নাবিক ভর্তির প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বুধবার (১৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সদর থানাধীন হোটেল ধানসিড়ি এবং হোটেল সোসাইটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আরো পড়ুন:

চোখের পলকেই টাকা চুরি করলেন ‘দুই বিদেশি’

চাকরিজীবী নারীর সম্পদ লুট, দম্পতি কারাগারে

টকরা হলেন আশিকুর রহমান ও মো.

বশির উদ্দিন।

পরে আটক প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানে হোটেল সোসাইটির ২০ নম্বর কক্ষ থেকে বিভিন্ন ভুয়া প্রশ্নপত্র, উত্তরপত্র, স্বাক্ষরিত ব্ল‍্যাংক চেক ও আনুষাঙ্গিক নথিপত্র জব্দ করা হয়।

বৃহষ্পতিবার (১৬ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর এ তথ্য জানিয়েছে।

তারা জানায়, বাংলাদেশ নৌবাহিনীতে এ-২০২৬ ব্যাচের নবীন নাবিক এবং এমওডিসি (নৌ) ভর্তির কার্যক্রম গত ৯ অক্টোবর থেকে চলমান রয়েছে। ভর্তির কার্যক্রম চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।

অভিযানে হোটেল সোসাইটির ২০ নম্বর কক্ষটি প্রতারক চক্রের সদস্যরা অফিস কক্ষ হিসেবে ব্যবহার করত। আটকদের দেওয়া তথ্য অনুযায়ি বিভিন্ন হোটেল থেকে প্রতারণার শিকার ১৬ জন চাকরি প্রার্থীকে উদ্ধার করা হয়েছে।

ভুক্তভোগীরা জানান, প্রতারক চক্রের সদস্যরা ১০-১৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে স্বাক্ষরিত ব্ল‍্যাংক চেক ও ব্ল‍্যাংক স্ট্যাম্প গহণ করে। এছাড়াও প্রতারকরা চাকরি প্রার্থীদের ভর্তি সংক্রান্ত ভুয়া প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করার প্রমাণাদি পাওয়া যায়।

বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক নিয়োগ একটি অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়া। আর্থিক লেনদেনের মাধ্যমে নাবিক নিয়োগের কোনো সুযোগ নেই। নৌবাহিনীতে নাবিক ভর্তি কার্যক্রম চলাকালে প্রতারক চক্র চাকরি প্রার্থীদের সঙ্গে অবৈধভাবে অর্থের বিনিময়ে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার চেষ্টা করে থাকে।

তবে নৌবাহিনীর সদস্যদের তীক্ষ্ণ নজরদারি, ভর্তি কার্যক্রমের সুব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে এ ধরনের অবৈধ অপচেষ্টামূলক কার্যক্রম অধিকাংশ ক্ষেত্রে রোধ করা সম্ভব হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক র সদস

এছাড়াও পড়ুন:

মেহেরপুরে ট্রাক্টরের চাপায় শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মো. শিহাব (৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের মানিকদিয়া কবরস্থান পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিহাব মানিকদিয়া কবরস্থান পাড়ার কৃষক ওসমান গনির ছেলে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত। 

স্থানীয়রা জানিয়েছেন, শিহাবসহ তার কয়েকজন বন্ধু একটি প্রাচীরের ওপরে বসে গল্প করছিল। প্রাচীরের পাশের জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করা হচ্ছিল। শিহাব প্রাচীরের ওপর থেকে আকস্মিকভাবে পড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা/ফারুক/রফিক

সম্পর্কিত নিবন্ধ