সিলেট সীমান্তে ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে বাংলাদেশি যুবক নিহত
Published: 23rd, November 2025 GMT
সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার লোভাছড়া সীমান্ত এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির নাম জামাল উদ্দিন (৪৫)। তিনি কানাইঘাট উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা কান্দালা বাংলাটিলা গ্রামের মৃত মকরম আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, জামাল গতকাল দুপুরে বাড়ি থেকে বের হয়েছিলেন। পরে রাতে উপজেলার ভালুকমারা গ্রামে বাংলাদেশ সীমান্তের ভেতরে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশ। এর আগে জামালসহ কয়েকজন ভারত সীমান্তের ভেতরে চলে গিয়েছিলেন।
ওই সময় ভারতীয় খাসিয়ারা বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে জামাল গুলিবিদ্ধ হন। পরে সঙ্গীরা তাঁকে উদ্ধার করে বাংলাদেশের ভেতরে নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জামালকে মৃত অবস্থায় উদ্ধার করে।
মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়াল। তিনি বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
থানার ভেতর থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রামে থানার ভেতর থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম অহিদুর রহমান (৩২)। আজ রোববার সকালে নগরের চকবাজার থানা ব্যারাকের গোসলখানা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তিনি নোয়াখালীর কবির হাটের মোহাম্মদ শহীদুল্লার ছেলে।
পুলিশ জানায়, বরিশাল রেঞ্জ থেকে বদলি হয়ে তিন মাস আগে নগর পুলিশে যোগ দেন অহিদুর। তিনি সহকারী উপপরির্দশক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। গত সেপ্টেম্বরে চকবাজার থানায় পদায়ন হয় তাঁর। থানার ব্যারাকেই থাকতেন তিনি। সকালে গামছা ও সাবান নিয়ে গোসল করতে যান অহিদুর। পুলিশের আরেকজন সদস্য গোসল করার জন্য বাইরে অপেক্ষায় ছিলেন। তিনি দরজায় ধাক্কা দিয়ে এবং দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও অহিদুরের সাড়াশব্দ পাননি। এরপর দরজা ভেঙে দেখেন গোসলখানার ছাদের হুকের সঙ্গে রশি দিয়ে অহিদুরের লাশ ঝুলছে।
নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ প্রথম আলোকে বলেন, গতকাল রাতেও টহল দলের সঙ্গে দায়িত্ব পালন করেছেন অহিদুর। তাঁর মধ্যে কোনা অস্বাভাবিকতা ছিল না। কেন, কী কারণে এই ঘটনা ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।