Risingbd:
2025-11-18@06:04:14 GMT

রাজধানীতে জনজীবন স্বাভাবিক

Published: 18th, November 2025 GMT

রাজধানীতে জনজীবন স্বাভাবিক

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে মঙ্গলবার (১৮ নভেম্বর) সারাদেশে সকাল-সন্ধ্যা শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ‘কার্যক্রম নিষিদ্ধ’ থাকা আওয়ামী লীগ। তবে শাটডাউন কর্মসূচির কোনো প্রভাব রাজধানীর জনজীবনে পড়েনি।

সকাল থেকেই রাজধানীতে যানচলাচল স্বাভাবিক রয়েছে। অন্যান্য দিনের মতোই সকাল থেকেই সড়কে রয়েছে পরিবহনের চাপ। কর্মমুখী মানুষ ছুটতে শুরু করেছে নিজের কর্মস্থলে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও শিক্ষার্থীদের উপস্থিতি আগের চেয়ে বেড়েছে। 

আরো পড়ুন:

বিবিসির বিশ্লেষণ: শেখ হাসিনার ফাঁসির রায় কেন ভারতকে বিব্রত করবে

পটুয়াখালীর কারাগারে আ.

লীগ নেতার মৃত্যু

মঙ্গলবার সকালে রাজধানীর রামপুরা, খিলগাঁও, মৌচাক, মালিবাগ, কাকরাইল ও পল্টন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।

তবে এদিন নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ্য করা যায়নি। সকাল সাড়ে ৮টা পর্যন্ত রামপুরা, খিলগাঁও, মৌচাক, মালিবাগ, কাকরাইল ও পল্টন এলাকার বিভিন্ন মোড়ে সকাল থেকে কোনো চেকপোষ্ট বসানো হয়নি। পাশাপাশি সড়কে বিএনপি, জামায়াত, এনসিপির নেতা–কর্মীদের অবস্থান করতে লক্ষ্য করা যায়নি।

এদিন সকাল থেকেই ঢাকার সড়কগুলোতে স্বাভাবিক গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি চলাচল লক্ষ্য করা গেছে। সকাল থেকে সড়কে রিকশা ও অটোরিকশার দাপট রয়েছে। বিভিন্ন এলাকায় বাসের জন্য যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। কোনো কোনো বাসে যাত্রীদের প্রচুর ভিড় ছিল চোখে পড়ার মতো। কোনো কোনো এলাকার মোড়ে যানজট সৃষ্টি হতো দেখা গেছে।

এ বিষয়ে রামপুরা ট্রাফিক জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এ কে এম নছরুত হাসান রাইজিংবিডি ডটকমকে বলেন, “সকাল থেকে কোনা ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটেনি। তবে সড়কে অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে।”

প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজের কর্মকর্তা এস এম তন্ময় বলেন, “আজকে সকাল থেকেই রাস্তায় অনেক গণপরিবহন চলাচল করছে। শাটডাউন কর্মসূচির কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। রাস্তায় মানুষের ভিড় থাকায় বাসে ওঠার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে।”

খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন অভিভাবক রাবেয়া বসরী জানান, “আজকে ছেলেকে স্কুলে নিয়ে এসেছি। অনেক দিন পর স্কুল আসতে পেরে ছেলে অনেক খুশি।”

ঢাকা/এনটি/ফিরোজ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ

এছাড়াও পড়ুন:

রাজধানীর প্রবেশমুখ যাত্রাবাড়ী এলাকায় গণপরিবহন চলাচল স্বাভাবিক 

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ সোমবার ঘোষণা করবে। এ রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজধানীর প্রবেশ মুখ যাত্রাবাড়ী এলাকায়ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সরেজমিন যাত্রাবাড়ী-সায়েদাবাদ এলাকা ঘুরে এমন চিত্র লক্ষ‌্য করা গেছে।

যাত্রাবাড়ী সায়েদবাদ এলাকায় আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। মোড়ে মোড়ে তারা পাহাড়া দিচ্ছে, যাতে করে কেউ অরাজকতা সৃষ্টি করতে না পারে। রাস্তায় অন্যান্য দিনের মতো মানুষের ভিড়। কোথাও কোথাও যানজট। গণপরিবহনে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।

আরো পড়ুন:

শেখ হাসিনার হাজারবার মৃত্যুদণ্ড দিলেও কম হবে: মীর স্নিগ্ধ

ঢাকায় বড় পর্দায় দেখা যাবে শেখ হাসিনার মামলার রায়

যাত্রাবাড়ী চৌরাস্তায় পরিবহন শ্রমিক আবুল হোসেন রাইজিংবিডিকে বলেন, হাসিনার রায়কে ঘিরে সবার মধ্যে একটু আতঙ্ক বিরাজ করছে। তবে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

রজনীগন্ধা পরিবহনের চালক মিজানুর রহনান বলেন, সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে, যাত্রীর চাপ বেশি। 

উল্লেখ‌্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) জুলাই গণ-অভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণা করার কথা রয়েছে আজ সোমবার। মামলার আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি (পুলিশের মহাপরিদর্শক) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন (অ্যাপ্রুভার বা রাজসাক্ষী)।  এ দিনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনলাইনের মাধ্যমে ‘শাটডাউন’ কর্মসূচি ডেকেছে।

ঢাকা/নাজমুল/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • রাজধানীর প্রবেশমুখ যাত্রাবাড়ী এলাকায় গণপরিবহন চলাচল স্বাভাবিক 
  • রায়কে কেন্দ্র করে ঢাকায় নিরাপত্তা জোরদার, ১৫ হাজার পুলিশ মোতায়েন
  • রাজধানীতে চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি, যান চলাচল স্বাভাবিক