছে।”

এর আগে, সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ। রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা শুরু হয়েছে। গণনা শেষ হলেই প্রকাশ করা হবে ফলাফল।
 

ঢাকা/কেয়া/ফাহিম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ঢাকা ও আশপাশ এলাকায় বিজিবি মোতায়েন

জান-মালের নিরাপত্তা নিশ্চিত কর‌তে ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম সাংবা‌দিক‌দের এ তথ্য জানান।

তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের জান-মালের নিরাপত্তায় বিজিবির সদস্যরা কাজ করবেন।” 

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দুই ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ আগামী ১৩ নভেম্বর জানাবেন আদালত। 

এদিকে, ১৩ নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এরপর রাজধানী ঢাকা, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ঢাকা ও আশপাশ এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ