আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। এ সময় সব চ্যালেঞ্জ মোকাবিলা করে জাতিকে ‘সুষ্ঠু’ ও ‘নিরপেক্ষ’ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন ‘প্রতিশ্রুতিবদ্ধ’ বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। 

আরো পড়ুন:

শেষ পর্যায়ে রাকসুর সংস্কার কাজ, রবিবার থেকেই বসতে পারবেন নির্বাচিতরা

রাকসুর পাশাপাশি সিনেটের ছাত্র প্রতিনিধি হলেন যারা

সিইসি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশাসন ও পুলিশের সঙ্গে নির্বাচন বিষয়ে আলোচনার জন্য শুক্রবার (১৭ অক্টোবর) সকালে বরিশালে আসেন। তিনি শনিবার (১৮ অক্টোবর) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। 

সকালে আঞ্চলিক নির্বাচন অফিসে বরিশাল বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এবং বিকেলে বরিশাল সার্কিট হাউজে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক হয়। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। 

সিইসি বলেন, ‘‘দায়িত্ব গ্রহণের সময় নেওয়া শপথ অনুযায়ী আমরা মানুষকে অনুকরণীয় নির্বাচন উপহার দিতে চাই। প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তাদের সেই কথাই বলেছি। তারাও প্রতিশ্রুতি দিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সব কিছু করবেন।’’ 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘‘রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ দল নির্বাচনে অংশ নিতে পারবে না। তাছাড়া সরকারও বলেছে, তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনে দলটির অংশ নেওয়ার সুযোগ নেই।’’ 

তিনি আরো বলেন, ‘‘কোনো গোয়েন্দা সংস্থা কিংবা কারো প্রেসক্রিপশন নয়, আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সবাইকে সঙ্গে নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেব। সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব। কোনো দল কিংবা গোষ্ঠীর চাপ অথবা বাধার সামনে মাথা নত করবে না নির্বাচন কমিশন।’’

সার্কিট হাউজের মতবিনিময় সভায় বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওছারসহ প্রশাসন এবং পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/পলাশ/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বর শ ল

এছাড়াও পড়ুন:

জবিতে ভর্তির আবেদন ৫ ডিসেম্বর ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বৃদ্ধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের সময় দুই দিন বাড়ানো হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য তুলে ধরা হয়েছে।

আরো পড়ুন:

জাবিতে আইএইজির ১৫তম এশিয়ান আঞ্চলিক সম্মেলন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাবিতে দোয়া

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ নভেম্বর প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে আবেদনের শেষ সময় নির্ধারিত ছিল ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। শিক্ষার্থীদের সুবিধার্থে কর্তৃপক্ষের সিদ্ধান্তে সেই সময়সীমা বাড়িয়ে আগামী ৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হলো।

পূর্বে প্রকাশিত ভর্তিসংক্রান্ত অন্যান্য শর্তাবলি ও বিষয়গুলো অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঢাকা/লিমন/রাসেল

সম্পর্কিত নিবন্ধ