জুলাই সনদ: স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে থাকছে
Published: 17th, October 2025 GMT
বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) চারটি বাম দলের আপত্তির পর জুলাই জাতীয় সনদ–২০২৫-এ পরিবর্তন আনা হয়েছে। চূড়ান্ত সনদে বলা হয়েছে, সংবিধানের অনুচ্ছেদ ১৫০(২) সংশোধন করা হবে এবং এ সংশ্লিষ্ট পঞ্চম ও ষষ্ঠ তফসিল সংবিধানে রাখা হবে না। অর্থাৎ জুলাই সনদ অনুসারে সংবিধানে সংস্কার হলে তাতে সংবিধানের তফসিলে ৭ মার্চের ভাষণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা থাকবে না। তবে স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের তফসিলে থাকবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জবিতে ভর্তির আবেদন ৫ ডিসেম্বর ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বৃদ্ধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের সময় দুই দিন বাড়ানো হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য তুলে ধরা হয়েছে।
আরো পড়ুন:
জাবিতে আইএইজির ১৫তম এশিয়ান আঞ্চলিক সম্মেলন
খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাবিতে দোয়া
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ নভেম্বর প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে আবেদনের শেষ সময় নির্ধারিত ছিল ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। শিক্ষার্থীদের সুবিধার্থে কর্তৃপক্ষের সিদ্ধান্তে সেই সময়সীমা বাড়িয়ে আগামী ৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হলো।
পূর্বে প্রকাশিত ভর্তিসংক্রান্ত অন্যান্য শর্তাবলি ও বিষয়গুলো অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঢাকা/লিমন/রাসেল