থানার ভেতর থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
Published: 23rd, November 2025 GMT
চট্টগ্রামে থানার ভেতর থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম অহিদুর রহমান (৩২)। আজ রোববার সকালে নগরের চকবাজার থানা ব্যারাকের গোসলখানা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তিনি নোয়াখালীর কবির হাটের মোহাম্মদ শহীদুল্লার ছেলে।
পুলিশ জানায়, বরিশাল রেঞ্জ থেকে বদলি হয়ে তিন মাস আগে নগর পুলিশে যোগ দেন অহিদুর। তিনি সহকারী উপপরির্দশক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। গত সেপ্টেম্বরে চকবাজার থানায় পদায়ন হয় তাঁর। থানার ব্যারাকেই থাকতেন তিনি। সকালে গামছা ও সাবান নিয়ে গোসল করতে যান অহিদুর। পুলিশের আরেকজন সদস্য গোসল করার জন্য বাইরে অপেক্ষায় ছিলেন। তিনি দরজায় ধাক্কা দিয়ে এবং দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও অহিদুরের সাড়াশব্দ পাননি। এরপর দরজা ভেঙে দেখেন গোসলখানার ছাদের হুকের সঙ্গে রশি দিয়ে অহিদুরের লাশ ঝুলছে।
নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ প্রথম আলোকে বলেন, গতকাল রাতেও টহল দলের সঙ্গে দায়িত্ব পালন করেছেন অহিদুর। তাঁর মধ্যে কোনা অস্বাভাবিকতা ছিল না। কেন, কী কারণে এই ঘটনা ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, ছাত্রীদের কাল সকালের মধ্যে হল ছাড়ার নির্দেশ
রাজধানী ঢাকাসহ সারাদেশে কয়েকবার ভূমিকম্পের কারণে উদ্ভূত পরিস্থিতিতে চারদিন পরীক্ষা ও ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের শিক্ষার্থীদের আগামীকাল সোমবার (২৪ নভেম্বর ২০২৫) সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করতে হবে।
আরও পড়ুনভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস–পরীক্ষা বন্ধ৫ ঘণ্টা আগেএ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২৩/১১/২০২৫ তারিখে অনুষ্ঠিত জরুরি সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার দিক বিবেচনা করে আগামী ২৪/১১/২০২৫ হতে ২৭/১১/২০২৫ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। আগামী ৩০/১১/২০২৫ তারিখ হতে ৪/১২/২০২৫ তারিখ পর্যন্ত শুধু অনলাইনে ক্লাস চলবে ও পরীক্ষাসমূহ বন্ধ থাকবে। তবে যে সকল বিভাগে মৌখিক পরীক্ষা চলমান সে সকল বিভাগ সংশ্লিষ্ট শিক্ষার্থীদের লিখিত সম্মতি সাপেক্ষে মৌখিক পরীক্ষা গ্রহন করতে পারবে। এ সময়ে কেন্দ্রীয় গ্রন্থাগার এবং উন্মুক্ত পাঠাগার বন্ধ থাকবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল আগামী ২৪/১১/২০২৫ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। শিক্ষার্থীদের আগামী ২৪/১১/২০২৫ তারিখ সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করতে হবে। ইতিমধ্যে গঠিত বিশেষজ্ঞ কমিটি'র মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল ভবন পরীক্ষা-নিরীক্ষা করে ঝুঁকি মূল্যায়ন করা হবে। কমিটি'র রিপোর্টসহ আগামী ০৪/১২/২০২৫ তারিখে পূনরায় সভা অনুষ্ঠানের মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। এ সময়ে অফিস কার্যক্রম যথারীতি চালু থাকবে।
আরও পড়ুনঢাকার সাত কলেজ: বিশ্ববিদ্যালয় শুরুর আগেই তীব্র সেশনজটে শিক্ষার্থীরা ৪ ঘণ্টা আগেউল্লেখ্য, চলমান জকসু কার্যক্রমের বিষয়ে জকসু নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে।
এর আগে আজ রোববারের (২৩ নভেম্বর ২০২৫) সব ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছিল ভূমিকম্পজনিত উদ্বেগ ও আতঙ্কের কারণে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘আজ রোববারের সব ক্লাস পরীক্ষা স্থগিত থাকলেও বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। শিক্ষার্থীদের পরিবহন বন্ধ থাকবে। শিক্ষক ও কর্মকর্তা–কর্মচারিদের বাস চালু থাকবে। জকসু নির্বাচনের কার্যক্রম পূর্বনির্ধারিতভাবেই চলবে। স্থগিতকৃত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ যথাসময়ে ঘোষণা করবে।’
আরও পড়ুনআমেরিকার ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রাম, ইংরেজিতে দক্ষতায় করুন আবেদন৮ ঘণ্টা আগে