বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) চারটি বাম দলের আপত্তির পর জুলাই জাতীয় সনদ–২০২৫-এ পরিবর্তন আনা হয়েছে। চূড়ান্ত সনদে বলা হয়েছে, সংবিধানের অনুচ্ছেদ ১৫০(২) সংশোধন করা হবে এবং এ সংশ্লিষ্ট পঞ্চম ও ষষ্ঠ তফসিল সংবিধানে রাখা হবে না। অর্থাৎ জুলাই সনদ অনুসারে সংবিধানে সংস্কার হলে তাতে সংবিধানের তফসিলে ৭ মার্চের ভাষণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা থাকবে না। তবে স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের তফসিলে থাকবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিদেশে পালাতে চেয়েছিলেন রাজ-শিল্পা? আদালতের কঠোর নির্দেশ

অভিনেত্রী শিল্পা শেঠি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা আবারও আইনি জটিলতায় পড়েছেন। ৬০ কোটি রুপি অর্থ আত্মসাতের মামলার তদন্ত চলমান থাকায় বোম্বে হাইকোর্ট এই দম্পতির বিদেশ–যাত্রার আবেদন নাকচ করে দিয়েছেন। আদালত স্পষ্ট জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শিল্পা শেঠি দেশ ছাড়তে পারবেন না।

৬০ কোটি রুপির তছরুপ মামলা
গত বছরের আগস্টে ব্যবসায়ী দীপক কোঠারি রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠির বিরুদ্ধে ৬০ কোটি রুপির বেশি অর্থ আত্মসাতের অভিযোগ এনে মামলা করেন। তাঁর দাবি, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে বিনিয়োগের নামে তিনি শিল্পা–রাজের কোম্পানিতে অর্থ দিয়েছিলেন। পরে দেখা যায়, সেই অর্থ ব্যবসায় নয়, ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে। এ ঘটনায় মুম্বাই পুলিশের অর্থ অপরাধ দমন শাখা তদন্ত শুরু করে। তদন্তের স্বার্থে শিল্পা ও রাজের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করা হয়, যাতে তাঁরা দেশ ছাড়তে না পারেন।

আদালতের সিদ্ধান্ত
সম্প্রতি রাজ–শিল্পার পক্ষ থেকে তাঁদের আইনজীবী স্থগিত করার আবেদন জানান, যাতে তাঁরা বিদেশ যেতে পারেন। কিন্তু আদালত আবেদন নাকচ করে জানান, ‘তদন্তের এই পর্যায়ে বিদেশ–যাত্রার অনুমতি দেওয়া যাবে না।’ অভিনেত্রীর আইনজীবী জানিয়েছেন, শিল্পার বিদেশ সফর মূলত ব্যক্তিগত কারণে হওয়ার কথা ছিল। তবে আদালত বলেন, এখনই সেই অনুমতি দেওয়া অনুচিত, কারণ মামলার তদন্ত এখনো শেষ হয়নি।

শিল্পা শেঠি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সম্পর্কিত নিবন্ধ